আজকের কবিতা - নালিশ (Poetry- Complain!)

in Incredible India2 months ago
1000022405.png

একটা কথা কখনো ভেবে দেখেছেন? সম্পর্ক কাছের হোক বা দূরের, পরিচিত হোক অথবা অপরিচিত, যতক্ষণ আমরা এই ধরায় থাকি ভালোর চাইতে মন্দের তালিকা দীর্ঘ্য থাকে!

ভালো কথার মন্দ দিক খুঁজে বের করা, সদুপদেশ কে সন্দেহের নজরে দেখা! সোজা কথার বাঁকা অর্থ ধরা ইত্যাদি ইত্যাদি।

পাড়ায় হোক বা পরিবারে এরকম উদাহরণ রোজকার জীবনে নজরে পড়ে। সবচাইতে অবাক বিষয় যে মানুষটি জীবিত অবস্থায় চোখের কাঁটা ছিল, চিরবিদায় নেবার পরে তার খারাপ গুলো, তার প্রতি নালিশ গুলো এক নিমেষে প্রশংসায় রূপান্তরিত হয়!

ভালোর ভালোটা তো আগেও ছিল, তখন তো সমালোচনা ছাড়া কিছুই নজরে পড়ে না!

শরীর দিয়ে, মায়া মমতা দিয়ে, সময় দিয়ে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করেও দিনশেষে কিন্তু নালিশ পড়ে থাকে অনেকের ঝোলায়।
তাই আজকে মনে হলো একটি ছোট্ট কবিতা আপনাদের মাঝে তুলে ধরি, যার নাম দিয়েছি -

নালিশ

হটাৎ করেই যদি একদিন যাই চলে;
দু'ফোঁটা অশ্রু আসতে চায় না বলে!

মনের কোণার নালিশ গুলোকে ঝেড়ে ফেলে;
চিরবিদায় জানিয়ে সন্ধান করতে গেলে,
কিছু ভালোর হদিস হয়তো
তখন মিললেও যদি মেলে!

বেঁচে থাকতে সবটাই বেকার;
হারালে পরে খুঁজে একাকার!
ভালোবাসা গুলো ফিকে আজ সব;
বিদায়ের পর খোঁজ খোঁজ রব!

সংগোপনে আমি বয়ে যাই ব্যাথা;
অনেক কষ্ট অব্যাক্ত অনেক কথা!

যেদিন এ ধরা হতে চির বিদায় নেবো;
যা কিছু আছে সবটুকু দিয়ে যাবো।
নিয়ে যাবো অব্যাক্ত কষ্টের বোঝা;
যা বোঝা নয়কো মোটেই সোজা।

একবার ছুটির ঘণ্টা বাজলে
এক্ ছুটে ওপারে পৌঁছে যাবো;
হারানো স্বজনদের হয়তো
সেখানে ফিরে পেলেও পাবো!

একাকীত্বে আজ নিঃস্বার্থ
ভালোবাসার বড়ই অভাব;
বিনা কারণে ফিরে না চাওয়া
মানুষের আজ নিত্য স্বভাব।

ক্লান্ত আমি নিঃস্বার্থ
ভালোবাসার সন্ধানে;
গ্লানি অপমান মিলেছে কেবল
আবদ্ধ করতে নিজেকে মায়ার বন্ধনে।

- সুনীতা দত্ত।

IMG_20240328_012027.jpg
IMG_20240328_011958.jpg
(জীবিত অবস্থায় ফুলের খরচ বাড়তি, মৃত্যুর পর খরচে নেই ঘাটতি)

আজও বুঝতেই পারলাম না, সবার মাঝে থেকে একাকীত্বের জ্বালা বেশি, নাকি সর্বহারা হয়ে!
অনেকেই আছেন নারী পুরুষ নির্বিশেষে নিজের সবটা ইজার করে দিয়েও মন পায় না, বিশ্বাস পায় না আবার অনেকক্ষেত্রে মন যুগিয়ে চলতে চলতে হয় পথ পরিবর্তন করে ফেলে, নয়তো অকালে বিদায় জানিয়ে ওপারের দেশে চলে যায়।

জীবনে মোটামুটি সব রকম ঘটনা দেখে আজকে তাই মনে হলো, চেহারায় পৃথক হলেও অনেকের জীবনের গল্পটা বোধহয় প্রায় একইরকম।

বোঝার চেষ্টা আর বোঝানোর প্রয়াস এই করেই জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে ফেলি আমরা।

1000019547.jpg
1000018780.jpg

একটা সময় যখন পিছন ফিরে তাকাই, মনে হয় কত কিছুই তো পরিবর্তন করা যেতে পারতো, যদি একটু নালিশ কম করা যেতো!

আমাদের জীবনের সবচাইতে বড়ো ভুল আমরা অনেক সময় আলোচনাকে নালিশ ভাবি, আবদারকে ভাবি লোভ।

একটু যদি মানসিকতার পরিবর্তন করা যায়, তাহলে হয়তো নালিশ টাও আলোচনা অথবা মনের কষ্টের অভিব্যাক্তি প্রকাশ বলে মনে হতে পারে। ভেবে দেখবেন একবার আমার কথাগুলো, যারা আমার লেখা পড়েন।

এখন ভারতীয় সময় রাত ১ টা বেজে ১২ মিনিট।
এখনও লেখা শেষ করতে পারিনি, তবে এইবার ইতি টেনে বিদায় নেবো, প্রতীক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের। তবে সেটা যেনো নিজের হয়, আমার লেখার পুনরাবৃত্তি না হয়।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.

Team 2.jpeg

Curated by : @dove11

 2 months ago 

এটা হয়তোবা আমাদের জন্মগত স্বভাব, যে-ই আমাদের ইচ্ছের বিরুদ্ধে কথা বলবে সেটা যত ভালো কথাই হোক না আমাদের খারাপ লাগা শুরু হয়।

অথচ একটু ভালোভাবে চিন্তা করলেই সত্যিটা আমাদের সামনে এসে পরে।আমার মতে সামনাসামনি নালিশই হোক আর সমালোচনা যেটাই বলি না কেন সেটা আসলে শুভাকাঙ্ক্ষীরাই করে থাকেন। আর যারা পেছনে কথা বলে তারা মন থেকে হয়তোবা ভালো চায়না কিংবা কখনো কখনো সাহসও পায়না।তবে সামনে কথা বলা আমি ব্যাক্তিগতভাবে পছন্দ করি সেটা যাই হোক না কেন।
আর কেউ চলে গেলে তার প্রতি আমাদের সন্মান বেড়ে যায় এটা ছোট থেকে দেখে আসছি।পরে যে পরিমান কুম্ভিরাশ্রু প্রদর্শন করে তার সামান্য অংশ যদি আগে করতো তাহলে সেই মানুষটা খুশি হতো।
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই দেখেছি, কয়েক বছর মা ছেলের জন্য অপেক্ষা করেছে কিন্তু তার সময় হয় নাই।কিন্তু সে চলে যাওয়ার পরে ছেলে একদিনের মাঝে দেশে চলে আসতে পারে টিকেট কেটে।
আপনার লেখা কবিতাটা মন ছুঁয়ে গেল।

ভালো থাকুন সবসময় এই প্রার্থনা করি।

 2 months ago 

শিক্ষার বেশিরভাগটাই তো বাস্তব জীবন থেকে পাওয়া, এই পৃথিবীতে সর্বত্রই এই দৃশ্য চোখে পড়ে, এবং সেই কারণেই বোধহয় বৃদ্ধাশ্রমের আবির্ভাব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

রিপ্লাই দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

আমি আপনার সাথে একদম সহমত পোষণ করছি। একজন মানুষ বেঁচে থাকতে তার সমালোচনা করা ছাড়া ভালো দিকগুলো সহজে চোখে পড়ে না। অথবা চোখে পড়লেও সেটা বলার প্রয়োজন মনে করে না। আমার ক্ষেত্রেও যখন এই ব্যাপারগুলো হতো তখন আমার খুবই খারাপ লাগতো। তারপর হঠাৎ একদিন খেয়াল করি আমি নিজেও ঠিক এরকমই। তারপর থেকে নিজেকে বদলানোর চেষ্টা করছি। চেষ্টা করি অন্যের সমালোচনার পাশাপাশি তার ভালো দিক গুলোর বেশি বেশি প্রশংসা করা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70135.32
ETH 3789.12
USDT 1.00
SBD 3.77