Better Life with Steem|| The Diary Game||9 December 2023||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো ৯ ডিসেম্বরে সকল কার্যক্রম গুলো। আপনারা সবাই কেমন আছেন , আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তা রহমতে ভালোই আছি।
সকালবেলা আমার ঘুম ভাঙ্গে আটটার সময়। ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই আমাকে আমার বাবা ফোন দেয় দিয়ে বলে বাড়িতে যাওয়ার জন্য। আর হ্যাঁ আপনারা হয়তো জানেন না যে আমি এখন বর্তমানে সুবিদখালী থাকি কিন্তু আমার বাবার বাড়ি হলো বেতাগী। আর আমাকে আমার বাবা ফোন দিয়ে বেতাগী আমার বাবার বাসায় যাওয়ার কথা বলেছিল। আমি তারপর ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম।
আমি বাড়িতে যাওয়ার জন্য আমার একটা বন্ধুকে ফোন দিলাম কারণ আমার একা একা যেতে ভালো লাগছিল না। বন্ধুকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজ রোড এর দিকে আয়। বন্ধু বলো আচ্ছা ঠিক আছে তারপরে আমি জামা কাপড় পরিবর্তন করে বাসা থেকে বের হয়ে পড়ি। বাসা থেকে বের হয়ে আমরা দুজনে একসাথে হলাম কলেজের সামনে বসে।
আমরা একটা রিক্সা নিয়ে সোজা আমাদের বাড়ির দরজায় চলে যায়। সেখানে যেতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল ৫০ টাকা। গাড়ি থেকে নামার পরে অসাধারণ একটা ব্রিজ বাজে।
ব্রিজ পার হয়ে আমরা একটু সামনে গেলাম। আর সামনে গিয়ে আমি দেখতে পাই একটি বটগাছ। ছোটবেলায় বটগাছে আমি অনেকবার উঠে ছিলাম। কিন্তু কিছুদিন পরে লোকে বলা বলি শুরু করে যে বটগাছে ভূত আছে সেইদিন পর থেকে আর গাছটিতে ওঠা হয় না।
বাড়ির ভিতরে গিয়ে আমি আমার চাচা এবং চাচীর সাথে দেখা করি। দেখা করার পর তাদের সাথে কিছু সময় কথা বলি।আর তারপরে আমি বাড়িতে যে কাজের জন্য গেলাম সেই কাজটি করে পোলের হাট বাজারে চলে আসি। সেখানে এসে আমি আর আমার বন্ধু সিঙ্গারা খেলাম সেই সময় ১ বেজে গেছে। আর সকাল থেকে কিছু না খাওয়ার পরে একটার সময় আমার সিঙ্গারা খেয়েছিলাম। সিঙ্গারা খাওয়ার পরে আমি বাসায় চলে আসি।
দুপুর বেলা আমি খেয়েছিলাম আগের দিনের রাতের আনা নান গ্ৰিল। খাওয়া হয়ে গেলে আমি একটু ফোন দেখার জন্য শুয়ে পড়ি। ফোন দেখতে দেখতে আমি কোন সময় যে ঘুমিয়ে পড়ি সেটি আমার মনে নেই। ঘুম থেকে উঠে দেখি বিকাল চারটা বাজে।
এরপরে আমি বিছানা থেকে উঠে হাতমুখ ধুয়ে বাহিরে চলে গেলাম। বাহিরে গিয়ে আমি একটি হোটেল থেকে চার টি আলুর চপ ও চারটি বেগুনি খেয়েছিলাম। খাওয়ার পরে আমি বন্ধুদের সাথে কিছু সময় পার করি।
বাহির থেকে আমি রাত আটটার সময় বাড়িতে আসি। আর সন্ধ্যা বেলাটা আমি আমার বন্ধুদের সাথে কাটিয়ে ছিলাম। বাসায় আসার পরে আমার বড় ভাই ফোন দেয় আর মা আমার বড় ভাইয়ের সাথে কিছু সময় কথা বলে। কথা বলা শেষ হওয়ার পরে আমি আর আমার মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি।
আপনার দিনটি অনেক সুন্দর ভাবে কেটেছে। আপনার বাবা ফোন দিয়ে আপনাকে বাড়িতে ডাকে।আপনি আপনার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন।সেখানে চাচা চাচীর সাথে দেখা করে তাদের সাথে কথা বললেন। আপনার প্রিয় সিংগাড়া খেলেন।সব মিলিয়ে আপনার পোস্টটি খুব ভালো লাগল।ধন্যবাদ আপনাকে।
আপনি আমার পোস্ট প্রতিনিয়ত পড়েন বলেই জানতে পেরেছেন যে সিঙ্গারা আমার কতটা প্রিয়।আমি বাবার কথায় বাড়ি গিয়েছিলাম কিন্তু বন্ধুকে আমার সাথে নেওয়ার কারণ হলো ওর সাথে গেলে আমার একাকীত্ব লাগবে না।আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনি সুন্দর একটা দৈনন্দিন জীবনের সম্পাদিত কাজ গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার এলাকার যোগাযোগ ব্যাবস্থা এখনও তুলনামূলক ভাবে উন্নয়ন হয়নি নাকি। আগামী দিনে দৈনন্দিন কাজ গুলো সুন্দর ভাবে করতে সাহায্য করে বেটার লাইফ লেখলে।
আপনার প্রতি শুভকামনা দোয়া রইলো।
আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য 🌺
আপনার বাবার ফোন পেয়ে আপনি বাড়িতে আসার জন্য মনস্থির করলেন। এর মধ্যে আপনার এক বন্ধুকে ফোন দিয়ে বললেন আপনার সাথে যেতে। অতঃপর একটি ব্রিজ পার হয়ে আপনি আপনার বাড়িতে এসে পৌঁছলেন।বাড়িতে পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। আপনি আপনার চাচা চাচির সাথে দেখা করলেন। আবার সিংগারা খেলেন। এছাড়া দুপুরে নান রুটি ও গ্রিল খেলেন। এরপর কিছুক্ষণ শুয়ে ঘুমিয়ে নিলেন। পরে আবার উঠে বাজারে গিয়ে বেগুনি ও আলুর চপ খেয়ে নিলেন। এরপর রাতে আবার বাড়ি ফিরে আসলেন।পরে আপনার মা আপনার ভাইয়ের সাথে কথা বলল। অতঃপর আপনারা মা ছেলে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন।এভাবে খুব সাধারণ ভাবে আপনি আপনার দিনটি পার করেছেন।
বাবা ঢাকা বসে আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে বাড়ির দিকে গিয়ে সব কিছু দেখে আসতে কিন্তু আমি যাই না কারণ আমার একা ভালো লাগে না। সেদিন বাড়িতে একটা কাজ পরে ছিলো বলে বন্ধু কে নিয়ে গিয়েছিলাম। আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার একা চলতে ভালো লাগে না এ কথাটি জানলাম। তবে সব সময় আপনি সঙ্গেই পাবেন এমন কোন কথাও তো নেই। তাই আপনাকে অনেক সময় একাকী নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। যাইহোক এটা আপনার বুঝে চলে আসবে আস্তে আস্তে। আপনাকে ও অনেক ধন্যবাদ।
সকালবেলা আপনার বাবা আপনাকে ফোন দিয়ে বাড়ি আসতে বলল। এবং আপনি এখন বর্তমানে থাকেন সুবিদখালী এবং আপনার বাবার বাড়ি বেতাগী আপনার বাবার ফোন পেয়ে আপনি বললেন আচ্ছা ঠিক আছে। এবং আপনার একা যেতে ভালো লাগছিল না বলে আপনার একটি বন্ধুকে ফোন দিয়ে তার সাথে আপনারা চলে গেলেন একটি রিক্সা করে এবং রিক্সা ভাড়া নিয়েছিল ৫০ টাকা।
আমার বাবা ঢাকা থাকে বলে বাড়িতে কোনো কাজ হলে আমাকে যেতে বলে ।আর আমাদের বাড়ি বেশি দূরে না হলেও গাড়ি ভাড়া টা অনেক বেশি নিয়ে থাকে।আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাই আপনার দিনের কার্যক্রম সত্যি অসাধারণ ছিলো। বিশেষ করে আপনার ফটোগ্রাফিগুলোর কোন তুলনা হয় না। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেন আপনি। বট গাছ নিয়ে আপনি যা বলছেন এটি আমাদের লোকমুখে প্রায়ই শোনা যায়। আমাদের এইদিকেও বড় একটি বটগাছ আছে সেখানে নাকি এর আগে অনেকে মারা গিয়েছিলো তাই আমাদের ঐ গাছটাতে উঠতে মুরুব্বিরা এখনো বারণ করে।
যাইহোক ভাই আপনার আগামী দিনগুলোও অনেক ভালো কাটুক সেই কামনা করি। আর এরপর গ্রিল খেলে একা খাবেন না কিন্তু আমাদেরও একটু দাওয়াত করিয়েন।
ভাই আমার এইসব কথা বিশ্বাস হয় না আবার বড় মানুষেরা যেসব কথা বলে তার জন্য ভয় ও করে।যাই হোক ওই গাছটি থেকে দূরে থাকবেন কারণ ওটা আমাদের তেমন কোন ও কাজে লাগে না। বটগাছ থেকে আমি দূরত্ব বজায় রাখবো আর আপনিও। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সকালে ঘুম ভেঙেছে আপনার বাবা ফোন দিয়েছিল কারণ, আপনাকে আপনার বাবা বাড়িতে যেতে বলছিল এবং সেখানে যাওয়ার জন্য আপনি কিছুক্ষণ পরে রওনা করলেন এবং যেতে যেতে আপনার বন্ধুর সাথে অনেক গল্প করলেন আপনার বন্ধুকে নিয়ে গিয়েছিলেন,,,
কারণ আপনার একা যেতে মোটেও ভালো লাগেনা ।।এবং যাওয়ার পথে আপনার সেই পুরনো বটগাছটা দেখছিলেন আগে খুব ঘুরতেন কিন্তুু এখনো ওঠেন না কারণ ,,কেউ একজন বলেছে।
এরপরে আপনার কাজকর্ম শেষ করে বাজারে গিয়ে সিঙ্গারা খেলেন। সিঙ্গারা খেতে আমি বেশি পছন্দ করি তবে সিঙ্গারা ভিতরে যদি শুধু আলু থাকে তাহলে ভালো লাগেনা। আমার কাছে।
এরপরে বাসায় গিয়ে গত রাতকে রাতে আনা নান রুটি দিয়ে খাবার খেয়েছেন। যাইহোক সব নিয়ে পোস্টটা অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।
আমার কোন ও জায়গায় যেতে খারাপ লাগলে আমি আমার কোন ও একজন বন্ধু কে সাথে করে নিয়ে যাই। বন্ধু পাশে থাকলে আমার আর খারাপ লাগা কাজ করে না। আমি বাড়িতে গেছিলাম আর সেখান থেকে আসার সময় সিঙ্গারা খেয়েছিলাম আমার কাছে সেখান কার সিঙ্গারা অনেক ভালো লাগছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন বন্ধুরা পাশে থাকলে কখনো খারাপ লাগে না সব সময় মনটা ভরে থাকে।
সকালবেলা আপনার বাবা আপনাকে ফোন দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার জন্য কিছুক্ষণ পর রওনা দিলেন এবং যেতে যেতে বন্ধুর সাথে অনেক গল্প করলেন দুজনে মিলে। যাওয়ার পথে পুরানো সেই বটগাছটি দেখালেন। নিজের বাড়িতে গিয়ে কাকার সাথে দেখা করে নিয়েছেন। এবং কাজের কথা সম্পূর্ণ করে আবার বাড়িতে ফিরে আসলেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মোবাইল দেখলেন এবং বিকেলে সময়টা দোকানে পার করলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যকারী গুলো সবকিছু আমাদের সাথে শেয়ার করার জন্য থ্যাঙ্ক ইউ।
আসলে যেখানে যেতে ভালো লাগে না সেখানে আমি একা গেলে মনটা মানবে না আর মন না মানলে সেখানে গিয়ে আমি শান্তি পাবো না।আমি এই কথা গুলো বলার কারন হলো বন্ধু কে নিয়ে গেছিলাম জানি আমার একাকীত্ব দূর হয় আর আমার মন ভালো থাকে বন্ধুর সাথে কথা বলতে বলতে গিয়েছিলাম আবার কথা বলতে বলতে এসে পড়েছিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসলে ঠিক বলেছেন এক জায়গায় একা একা গেলে মন মরা লাগে নিজেকে খুব নির্জন লাগে। তাই আপনি যেখানেই যান না কেন আপনার কোন না কোন বন্ধুকে সাথে নিয়ে যান।
খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি শুনে।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানতে চাই আমাদের সাথে এত সুন্দর সবুজ প্রকৃতি ছবি গুলো শেয়ার করার জন্য। সারাদিন অনেক ব্যস্তময় সময় পার করেছেন। আপনি সকাল থেকে কিছু না খাওয়ায় দুপুর বেলায় বন্ধুর সাথে সিঙ্গারা খেলেন। সারাদিন অনেক কজকর্মের মধ্য দিয়ে পার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার দিনের কাজ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার কাছে সবুজ শ্যামল গাছপালা অনেক ভালো লাগে।আর আমাদের বাড়ি যাওয়ার সময় অনেক গাছপালা বাজে আর একটা সুন্দর ব্রিজ বাজে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি।আর কার্যক্রমের ভিতরে দিনটা কাটলেও অনেক আনন্দ হয়েছে দিনটায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনার পোস্ট দেখে মনে হচ্ছে সারাটাদিন ভালোই খানা পিনার মধ্যে ছিলেন। গ্রীল আর নান কার না প্রিয়। ওহ অসাধারণ।
আপনার পোস্টের ব্রীজের ছবিটা খুব পরিচিত জায়গার মনে হচ্ছে। ব্রীজটি চিকন কিন্তু দেখতে জায়গাটা বেশ সুন্দর লাগছে।
এচাড়া গাছটাও মনে হচ্ছে ক্নেক পুরনো। বেশ ন্যাচারাল একটা আমেজ পেলাম পুরো লেখায়।
ভাই এই ব্রিজ টা হলো আমাদের বাসায় যাওয়ার আগে বাজে যেটা বেতাগী উপজেলার ভিতরে পরেছে।আর নান রুটি আর গ্ৰিল খেতে আমার মতো আপনার ও পছন্দ শুনে ভালো লাগলো।আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমাদের এলাকাতেও এমন চিকন একটা ব্রিজ আছে।