আমার স্বরচিত কবিতা ||| হৃদয়ে আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LdktqXctKBANh6vidGnkYJefYoCyhnuVbZu3PARc9BtgNmwyEcwi5ydkEmrenk67SBUfG1kWJjEc5sj8qujnxE.png
ব্যানার ক্রেডিটঃ @hafizullah ভাই।

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা।সেই সাথে আমার বাংলা ব্লগের জন্য রয়েছে হাজার হাজার কোটি কোটি গোলাপের শুভেচ্ছা। আসলে আমরা সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটি কে কতটা ভালবাসি সেটা লিখে বা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। এমন একটা সুন্দর কমিউনিটি পেয়েছি সবাই যেখানে একটি পরিবার।বহু প্রতিক্ষার পর আজকে আমাদের সেই আনন্দের দিনটি চলে এসেছে। আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন। আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অনেক ভালোবাসি।দেখতে দেখতে এই ভালোবাসার কমিউনিটির সময় গুলো কিভাবে যে পার হয়ে গেছে তা বুঝতেই পারিনি । মনে হচ্ছে এই তো সেদিন দ্বিতীয় বর্ষ চলে গেল।

আজ আবারো তৃতীয় বর্ষপূর্তি আমার বাংলা ব্লগের।এত সুন্দর একটি কমিউনিটি আমরা পেয়েছি শুধুমাত্র আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্য।আমার বাংলা ব্লগের প্রতিটি নিয়ম কানুন এবং বাংলা ব্লগের পরিবারের সকল সদস্যরা যেন হৃদয়ের সাথে মিশে আছে। এত অসাধারণ একটি কমিউনিটি পেয়েছি যেখানে রয়েছে মন খুলে কথা বলার মত ভাষা । যে ভাষায় আমরা একজন আরেকজন মনের মত করে ব্লগিং করতে পারছি। সত্যিই বাংলা ভাষার কোন তুলনা হয় না। বাংলা আমার মায়ের ভাষা। যে ভাষা মায়ের মুখ থেকে আমরা প্রথম শিখি। সেই বাংলা ভাষার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ দীর্ঘ পথ পাড়ি দেক সফলতার সাথে। আর আমাদের হৃদয়ে থাক বাংলা ব্লগের ভালোবাসা। আসলে যতদিন আমার বাংলা ব্লগ কমিউনিটি থাকবে আমাদের ভালোবাসা আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনেক ভালোবাসি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে। চলুন আর কথা না বাড়িয়ে আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আমি একটি স্বরচিত কবিতা লিখেছি তা দেখে নেওয়া যাক।

হৃদয়ে আমার বাংলা ব্লগ।

সায়মা আক্তার।

একটা মেয়ে হেরে যায়
তার বাস্তবতার কাছে,
কখনও তার পরিবারের কাছে,
কখনো সেই প্রিয় মানুষের কাছে।

সে যতই নিজেকে সুখি
দেখাক না কেন,
তারও রয়েছে কিছু কষ্ট।

ছোট খাটো ইচ্ছে থাকে তার,
সেই ইচ্ছে গুলো হয়না পূরণ
কষ্টের অবসান তখনই ঘটে
যখন সে নিজের পায়ে দাঁড়ায়।

এমন অনেকে আছে
যাদের শখ আহ্লাদ,
পরিপূর্ণ হয়েছে
সুন্দর কমিউনিটির জন্য।

বাংলা ব্লগের জন্য,
হয়তো পেয়েছি নতুন একটা জিবন
সময়ের সাথে নিজেকে মানিয়ে
একি পরিবারে পাশে থেকে
@rme দাদার সহানুভূতিতে
আমরা হয়েছি শীতল।

অন্ধকারে প্রদীপের আলো
জালিয়ে আমাদের পাশে থেকে
করছে সহযোগিতা,
এ যেন এক অসিম পাওয়া।

যতদিন এদেহে রবে প্রাণ
গাবো তোমার জয় গান
তুমি আমাদের পরিবার
তুমি শক্তির আসন,
তুমি মনের আবেগের অনুভূতি,
তুমি আমাদের স্বপ্ন
তুমি আমাদের প্রেরণা,
নিঃশ্বাসের প্রতিটি স্পন্দনে
মিশে আছো তুমি
আমার বাংলা ব্লগের উদ্দীপনা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 11 days ago 

আপু তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে খুব ভালো লাগলো। সত্যি দাদার জন্য আমরা আজ সবাই সবার স্বপ্ন কে পূরণ করতে পেরেছি। সবার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 days ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 11 days ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর কবিতা লিখেছেন। হৃদয়ে আমার বাংলা ব্লগ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাও ছিল অসাধারণ।

 9 days ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 10 days ago 

আসলেই আমার বাংলা ব্লগ আমাদের প্রত্যেকের হৃদয়ে যেন জায়গা করে নিয়েছে। আর বাংলা ব্লগ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ছিল কবিতাটি পড়ে আমি মুগ্ধ হলাম।

 10 days ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে কাজের উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য।

 10 days ago 

বাহ্ চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।কবিতার নামের সাথে লাইনগুলো খুবই সুন্দর ছিল।আপনার অনুভূতি গুলো কবিতায় প্রকাশ বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 10 days ago 

আমাদের প্রিয় ভাষা নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমরা শুরু থেকে মায়ের বাসা কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা।হৃদয়ে আমার বাংলা ব্লগ কবিতাটি অসাধারণভাবে লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। সত্যি আপনার কবিতাটি বারবার পড়তে মন চাইতেছে। মনের মাধুরী দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

আপনি আজকে এই কবিতার মাধ্যমে অনেক সুন্দর করে বাংলা ব্লগের প্রতি নিজের অনুভূতিটাকে তুলে ধরেছেন। আমার বাংলা ব্লগে আমরা নিজেদের মাতৃভাষায় ব্লগিং করতে পারি এজন্য সত্যি অনেক খুশি। দেখতে দেখতে আমরা আমার বাংলা ব্লগের সাথে তিনটা বছর পার করে ফেলেছি। একটা পরিবারের সাথে তিন বছর পার করে ফেললাম। সেই অনুভূতিগুলো সত্যি অনেক বেশি সুন্দর। সবকিছুর মাঝেও এখানে না সময় দিতে পারলে কিছুই ভালো লাগেনা। দাদা এরকম একটা কমিউনিটি প্রতিষ্ঠা করার কারণেই আমরা এখানে কাজ করে আমাদের অনেক স্বপ্ন পূরণ করতে পারছি। এবং ভবিষ্যতেও আরো বড় বড় স্বপ্ন পূরণ করতে পারবো। ভালো লাগলো আপু আপনার লেখা কবিতাটি।

 10 days ago 

এরকম সুন্দর মন্তব্য পেলে কাজের উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ।

 10 days ago 

আমাদের সবার একটা আবেগের জায়গা রয়েছে। আর সেই আবেগের জায়গাটার নাম হল আমার বাংলা ব্লগ। আপনি হৃদয়ে আমার বাংলা ব্লগ নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব দারুণ লিখেছেন আপু। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 days ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 days ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই কমিটি নিয়ে সুন্দর কবিতা লেখার জন্য। আসলে বাংলা আমাদের গর্ব বাংলা কথা বলতে আমরা স্বাদ ছন্দ বোধ করি। তবে আপনার কবিতা পড়ে আমার কাছে অসাধারণ লাগলো। আমাদের এই বাসার কবিতাগুলো বারবার পড়তে মন চায়। তবে কবিতার মাধ্যমে নিজের অনুভূতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 10 days ago 

আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আপনি চমৎকার কিছু অনুভূতি ও দারুন একটি কবিতা শেয়ার করেছেন আপু।আমার কাছে কবিতাটি ভীষণ ভালো লেগেছে।সত্যি আমার বাংলা ব্লগ অনেককেই দিয়েছে তার পরিচয়।তার নিজের পায়ে দাঁড়িয়ে থাকা শক্তি।মনের কথাগুলোই কবিতায় লিখেছেন আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।

 10 days ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য।

 10 days ago 

আসলে আমাদের সবার হৃদয়ে রয়েছে আমার বাংলা ব্লগ। এটি এখন সবার জীবনে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার বাংলা ব্লগের কারণে অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে এবং হচ্ছে। আর ভবিষ্যতে আরো বেশি হবে। আস্তে আস্তে আমার বাংলা ব্লগ আরো অনেক বড় হবে। আরো বড় পরিবার হয়ে যাবে আমাদের। সব সময় আমরা একসাথেই থাকতে চাই। খুব সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা আপু। সুন্দর করে লিখেছেন পুরোটা।

 10 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54