অনুভূতির কবিতা ||💖"জীবন ও নদী"💖|| Writing By @samhunnahar.
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার
শুভ দুপুর সবাইকে,
কবিতার বিষয়বস্তুঃ-
আচ্ছা তোমরা কি কেউ ভেবে দেখেছো!
জীবন এবং নদীর মধ্যে
যে গভীর একটা মিল রয়েছে?
জীবন যেন... এক নদী...!!!
কেউ কখনো থেমে থাকে না।
হঠাৎ জোয়ার এসে ভরে যায়
পানিতে দুই কিনারা থই থই করে,
নদীর কিনারা গুলো জোয়ারের পানিতে
টলমল করে নড়ে
হঠাৎ ভাঁটা নেমে শূন্যতায় দেয় ভরে।
ভাঙ্গা গড়া হচ্ছে নদীর গতি
ঠিক তেমনি নদীর সাথে মানুষের জীবনে
অদ্ভুত রয়েছে এক মিল,
হঠাৎ কোন জলোচ্ছ্বাসের ধাক্কায়
ভেঙ্গে যায় নদীর কিনারা
আবার অন্যদিকে গড়ে ওঠে
নতুন চর যদিও তা আবারো গতি হারা।
ঠিক তেমনি মানুষের জীবনে রয়েছে
এমন এক অদ্ভুত ধরনের মিল,
ভাঙ্গা-গড়া নদীর মতই জীবন,
একদিকে উত্থান অন্যদিকে আবার পতন।
এই হচ্ছে নদী এবং মানুষের জীবনের
ভাঙ্গা গড়ার মিল বন্ধন,
নদী যেমন আপন গতিতে চলতে থাকে
প্রকৃতির নিয়মে প্রবল আশা নিয়ে।
মানুষের জীবনে ও কখনো ভাঙ্গে
আবার কখনো গড়ে,
তবুও মনে দোলা দেয় প্রেম ভালবাসা
আর ছুটে চলা এক বুক নিয়ে আশা।
যখন মনটা অশান্ত থাকে
তখন নদীর পাড়ে বসে থাকলে হয়,
সেই নদীর দৃশ্য দেখলে
জীবনের খুব সুন্দর একটি সমাধান হয়।
মাঝে মাঝে মনে হয় আমি এমন
এক পথিক,
নদীর মতই জীবনের তরী ছিঁড়বে কখন
নেই কোন ঠিক।
তবুও আমি উড়ত্ত ছুটে চলা এক পাখি
বেঁচে থাকার হাজার প্রচেষ্টা
এ বুকের মাঝে রাখি
কাজে দিই না আমি কোন ফাঁকি।
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা সকলের ভাল লেগেছে।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সত্যিই আপু অসাধারণ লিখেছেন আপনি। আমাদের জীবনের যে একটি নদীর সাথে এতটা মিল রয়েছে সেটা কখনো এভাবে ভেবে দেখিনি। আপনি খুব গভীরভাবে চিন্তা করে কবিতাটি লিখেছেন। সত্যি খুব ভালো লেগেছে কবিতাটি। আমাদের জীবনটা আসলেই একটি নদীর মত। খুব ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
অনেক ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর একটি অনুভূতি শেয়ার করলেন।
মানুষের জীবনের সাথে নদীর যে তুলনা দিয়েছেন তা ভালো লাগলো খুবই। আসলেই যা বলেছেন যথার্থ। নদীর মতই মানুষের জীবনে হঠাৎ ভালোবাসার জোয়ার আবার দুঃখের ভাটা। পুরো কবিতাটি পড়তে খুবই ভালো লেগেছে।
সময় দিয়ে আমার কবিতাটি পড়েছেন এবং অনেক সুন্দর অনুপ্রেরণা দিলেন আমাকে।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4mea18-or-or-or-or-writing-by-samhunnahar
আপনি দারুণ কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। ছোট ছোট স্বরচিত কবিতা গুলো আমার কাছে দারুণ লাগে। আপনার পুরো কবিতা পড়ে বেশ খুশি হলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া কবিতা গুলো সব সময় পড়বেন এভাবে সহযোগিতা করে যাবেন।
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যি আপু জীবনের বাস্তব বিষয় গুলো কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলে জীবন হচ্ছে প্রবহমান নদীর মতোন। নদীতে যেমন জোয়ার আসে আবার ভাটা পড়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবনে দুঃখ আসে ভালোবাসা আসে। জীবন হচ্ছে ছুটে চলা পাখির মতো। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলেই মানুষের জীবনের সাথে নদীর অনেক মিল রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার লেখা জীবন ও নদী শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে মানব জীবন উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হয়। আর এর মধ্য দিয়ে মানুষ ভালো কিছু করার চেষ্টা করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ অনেক উৎসাহ দিলেন।
Twitter