আমার লেখা আরো একটি কবিতা রইলো আপনাদের মাঝে।

in Incredible Indialast year (edited)
png_20230210_014947_0000.png

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সকলে ভালো আছেন। ঘড়ির কাঁটা বলছে এখন ভারতীয় সময় রাত ১টা বেজে ৫১ মিনিট, এবং সবেমাত্র সময় পেলাম লেখার।

কমিউনিটির বিভিন্ন কাজ সমাধা করতে একটু রাত হয়ে গেলো। যতক্ষন ব্যস্ততা ততক্ষণ আমি ভালো থাকি, শুধু আমি বলে নয় এমন অনেক মানুষ আছেন আমার মত, যারা কাজে নিজেদের ব্যস্ত রাখতে পছন্দ করেন।

তার পিছনে অন্যতম কারণ হলো একাকিত্ব, কাজের ভিড়েই যাকে এড়ানো সম্ভব, ফাঁকা সময় জীবনের এমন অনেক মানুষ, পরিস্থিতি, তিক্ত অভিজ্ঞতা সজীব করে দেয় যার থেকে আমরা প্রায় সময় পালাতে চাই।

আজকে কি লিখবো ভাবতে ভাবতে বেশ কিছু শব্দ ছন্দ হয়ে বেরিয়ে এলো মনের ভেতর থেকে, তাই কবিতারুপে আজকে সেটাই আপনাদের সাথে ভাগ করে নেবার প্রয়াস করলাম।

আমাকে একাকিত্ব ঘিরে ধরলে প্রায়শই আমি আকাশের দিকে তাকিয়ে সেই সকল মানুষদের মনে করি যারা আমাকে ছেড়ে চলে গেছে অসময়।

কথার ফাঁকে অনেক ছবি তুলেছি, সেগুলো বড়ো করে দেখেছি, যদি একজনের ও দেখা পাই। ছেলেবেলা থেকে শুনেছি, যারা আমাদের ছেড়ে চলে যায় তারা নাকি আকাশের তারা হয়ে যায়।

আজ হয়তো শারিরীক দিক থেকে বড়ো হয়েছি, কিন্তু ছেলেবেলার সেই কথাগুলো আজও কেনো জানিনা বিশ্বাস করতে ইচ্ছে করে।

IMG_20230210_010927.jpg

অনেক মানুষের মুখে শুনেছি, সময়ের সাথে অনেক স্মৃতি ম্লান হয়ে যায়, কিন্তু সেটাই যদি প্রচলিত কথা হয়ে থাকে, তাহলে আমি নিজেকে ব্যাতিক্রম বলবো।

সময়ের সাথে আমার সব স্মৃতি সতেজ হয়েছে, ম্লান নয়, কাজেই আজকের কবিতাটি ও সেই অভিজ্ঞতার নিরিখেই লেখার চেষ্টা করেছি।
ভালো, খারাপ সে বিচার আপনাদের, আমি বাহবা পেতে নয়, রাতের আঁধারে নিজের মনের উচ্চারিত শব্দগুলোকে ছন্দের আঁকার দেবার প্রচেষ্টা করেছি মাত্র।



20230210_005108_0000.png

জীবনের পাঠশালা"

চাওয়া পাওয়ার হিসেব কষে....
কাটছে দিন রাত;
না পেলেই মুখ ভার সকলের..
আর পেলে পরেই কেয়া বাত!

সুখ দুঃখের নিরিখেও.....
মানুষ একই হিসেবে চলে;
শান্তির চাইতেও সুখের কথা....
তাইতো তারা আজ বেশি বলে।

অর্থ দিয়ে আজও যায় না কেনা...
আছে এমন অনেক কিছু;
তাইতো আজও সততা, মূল্যবোধ..
চলে না অর্থের পিছু পিছু।

জীবনের আসল মানে...
তারাই কেবল বোঝেন;
ভালোবাসা, সততা যারা..
সম্পর্কের মধ্যে খোঁজেন।

অর্থ দিয়ে যায়না কেনা..
আজও আয়ু রেখা।
গল্প নয়, পরিস্থিতির থেকেই..
আমার এসব শেখা!

আজও আমার আঁখি খোঁজে..
দূর দিগন্ত পার;
যে মানুষগুলো হারিয়ে গেছে...
ফিরবে না তারা আর।

একাকিত্ব বুঝিয়েছে আমায়...
জীবনের পরিভাষা;
অর্থ নয়, আসল সম্পদ..
একমাত্র ভালোবাসা।

অর্থ আসে, অর্থ যায়.....
আসে না ফিরে মানুষ;
তাইতো আমি আজও খুঁজি....
দূর আকাশে উড়ে বেড়ানো ফানুস।

সময়ের কাছে আমার শেখা.....
জীবনের অনেক শিক্ষা;
পরিস্থিতি আর কিছু মানুষ.....
দিয়েছে বাস্তবিকতার দীক্ষা।

IMG_20230210_010825.jpg

আমার কবিতা ফুরোলো, নটে গাছটি মুরোলো।
অনেক রাত হয়েছে, কাজেই আমার ভারতীয় বন্ধুরা এখন স্বপ্নের রাজ্যে বিচরণ করছে।

ভালো লাগুক না মন্দ, নিজেদের অভিমত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই লিখে বিদায় নিলাম। ভালো থাকুন সবাই, সবসময় এই কামনা করি। শুভ রাত্রি বন্ধুরা।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 last year (edited)

সময়ের কাছে আমার শেখা.....
জীবনের অনেক শিক্ষা;
পরিস্থিতি আর কিছু মানুষ.....
দিয়েছে বাস্তবিকতার দীক্ষা।

কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করে তুলেছে। আসলে কবিতার এই লাইনটি আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আমরা সময়ে সময়ে পার হয়ে আসি শিক্ষা অর্জন করতে করতে, জিবনের অনেক শিক্ষা আমরা সময়ের কাছ থেকেই শিখেছি, আর পরিস্থিতি প্লাস কিছু মানুষের আচার ব্যবহারে আমরা শিখেছি দিক্ষা। এই দিক্ষাটি ভালো মন্দ সবই আছে, দিক্ষাটাই হলো মানুষের স্বভাব বা গুরুজনের স্বভাবের অনুসরন করা। আমরা যদি ভালো দিক্ষা অর্জন করতে চাই অবশ্যই ভালো পরিস্থিতি বা ভালো কারো সান্নিধ্যে থাকার চেষ্টা দরকার। ভালো থাকবেন দিদি, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

 last year 

দিদি নমস্কার
আশা করি অনেক ভালো আছেন ৷ দিদি আপনি অনেক সুন্দর একটি ব্লগ উপস্থাপনা করেছেন ৷ আসলে মানুষের জীবনে ব্যস্ততা জীবনের বড় একটা অংশ জুড়ে ৷ তাই শত ব্যস্ততার মাঝেও আমাদের ভালো থাকতে হয়৷ আসলে সত্যি বলতে ব্যস্ত সময় না থাকলে জীবনের আসল রহস্য কখনোই বুঝতাম না ৷

আর একটি বিষয় চিন্তা ভাবনা গুলো সময়ের সাথে অনেক পরিবর্তন হয় ৷ যেমনটা আপনি বলছিলেন ৷ ছোট্ট বেলা একটা কথা শুনেছি কোনো ব্যক্তি মারা গেলে সে না কি আকাশের তারা হয়ে যায় ৷ আর আমি সেটাকে আজও বিশ্বাস করি ৷

আসলে এ জীবনের পাঠ শালায় অনেক কিছু শিখছি বুঝতেছি সর্বোপরি জীবন এমনি ৷ সবই তবুও অবুঝের মতো ৷
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ যার প্রতিটি লাইন ছিল জীবনের সাথে ঘটে যাওয়ার কিছু মূহুর্ত ৷

Loading...

Congratulations! Your post has been upvoted by @steemladies (about all women's activities) Community. Let's grow together with us. Join and subscribe here👇.

Steem For Ladies

Manually curated by sailawana

IMG_20221128_163104.jpg

 last year 

Thank you my dear friend @sailawana for your support, I subscribed your community. You are doing fabulous job.

Thank you dear..
Have a wonderful day

 last year 

You are most welcome my dear friend.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50