Incredible India monthly contest of May#2| Significance of Education!.

in Incredible India2 months ago
Blue Yellow 10 Awesome Books That Changed My Mindset Youtube Thumbnail_20240531_031710_0000_031948.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

কমিউনিটি কর্তৃক আয়োজিত মে মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করার আজ শেষ দিন। তাই একটু রাত হলেও ভাবলাম কনটেস্টে অংশগ্রহণ করবো। কারণ বিষয়বস্তুটি এতো বেশি ভালো ছিল যে, এই বিষয় সম্পর্কে নিজের মতামত ব্যক্ত না করতে পারলেও সত্যিই ভালো লাগছিল না।

যারা এতদিনে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই নিজেদের মতামত শেয়ার করার জন্য। আজ আমার এই পোস্টের মাধ্যমে আমি নিজের মতামত উপস্থাপন করবো। তার আগে আমি আমন্ত্রণ জানাই, @cruzamilcar63 @petrarodriguez@yonaikerurso কে এই কনটেস্টে অংশগ্রহণ করে শিক্ষা সম্পর্কে নিজেদের মতামত শেয়ার করার জন্য।

1672344690977_010726.jpg

"Why education is significant in our lives?"

একটা কথা হয়তো আমরা প্রায় সকলেই শুনেছি যে, শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স হয় না। জন্মের পরদিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত, আমরা জীবন থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে পারি। তাই সেক্ষেত্রে বলা যায় যে এই শিক্ষা আমাদের জীবনব্যাপী একটি প্রক্রিয়া।

আর এই প্রক্রিয়াটি আমাদের জীবনের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত আছে যে আমরা চাইলেও এটিকে বাদ দিয়ে আমাদের জীবন যাপনের কথা ভাবতে পারি না। জীবনের প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়।

কখনো পরিস্থিতির কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি, আবার কখনো আমাদের বাস্তব জীবন থেকে অর্জিত শিক্ষা দিয়ে, আমরা পরিস্থিতির মোকাবিলা করি। তাই সঠিকভাবে জীবন-যাপনের ক্ষেত্রে, শিক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

1672344690977_010726.jpg

"How do you classify education? Describe."

শিক্ষা শব্দটি দুটি অক্ষর দিয়ে তৈরি হলেও, শব্দটির মানে অনেক গভীর। ব্যক্তিগতভাবে আমি শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করতে পছন্দ করি।

➡️ প্রথমটি হল পুঁথিগত শিক্ষা-যেটা আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে অর্জন করে থাকি। প্রথমে প্রাথমিক বিদ্যালয়, তারপর উচ্চ বিদ্যালয়, এইরকমভাবে বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়ে আমরা আমাদের পুঁথিগত বিদ্যা অর্জন করে থাকি। আর এই শিক্ষার অর্জনের সময় আমরা আমাদের কর্ম জীবনের লক্ষ্য নির্ধারণ করি এবং সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সকলেই পুঁথিগত বিদ্যা অর্জনের দিকে সচেষ্ট হয়ে থাকি।

➡️ দ্বিতীয় যে শিক্ষা সেটি হল পারিবারিক শিক্ষা-পারিবারিক শিক্ষা আমাদের জন্মের পর থেকেই আমরা শিখতে শুরু করি। একদম ছোট থেকে এই পারিবারিক শিক্ষা আমাদেরকে মানুষ হিসেবে উন্নত/অনুন্নত হতে সাহায্য করে।

আপনারা সকলে নিশ্চয়ই শুনে থাকবেন, কথায় আছে- "পরিবার আমাদের প্রথম বিদ্যালয়, আর পিতা-মাতা আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা"। আর এই কথাটি আমি সর্বতোভাবেই বিশ্বাস করি। কারণ জন্মের পর থেকে পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য যে নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়, তার আগে পর্যন্ত আমরা আমাদের পরিবার থেকে অনেক কিছুই শিখে থাকি। সুতরাং বলা যায় মানুষ হিসাবে আমাদের বেড়ে ওঠার প্রথম ভিত হলো পরিবার।

একটা ছোট্ট বাচ্চাকে কাঁদা মাটির সাথে তুলনা করা হয়। অর্থাৎ কিছুটা নরম মাটিকে আপনি চাইলে আপনার পছন্দ মতন ব্যবহার করে যে কোনো জিনিস তৈরি করতে পারেন। কিন্তু সেটাই যখন আগুনে পোড়ানো হয়, তখন কিন্তু চাইলেও সেটা আর বদলানো সম্ভব হয় না।

ঠিক তেমনি একটি বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই আমরা সঠিকভাবে শিক্ষা দিতে না পারি, তাহলে বড় হয়েও কখনোই তার শিক্ষা পরিবর্তিত হয় না। ছোটবেলার কিছু গুনাগুন তার মধ্যে অবশ্যই থেকে যায়। তাই একটি বাচ্চাকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই। এমনকি পারিবারিক শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষাও ওতোপ্রতোভাবে জড়িত থাকে বলেই আমার বিশ্বাস।

1672344690977_010726.jpg

"Do you believe besides institutional education, we have a lot of other educations that are equally essential? Justify your answer."

অবশ্যই আমি বিশ্বাস করি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের আরো অনেক বিষয়ে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা কেবলমাত্র আমাদের কর্ম জীবনের লক্ষ্য পূরণ করতে পারি। নিজেদেরকে কর্মজীবনে সাবলম্বী করতে পারি। হ্যাঁ একথা অস্বীকার করতে পারবো না যে, জীবনে সঠিকভাবে বাঁচার জন্য অর্থের প্রয়োজন আছে, যার জন্য কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এইসবের পাশাপাশিও আমাদের মানবিক শিক্ষারও প্রয়োজন রয়েছে।

ছোটবেলা থেকে আমরা যেগুলো দেখবো, সেগুলোই শিখবো আর আমি সেই শিক্ষাটাই পরবর্তীকালে আমাকে মানবিক মানুষ বা অমানবিক মানুষ হিসেবে তৈরি করবে। তাই এই প্রাথমিক শিক্ষাটা সর্বতোভাবে বেশি গুরুত্বপূর্ণ।

এই কারণেই প্রত্যেকটি পরিবারের বাচ্চাকে বড় করার ক্ষেত্রে বাবা মা, পাশাপাশি পরিবারের অন্যান্য অভিভাবকদেরও বেশ কিছু বিষয় অবশ্যই সচেতনতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। সঠিক ভাষার প্রয়োজন, সম্মান জ্ঞাপন, বাচ্চার সঙ্গে সঠিক আচরণ, এমনকি বাচ্চার সামনে একে অপরের প্রতি নিজেদের আচরণ সঠিকভাবে করা উচিত। যাতে কোনো কারণেই বাচ্চাটার মনে পরিবারের কারোর ব্যবহার নেগেটিভ কোনো এফেক্ট না ফেলতে পারে।

ঠিক উল্টোদিকে এমনও অনেক পরিবার দেখা যায় যারা বাচ্চার যে কোনো ব্যবহার, যে কোনো আবদার মেটানোর সর্বোচ্চ চেষ্টা করেন। আমার চোখে এটাও কিন্তু সঠিক নয়।

কারণ বাচ্চা যদি কিছু ভুল করে, তাহলে সেটিকে ভুল বলাটাও পরিবারের প্রত্যেকের দায়িত্ব হওয়া উচিত। সেই ভুলটাকে যদি আমরা সকলে প্রশ্রয় দিই, তাহলে বাচ্চাটা ছোট থেকে ভুলটাকে সঠিক জেনে বড় হবে। তাই একটা বয়সের পরে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা ভেবে বাচ্চার ভুলগুলোকে প্রশ্রয় দিয়ে,তাকে ভুল করার জন্য উৎসাহিত করা সঠিক নয়।এই সমস্ত ছোটখাট শিক্ষা গুলো আমাদেরকে আসলে প্রকৃত মানুষ হতে সাহায্য করে।

তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই শিক্ষাগুলোকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক বা কর্মজীবন, সব জায়গাতেই আমাদেরকে কিছু মানুষকে সাথে নিয়েই চলতে হয়। তাই আমরা যদি স্বভাবগত দিক থেকে উন্নত হতে না পারি, সামাজিক ভাবে যদি নিজেকে মানিয়ে নিতে না পারি তাহলে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষারও কোনো মূল্য থাকবে না।

1672344690977_010726.jpg

"According to you, which education carries more value in life? Describe."

IMG_20231101_001841.jpg

আমার মনে হয় মানবিকতার শিক্ষাই আমাদের জীবনে বেশি গুরুত্ব বহন করে। খুব সত্যি কথা বলতে পুঁথিগত বিদ্যা আমাদেরকে শুধুমাত্র শিক্ষা জগতে বা কর্ম জগতে উন্নত করতে সাহায্য করে, কিন্তু মানবিকতার শিক্ষা আমাদেরকে একজন মানুষ হিসেবে উন্নত হতে সাহায্য করে।

**এই দুটো শিক্ষাই আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ হলেও, মানবিকতার শিক্ষাকে আমি একটু বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এটি আমাদের জীবন ব্যাপী একটি শিক্ষা এবং এই শিক্ষা অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই, নেই কোন নির্দিষ্ট পরিসীমা।

মানবিক শিক্ষার জন্য আলাদা কোনো বই আপনি চাইলেও বাজারে কিনতে পারবেন না। আপনার জীবনের অভিজ্ঞতা বা আপনার পারিপার্শ্বিক কিছু ঘটনাই আপনাকে মানবিকভাবে শিক্ষিত হতে সাহায্য করে।

পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হয়। কিন্তু মানবিকতার শিক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না। মানুষ হিসেবে সকলের মনে থেকে যাওয়ার জন্য এই মানবিকতার শিক্ষাটাই সর্বোচ্চ।

পুঁথিগত বিদ্যায় আমাকে বা আপনাকেও ছাপিয়ে যাওয়ার মতন আরো অনেক শিক্ষার্থী তৈরি হবে। কিন্তু মানবিকভাবে আপনি এমন একজন মানুষ হতে পারবেন, যে সবার থেকে আলাদা। ঠিক এই কারণেই আমি মানবিকভাবে উন্নত হওয়ার জন্য, মানবিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পছন্দ করবো।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত। যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আমার পোস্ট পড়ে কেমন লাগলো, সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Sort:  

La educación, tal como lo señala, es un proceso continuo que solo se termina cuando desaparecemos o nos falte el uso de la razón. Existen múltiples forma s de aprender, desde la que vamos obteniendo en el hogar, aquellos conocimientos que tomamos de la calle o en cualquier otra circunstancia y, por supuesto, la educación formal, la cual a su vez tiene infinidades de caminos por los que transitar, de acuerdo con nuestro interés o vocación. Pero lo más importante es estar conscientes de la importancia de la educación para el progreso individual y para el desarrollo de la sociedad... Éxitos, amiga. Saludos.

TEAM 7

Congratulations! Your comment has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen

Considero de mucha importancia la educación en los seres humanos ya que es un continuo aprendizaje en toda nuestra vida ,nos vamos a encontrar con muchas formas de aprendizaje y educación ,partiendo está desde el hogar,luego la educación en conocimientos impartida en colegios, liceos y universidades. La educación es el.pilar de la sociedad y por ende debemos sacarle mucho.provecho en nuestra realización como como buenos ciudadanos que vamos a construir una mejor sociedad toca en valores.mid mejores deseos para usted éxitos y un gran saludo desde la distancia y como dijo nuestro Libertador: " un ser sin estudios es un ser incompleto"Simón Bolivar.🇻🇪🙏🇻🇪

Loading...
 2 months ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্যে। আজ আপনার লিখাটি আমার সত্যি মনে ধরেছে। আপনার লিখা বরাবরই অনেক ভালো তবে আজকেরটা একটু স্পেশাল মনে হয়েছে আমার কাছে। তাই মন দিয়ে এবং সময় নিয়ে আপনার লিখাটি পড়ে বেশ কিছু বিষয় উপলব্ধি করলাম। বাস্তবে আমরা সবাই পুঁথিগত বিদ্যাকেই প্রাধান্য বেশি দিয়ে থাকি। পুঁথিগত বিদ্যা আমাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে ও শিক্ষার আলোয় আলোকিত করে। কিন্তু সমাজে একজন ভালো মনের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে মানবিক শিক্ষার বিষয়টি আপনি গুরুত্বসহকারে আমাদের বুঝিয়েছেন।

আমিও আপনার সাথে পুরোপুরি একমত মানবিক শিক্ষার বিষয়ে। কেননা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলে না, সাথে প্রয়োজন মানবিক শিক্ষারও। তবেই তো সকলে বলবে, এই লোকটি সু-শিক্ষায় শিক্ষিত। এছাড়াও পারিবারিক শিক্ষার ব্যপারেও আপনি আমাদের বলেছেন। পরিবারের লোকজনের আচরণ এক্ষেত্রে ভালো হওয়া জরুরি। কেননা পরিবার থেকেই একজন শিশু জীবনের ষাট শতাংশ শিক্ষা লাভ করে থাকে বলে আমি মনে করি।

যাইহোক দিদি। ভালো থাকবেন আর প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি।

 2 months ago 

কখনো পরিস্থিতির কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি, আবার কখনো আমাদের বাস্তব জীবন থেকে অর্জিত শিক্ষা দিয়ে, আমরা পরিস্থিতির মোকাবিলা করি। তাই সঠিকভাবে জীবন-যাপনের ক্ষেত্রে, শিক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার এই কথার সাথে আমিও সহমত পোষণ করছি। মাঝে মাঝে দেখা যায় আমাদের পরিস্থিতি আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয়। যেটা আমরা জীবনে কখনো ভুলতে পারিনা। আবার মাঝে মাঝে দেখা যায় আমরা পরিস্থিতির কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করে থাকি। সেটা বাস্তব জীবনে অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের প্রত্যেকের জীবনের শিক্ষা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন।

সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন হয়। মানুষের জীবনের শিক্ষা কতটুকু প্রয়োজন সেটা আমরা একটু হলেও উপলব্ধি করতে পারি। একটা কথা তো বলাই আছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। আমরা যদি সেই মেরুদন্ড নিজেদের মধ্যে অর্জন করতে না পারি। তাহলে জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবোনা।

একজন অশিক্ষিত ব্যক্তি আর একজন শিক্ষিত ব্যক্তির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। একজন অশিক্ষিত ব্যক্তি চাইলেই কিন্তু তার সকল সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি চেষ্টা করলে, অন্ততপক্ষে জীবনে কিছু সমস্যা হলেও সমাধান করতে পারে। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা কথার উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

TEAM 7

Congratulations! Your post has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen
 2 months ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার একটি কথা আমি সহমত। আসলেই শিক্ষার কোন শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ নতুন কিছু শিখতে থাকে। আপনার মতামত অনুযায়ী শিক্ষাকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। পুঁথিগত শিক্ষা এবং পারিবারিক শিক্ষা। একজন সদ্য জন্ম নেওয়া শিশু সর্বপ্রথম মায়ের কোল থেকেই পারিবারিক শিক্ষা পেয়ে বড় হয়ে থাকে।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর হবে শেয়ার করেছেন।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48