"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৩ || "শেয়ার করো তোমার ইউনিক শুক্তো রেসিপি"
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত বেশ ইউনিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।আমি চেষ্টা করে যাই সেই ইউনিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।এবারের "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৩ || "শেয়ার করো তোমার ইউনিক শুক্তো রেসিপি"। যদিও এর আগে এই রেসিপিটি কখনো তৈরি করে খাওয়া হয়নি এবং এই রেসিপি সম্পর্কে কোন ধারণাই ছিল না। তারপরও নতুন একটি বিষয়ে ধারণা হলো এবং রেসিপিটি তৈরি করে সবাই মিলে আনন্দের সাথে মজা করে খেতে পারলাম।আর এজন্য প্রতিযোগিতা গুলো আমার অনেক ভালো লাগে ও অনেক আনন্দ করা যায় পরিবারের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে।আসলে আমার বাংলা ব্লগে ইউনিক জিনিসগুলো আমরা শিখতে পারছি এবং অনেক বিষয় সম্পর্কে আমাদের ধারণাও হচ্ছে। প্রথমে কনফিকশনে ছিলাম রেসিপিটি কিভাবে তৈরি করব।ঠিক বুঝতে পারছিলাম না।তারপরে ইউটিউবে সার্চ দিয়ে বেশ কিছু রেসিপি দেখি কিন্তু কেন জানি ভালো লাগলো না।তারপর নিজের মন মত করে ফেললাম। চেষ্টা চালালে দোষের কিছু নেই।তাইতো মন মত একটি ইউনিক রেসিপি করে সেই রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম।আমার রেসিপির নাম "কালারফুল সবজির রোস্ট শুক্তো"।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।গাজর।
২।বিটরুট।
৩।সিম।
৪।বেগুন।
৫।ফুলকপি।
৬।মটরশুঁটি।
৭।টমেটো।
৮।পোস্ত দানা।
৯।পাঁচফোড়ন।
১০।নারকেল।
১১।ঘি।
১২।দুধ।
১৩।আদা।
১৪।কালিজিরা।
১৫।তেজপাতা।
১৬।জিরা গুঁড়ো।
১৭।ধনিয়া গুঁড়ো।
প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
এবার বিটরুটের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে ছোট ছোট করে কেটে নিয়েছি।
বেগুন পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
ফুলকপি ছোট ছোট টুকরো করে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
শিম পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
পাঁচফোড়ন ফ্রাইপেনে ভেঁজে গুঁড়ো করে নিয়েছি।
পোস্ত দানা,আদা জিরা একসঙ্গে শিল্পাটায় মিহি করে বেটে নিয়েছি।
এবার সকল সবজি ফ্রাইপ্যানে তৈলের ভিতর ভেঁজে নিয়েছি।
ফ্রাইপ্যানে তৈল দিয়ে পাঁচফোড়ন ও তেজপাতা হালকা আচে ভেঁজে নিয়েছি।
এবার সকল ভেঁজে নেওয়া সবজিগুলো সেই পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘি,জিরা গুঁড়ো,ধনিয়া গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি।
এরপর নারকেল দিয়ে আরেকটু নেড়ে তার ভেতর দুধ দিয়ে আবারো কিছুক্ষণ নেরেছি ।
এবার ঢাকনাটি খুলে যখন হালকা রসালো ভাব হয়েছে তখন রেসিপিটি চুলা থেকে নামিয়ে নিয়েছে। আর এভাবেই হয়ে গেল আমার "কালারফুল সবজির রোস্ট শুক্তো"রেসিপি।এবার এই "কালারফুল সবজির রোস্ট শুক্তো" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- ছোট গল্প "কালারফুল সবজির রোস্ট শুক্তো"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩
আপনি আমার বাংলা ব্লগের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে আমার অনেক ভালো লেগেছে।আপনি বেশ ইউনিক একটি রেসিপি কালারফুল সবজির রোস্ট শুক্তো আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
ওয়াও আপু, নিজের মন মতো চেষ্টা করে দারুণ রান্না করেছেন।নিজের মনের মতোন করে প্রথমবারের মতোন একটা রেসিপি রান্না করে পরিবারের সকলে মিলে বেশ মজা করে খেয়েছেন জেনেই তো ভালো লাগছে। আর রেসিপিতে রিটরুট ব্যবহার করায় এর আলাদা কিছুটা রঙ এসেছে মনে হলো আমার কাছে৷ প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো আপু।
রেসিপিটি আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপু। আপনি অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটা এর আগে আমি কোন সময় দেখেছিলাম না।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
প্রথমেই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
শুক্তো রেসিপি সম্পর্কে তেমন ধারণা নেই আমার আর এটা খেতে কেমন তাও জানিনা। যাইহোক আপনার রান্নার উপকরণ এবং ধরন দেখে ভীষণ ভালো লাগলো আপু। এটা নিঃসন্দেহে স্বাদের খাবার তৈরি হয়েছে। আর ডেকোরেশন বেশ চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার রেসিপি উপস্থাপন করার জন্য।
আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
আপু আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক একটি শুক্তো রেসিপি শেয়ার করেছেন। এই প্রতিযোগিতার জন্য আমরা বেশ কয়েক ধরনের শুক্তো রেসিপি দেখতে ও শিখতে পেরেছি। শুক্তো রেসিপি গুলো কখনো খাওয়া হয়নি। তবে চিন্তা করেছি আপনাদের এই রেসিপি গুলো দেখে একবার বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।