২০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২০ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।

০৩ মে, বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি পাওয়ার আপ পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।


Minimalist grand opening coffee shop social media template (1).gif

ক্যানভা প্রো দিয়ে তৈরি করা হয়েছে।



এইবার আমি ডিসেম্বর মাসকে সামনে রেখে যে টার্গেট নিয়ে এগোচ্ছি সেটি ইতিমধ্যে আপনাদের সামনে পোস্ট আকারে শেয়ার করেছি, এই ডিসেম্বর মাসে আমার লক্ষ্য ডলফিন হাওয়ার। অর্থাৎ টার্গেট ডিসেম্বর সিজন-৩ তে আমি নিজেকে ডলফিন দেখতে চাই।


পূর্বে আমার স্টিম পাওয়ার

image.png


পূর্বে আমার একাউন্টে ২৯১১.২২০ স্টিম ছিল, যেটি আমি স্ক্রিনশট এর মাধ্যমে পোস্টে উল্লেখ করলাম।


পাওয়ার আপ করার সময়

image.png


পাওয়ার আপ করার পরে

image.png


বর্তমান আমি যেই পরিমান স্টিম সংগ্রহ করতে পেরেছি তা হল ২৯৩১.২২১



সময়স্টিম পাওয়ার
পূর্বে২৯১১.২২০ স্টিম
বর্তমান২৯৩১.২২১ স্টিম
মোট পাওয়ার আপ২০ স্টিম




image.png




আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি অর্জন করা।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি অর্জন করা। আপনি ডলফিন হওয়ার যে টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আশা করছি আপনি আপনার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন।

 2 years ago 

পাওয়ার আপ পোস্ট দেখলে মনের কাছে অনেক ভালো লাগে। আমি আশা করি আপনি এই ডিসেম্বরে আপনার ডলফিন হওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

একাউন্টঃ @sajjadsohan
পাওয়ার বৃদ্ধিঃ = 0.687049%

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে টার্গেট ডিসেম্বর সিজন ৩ সামনে রেখে অনেক সুন্দর ভাবে ২০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো । পাওয়ার আপ পোস্ট করার পরে এখন আপনার বর্তমান স্টিম পাওয়ার ২৯৩১.২২১। নিজের ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন।

 2 years ago 

নিজের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। এই সপ্তাহে আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো। এভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবে যাবেন।

 2 years ago 

পাওয়ার আপ পোস্ট দেখলে অনেক ভালো লাগে আমার কাছে। পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার বৃদ্ধির পোস্ট করবে সে তত তাড়াতাড়ি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম।

 2 years ago 

আপনার ২০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে এভাবে অল্প অল্প করে পাওয়ার আপ করতে হবে। খুবই ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109566.41
ETH 3829.20
USDT 1.00
SBD 0.60