নতুন সকালের গান
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভাল আছেন। শীতের সকাল কার না পছন্দ বলেন। ঠিক তেমনি শীতের সকালগুলো আমার খুব প্রিয়। কিন্তু গত কয়েকদিন ধরে আমি গলা ব্যথায় ভুগছিলাম। শীতের মিষ্টি হাওয়া, পিঠার গন্ধ, আর আলসেমিতে মোড়ানো মুহূর্তগুলো উপভোগ করার বদলে দিন কাটছিল কষ্টে। ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, আর বিশ্রামের মাঝে জীবনটা যেন থেমে গিয়েছিল। তবে এই কয়েকদিনের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
শীতের সকালে ঘুম থেকে উঠে গলা ব্যথার তীব্রতায় কুঁকড়ে যেতাম। মনে হতো, পৃথিবীর সব শব্দ আমার কণ্ঠ থেকে হারিয়ে গেছে। মা ফোনে বারবার বলতেন, গরম পানিতে লবণ দিয়ে গার্গল করো। কিন্তু আমি যেন ক্লান্তির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এমন সময় আমার স্বামী পাশে এসে দাঁড়ালেন। তিনি বাজার থেকে আমার পছন্দের বড় রুই মাছ নিয়ে এলেন। বললেন, তুমি শুধু ভালো হয়ে যাও। বাকি সব আমি দেখে নেব। তাঁর এই কথাগুলো যেন আমার হৃদয়ে নতুন শক্তি এনে দিল।অসুস্থতা কাটিয়ে উঠতে সময় লেগেছিল। একদিন সকালে চোখ খুলে বুঝলাম, আমি আগের থেকে অনেকটাই সুস্থ। মনে হলো, গলা ব্যথার সেই যন্ত্রণা আর নেই। বাড়ির জানালাটা খুলে দিলাম। বাইরে শিশিরভেজা ঘাসে রোদের আলো পড়ে চিকচিক করছে। আমার মেয়ে আমার কোলে এসে বসল। তার হাসিটা যেন দিনের শুরুটা আরো সুন্দর করে দিল।
সুস্থ হওয়ার আনন্দে মন ভরে উঠল। ভাবলাম, এই সুস্থতা উদযাপন করতে একটা বিশেষ কিছু করব। শীতের এমন সকালে মজাদার একটা প্রাতঃরাশ হবে। আমি নিজের হাতে পিঠা বানাব। গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা আর খেজুরের রসের সঙ্গে সবাইকে বসে খাওয়ানোর একটা পরিকল্পনা করে ফেললাম।পরের দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়লাম। আমার মেয়েকে বললাম, তুমি মা'র সাথে পিঠা বানাবে? সে খুশিতে নেচে উঠল। রান্নাঘরে ঢুকে খেজুরের রস জ্বাল দিতে শুরু করলাম। চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতে গিয়ে দেখি, মেয়েটা ময়দা নিয়ে খেলছে। তার ছোট ছোট হাতের আঙুলে ময়দার গুঁড়ো লেগে থাকা দৃশ্যটা যেন শিল্পের মতো সুন্দর লাগছিল।
আমার স্বামী অফিস থেকে ফিরে মুচকি হেসে বললেন, গলার ব্যথা তো ভালো হয়ে গেছে, এখন পিঠা বানানোর প্রতিযোগিতা শুরু হলো নাকি? আমি হাসলাম।
সেই রাতে বাড়ির সবাই মিলে পিঠা খেলাম। আমার মেয়ে প্রথমবার ভাপা পিঠা খেয়ে বলল, আম্মু, এটা তো খুব মজার। তার আনন্দে আমার গলার ব্যথার দিনগুলোর কষ্ট ভুলে গেলাম। শীতের রাত্রিতে মনে হলো, এই জীবনটাই তো উপভোগ করার।
আসলে অসুস্থতার দিনগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। জীবন যেমন কঠিন, তেমনই সুন্দর। প্রতিটি নতুন সকাল যেন নতুন গান শোনায়। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, পরবর্তী দিনগুলো আরো ভালোভাবে কাটাব।আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, প্রতিটি অসুস্থতা বা কষ্টের পরেই আসে নতুন দিনের আলো। গলার ব্যথা আর কষ্টগুলো ভুলে এখন আমি জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করছি। নতুন দিনের শুরুটা যেন এক নতুন গানের মতো।
যাইহোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম বেশ কয়েকদিন ধরে আপনি অসুস্থ ছিলেন। আজকে আপনি সুস্থ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো। এই শীতকালে মানুষের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন ঠান্ডায় মাথা ব্যথা,গলা ব্যথা ইত্যাদি, যাইহোক, এত সুন্দর একটি আনন্দ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি এত অসুস্থ ছিলেন জেনে খুব খারাপ লাগলো তবে সম্পূর্ণ পড়ার পরে বুঝতে পারলাম খানিকটা সুস্থ হয়েছেন। এটা জেনে ভীষণ ভালো লাগলো,, একা সংসারে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন কিছুই করার থাকে না শুধু নিজেকে সুস্থ করা ছাড়া,,
তবে শুনে ভালো লাগলো সুস্থ হয়ে মিরা এবং আপনি মিলে খেজুরের রস দিয়ে পিঠা তৈরি করেছেন। ইস এখন যদি আমি বাসায় থাকতাম তাহলে পিঠার ভাগ হয়তো আমিও পেতাম, তবে বেশি দেরি নাই ইনশাআল্লাহ খুব দ্রুত ফিরছি। তখন না হয় দুজনে মিলে ভাপা পিঠা তৈরি করা যাবে কি বলেন। ভালো লাগলো পোস্টটা পড়ে সুস্থ থাকুন সাবধানে থাকুন।।
একটা মেয়ে অসুস্থ হয়ে পড়লে মনে হয় সংসারের অনেক কাজ জমে যায় তবে আপনার হাজবেন্ডের মুখের কথাটা আপনি শুনে অনেক বেশি আনন্দিত হয়েছেন আসলে বিয়ের পরে মেয়েদের সবচাইতে আপন মানুষ হচ্ছে তাদের স্বামী সে স্বামীর কাছে যদি তারা ভালোবাসা পায় তাহলে পৃথিবীর আর কোন ভালবাসার প্রয়োজন হয় না।
গলা ব্যথা করলে গলা বসে যায় এটা একেবারেই বাস্তব তবে আপনি বর্তমান সময়ে সুস্থ আছেন জানতে পেরে ভালো লাগলো সেই সাথে আপনি আপনার সকালটা খুব সুন্দরভাবেই শুরু করেছেন শীতের পিঠে বানানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ধন্যবাদ নতুন সকালে এত সুন্দর কিছু আয়োজন আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।