DIY ||| এসো নিজে করি ||| জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সকলে দূর-দূরান্ত থেকে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতা রহমতে ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখনই কোন নতুন কিছু তৈরি করি তখনই আপনাদের মাঝে চেষ্টা করি হাজির হতে।কসমেটিকস ও পোশাক এর মাধ্যমে আমরা আমাদের সুন্দর্য ফুটিয়ে তুলি। তেমনি আমাদের ঘরকে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে গেলে ঘরকে বিভিন্ন ভাবে রাঙ্গিয়ে তুলতে হয়। একটি ঘরের সৌন্দর্য অনেক ভাবে বৃদ্ধি করা যায়। ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে করাে তখন তাকে কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কাটিয়ে ওঠে।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল" তৈরি করে নিয়ে হাজির হয়েছি। এই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেওয়া যাক।

received_491008552917020.jpeg

উপকরণ সমূহঃ

১। ঝুট কাপড়।
২।শপিং বেগ।
৩।সুতা।
৪।কাঁচি।
৫।কটন বাড।

IMG_20220927_151716.jpgreceived_806678707142874.jpeg
IMG_20220927_151936.jpgreceived_2081543932048630.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠💠প্রথম ধাপ💠💠

received_430008589026708.jpeg

প্রথমে একটি শপিং ব্যাগ কে মাঝখানে কেটে দুটি টুকরো করে নিয়েছি ।

💠💠দ্বিতীয় ধাপ💠💠

received_1442043999637653.jpegreceived_663017492202783.jpeg

টুকরো করা শপিং ব্যাগটি চার ভাঁজ করে নিয়েছি।

💠💠তৃতীয় ধাপ💠💠

received_482451933808056.jpegreceived_568996958354309.jpeg

চার ভাজ করা শপিং ব্যাগটিতে কোনার দিক দিয়ে চোখা করে ফুল আকৃতি করে কেটে নিয়েছি ।

💠💠চতুর্থ ধাপ💠💠

received_621012043019776.jpeg

এবার কিছু কাপড় কে টুকরো টুকরো করে নিয়েছি।

💠💠পঞ্চম ধাপ💠💠

received_527704286024701.jpegreceived_1266348117471147.jpeg

received_769793584097194.jpeg

এই টুকরো করা কাপড় গুলো কে সুন্দর করে আরেকটি কাপড় দিয়ে পেচিয়ে গোলাকৃতি করে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি।

💠💠ষষ্ঠ ধাপ💠💠

received_8388873527791278.jpeg

শপিং ব্যাগের ফুল গুলোতে মাঝখানে ছোট করে কেটে নিয়েছে।

💠💠সপ্তম ধাপ💠💠

received_788114665848056.jpegreceived_797595101386249.jpeg

কাটা ফুল গুলোর মাঝে লাল রংয়ের বলগুলো ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি।

💠💠অষ্টম ধাপ💠💠

received_1857401221096850.jpegreceived_887784308854850.jpeg

received_3210581319191792.jpeg

এবার ফুলের ভিতরে লাল বল গুলো সুন্দর ভাবে আটকে দেওয়ার জন্য নিজ দিক দিয়ে সুতা দিয়ে খুব সুন্দর ভাবে আটকে নিয়েছি।

💠💠নবম ধাপ💠💠

received_657729319103269.jpegreceived_755326972202411.jpeg

received_1218523082050982.jpeg

ফুলটি যেন খুলে না যায় সেজন্য ফুলের মাঝখান দিয়ে একটি কটন বাড্স এর ডাটা লাগিয়ে দিয়ে তারপরে আবার ফুলটিকে পুনরায় পিছনের অংশ থেকে সুতা দিয়ে আটকে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"।এবার এই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"টির সম্পূর্ণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

বিষয়ঃ- ডাই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
Loading...
 2 years ago 

আপনি এই কথাগুলো একদম ঠিক বলেছেন ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে করাে তখন তাকে কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কাটিয়ে ওঠে।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। আমার তো ফুল ভীষণ ভালো লাগে ফুল পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। বলতে গেলে এরকম মানুষ নেই। আপনি খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। অসম্ভব ভালো ছিল আজকের এই পোস্ট।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু কাপনি ঠিক বলেছেন। ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে তখন কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কেটে যায়।।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। আপু আপনার তৈরি জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল অসাধারণ সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি বিভিন্ন ধরনের কসমেটিকের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।। আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে হলেও নানান ধরনের জিনিসপাতি দিয়ে সেটা করতে হয় তার মধ্যে ফুল হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে।। আপনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুবই সুন্দর ভাবে ফুল প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন সৌন্দর্যের প্রতীক হলো ফুল। এবং মন খারাপের সময় ফুল পেলেই মন ভালো হয়ে যায়। আপনি ঝুট কাপড় শপিং ব্যাগ ও কটনবাড দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে।আপনাকে ধন্যবাদ এটি দিয়ে খুব সুন্দর ঘর ডেকোরেশন করা যাবে আপু।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু ফুল সৌন্দর্যের প্রতীক ফুল দেখলে আসলেই মনটা কেমন যেন হয়ে ওঠে। আর ঘর সাজাতে হলে ফুলের কোন বিকল্প নেই তাজা তাজা ফুল দিয়ে ঘর সাজালে দেখতে আসলেই অন্যরকম সুন্দর লাগে। আপনি ঝুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আমি প্রথমে ঝুট কাপড় গুলো দেখে ভেবেছিলাম এগুলো দিয়ে আবার কি তৈরি করবেন পরে দেখলাম যে এগুলো দিয়ে আপনি ছোট ছোট বল বানিয়ে ভিতরে বসিয়ে দিয়েছেন, ভালো লাগছে কালার কম্বিনেশনটাও।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে কাপড়ও শপিং ব্যাগ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

আপনার জন্যও অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আমার কাছে আপনার এই পোস্ট অনেক ইউনিক লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ফুলের মাঝখানে লাল বলগুলো দেওয়াতে দেখতে আরও বেশি ভালো লাগছে। এত ইউনিক একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার কালার কম্বিনেশনটাও বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ অসাধারণ জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল অঙ্কন করেছেন। সত্যি বলেছেন ফুল দিয়ে ঘর সাজানো গেলে মানুষের মন কেড়ে নেবে। খুব সুন্দর করে ফুলের ডিজাইন তৈরি করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60788.02
ETH 2632.71
USDT 1.00
SBD 2.63