ভিডিওগ্রাফিঃএ্যারোমেটিক জুঁই ফুলের ।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ar2.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি । তারই ধারাবাহিকতায় আজ একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি এ্যারোমেটিক জুঁই ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আমি আমার বান্ধবীর মিরপুর ডি,ও,এইচ এস এর বাসার বাসায় বেড়াতে গিয়েছিলাম। বান্ধবী আমার ছাঁদ বাগানটি বেশ সুন্দর করে বিভিন্ন ফুল ফলের গাছ দিয়ে সাজিয়েছে। প্রায় ১০০টি ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো ছাঁদ বাগানটি। দোতলা ছাঁদের নিচের অংশে বিভিন্ন ফল ও ফুলের গাছ দিয়ে সাজিয়েছে। আর উপরের অংশে বিভিন্ন সব্জির গাছ লাগিয়েছি। কিছুদিন আগে বেড়াতে গিয়ে বিভিন্ন ফুলের ফটোগ্রাফিগুলো করেছিলাম।সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সাথে ভিডিওগ্রাফি করেছিলাম এ্যারোমেটিক জুঁই ফুলের। সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ar1.jpg

সাদা রং এর এ্যারোমেটিক জুঁই ফুল দেখতে বেশ সুন্দর।মিস্টি সুবাসের জন্য সারা পৃথিবীতে সমাদৃত। আদি নিবাস ইউরোপের দক্ষিণাঞ্চল ও আফ্রিকার উত্তরাঞ্চল। লতা জাতীয় গাছ। তাই কোন কিছুর সাথে ঝুলিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। এ্যারোমেটিক জুঁই ফুলের নামের সাথে জুঁই অংশ থাকলেও বাস্তবে আসল জুঁই/যুথিকার সাথে এর কোনো মিল নেই। যেহেতু এরা আমাদের দেশি গাছ না, তাই বাংলা কোনো নাম এদের নেই। আমাদের দেশে নার্সারী ব্যবসার সাথে যারা জড়িত তারাই এই ফুলের নাম দিয়েছে অ্যারোমেটিক জুঁই। এই নামটাই এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে।ভিডিওটি শর্ট ভিডিও।

ভিডিও লিঙ্ক নিম্নে দেওয়া হলো।

https://youtube.com/shorts/vM8UuwU1Rs8

আশাকরি এ্যারোমেটিক জুঁই ফুলের ভিডিওগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই শীতে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১5ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 months ago 

dt2.png

dt3.png

dt1.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপু এর আগে আমি কোনদিন এই ভুল দেখেছি বলে মনে হয় না। তবে আজকে আপনি খুব সুন্দর ভাবে জুঁই ফুলের ফটোগ্রাফি ও ভিডিও লিংক আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো সুন্দর এই ফুল দেখে।

 2 months ago 

আপনাকে নতুন একটি ফুল দেখাতে পেরে বেশ ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি ভিডিও গ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ভিডিওগ্রাফিটি দেখতে বেশ ভালো লাগলো। ভিডিওগ্রাফির মাধ্যমে আপনি যে গাছটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই গাছটি আমার বাড়িতে একটা আছে। এই গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর এবং এই ফুলের সুঘ্রাণ অনেক মিষ্টি। আমি বাসার বারান্দার জানালার সাথে লাগিয়েছি।

 2 months ago 

এই ফুলটি দেখতে যেমন সুন্দর এর ঘ্রানও তেমনই মিস্টি। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বাহ্ আজ আপনি আমাদের মাঝে অনেক দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপু। ভিডিওগ্রাফিটি দেখতে খুবই চমৎকার হয়েছে। এ্যারোমেটিক জুঁই ফুলের গাছটি আমার বাসায় আছে। আমি অবশ্য আমার বাসার ব্যালকনিতে লাগিয়েছি।এই ফুলের সুবাসটি খুবই সুন্দর। সন্ধ্যা হলে সুবাসটি আরো অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর ফুলের সুন্দর একটি ভিডিও শেয়ার করলেন। ভিডিও সংগ্রহ করতে ভালো লাগে সবার শেয়ার করা ভিডিও দেখতে আরো অনেক ভালো লাগে। আজকে আপনি জুঁই ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন। আমার দেখতে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

বেশ সুন্দর দেখতে এই এ্যারোমেটিক জুঁই ফুল। তাইতো আপনাদের দেখাতে ভিডিওগ্রাফি শেয়ার করালাম। ধন্যবাদ আপু।

 2 months ago 

এ্যারোমেটিক জুঁই ফুল গুলো আগে কখনো দেখা হয়নি। এই গাছ গুলো তে তো দেখছি অনেক ফুল একসাথে ফোটে। খুবই ভালো লাগলো আপনার আজকের পুরো ভিডিওগ্রাফি টা দেখে। সাদা রঙের ফুলগুলো মনোমুগ্ধকর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য। নতুন একটা ফুলের সঙ্গে পরিচিত হলাম।

 2 months ago 

বেশ সুন্দর দেখতে এই ফুলটি। লতানো জাতীয় গাছ তাই কোন কিছুর সাথে ঝুলিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে।

 2 months ago 

আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে এ্যারোমেটিক জুঁই ফুলের সৌন্দর্য দেখতে পেলাম। আপনি খুব সুন্দর করে ভিডিওটি ধারণ করেছেন আপু। সন্ধ্যার পর থেকেই ফুলের সুবাস সকলের নজর কারে। এত সুন্দর ভিডিও আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মিস্টি গন্ধ যুক্ত ফুলটি সারা বিশ্বে এর সুঘ্রানের জন্য বেশ পরিচিত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62