Better Life with Steem|| The Diary Game||21 march 2024||

in Incredible India2 years ago

বন্ধুরা গতকালকে সেহরিতে উঠে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম কারণ হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল আর সেহরিতে উঠে একদম বাসা অন্ধকার ছিল। সেই সাথে ফোনে চার্জও ছিল না। আপনারা হয়তো জানেন আমি হ্যাংআউটে কথা বলা অবস্থায় আমার ফোন বন্ধ হয়ে গেছিল আর তখন থেকেই বন্ধ ছিল।।

Picsart_24-03-22_17-33-56-770.jpg

যাই হোক একটু কষ্ট করেই সেহেরী খেলাম আর সেই সাথে বৃষ্টিও হচ্ছিল। পরে সেহরি খাওয়া করে রুমে চলে আসি আর একটু পরেই ঘুমিয়ে যাই। আর সকাল ৯.৩০ পর ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসে ছিলাম। আর ফোনে চার্জ না থাকায় বেশ খারাপ লাগতেছিল। কারণ আমার ফোন এখন পর্যন্ত এত সময় বন্ধ থাকে নি। পরে কি আর করার একটু পরেই ভাবলাম একটু পড়তে বসি পরে প্রতিদিনের মতোই পড়তে বসলাম।

আর ইতি মধ্যেই ১১.০০ টা পার হয়ে যায় আর কারেন্ট আসার কোন নাম নেই। পরে একটু বাইরে বের হলাম আর চাচাতো ভাইদের সাথে কথা বলতেছিলাম তাদের ফোনে চার্জ নেই। অবশেষে ১২.৩০ মিনিটে কারেন্টের দেখা পেলাম আর সর্বপ্রথম ফোন চার্জে দিলাম।

IMG_20240321_145611.jpg

আর ফোন চার্জে দেওয়ার পর প্রতিদিনের মতো দুপুরে গোসল করে নিলাম, আর রুমে এসে শুয়ে থেকে ফোনটা খুলে চাপা শুরু করে দিলাম। মনে হচ্ছিল কতদিন হয় যে ফোন ব্যবহার করিনা। যাইহোক কিছু সময় ফোন ব্যবহার করতেই দেখি বাইরে প্রচন্ড মেঘ পড়েছে। পরে একটু বারান্দায় গেলাম আর তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল।

IMG_20240321_145441.jpg

পরে বারান্দা থেকে রুমে চলে এসে কিছু সময় ফোন ব্যবহার করে একটু ঘুমিয়ে যায়। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হই। আর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আসলে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা অনেক ভালো দেখা যায়।

IMG_20240321_145304.jpg

পরে বাহিরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসলাম। আর হ্যাঁ একদিন বৃষ্টি হতে না হতেই গাছের অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আর গাছপালার জন্য বৃষ্টি অত্যন্ত প্রয়োজন। আমাদের আমের গাছগুলো বৃষ্টি হওয়ার আগে একরকম দেখা যেত আর এখন এক রকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে গাছ তার প্রাণ ফিরে পেল।।

IMG_20240321_145521.jpg

যাইহোক কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেই। দেখতে দেখতে ১০টা রোজা শেষ হয়ে গেল। আর বাকি ২০টা দেখতে দেখতে চলে যাবে।

পরে ইফতার করে রুমে চলে আসলাম আর একটু বসে থাকার পরে পড়তে বসলাম। তার একটু পরেই শুনতে পেলাম আযান হচ্ছে পরে প্রতিদিনের মতোই তারাবির নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। আর তারাবি নামাজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় ৯:০০ টা বেজে যায়।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
Loading...
 2 years ago 

এমাসটা জুড়ে প্রকৃতিতে একধরণের শান্ত আবহাওয়া বিরাজ করে। শীত এখনও যায়নি বিপরীতে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। যার কারনে প্রকৃতি আরও বেশি শান্ত হয়ে পড়েছে।

আপনার ইফতার সামগ্রীগুলো দেখে মনে হচ্ছে বাড়ির তৈরী, যেগুলো আমার মতে স্বাস্থ্য সম্মত। আমরা বেশিরভাই মানুষ হোটেল বা খোলা বাজার থেকে ইফতার কিনে এনে খাই, যার কারণে ভূগতে হয় নানা ধরণের অসুখে।

 2 years ago 

আপনি একদমই সঠিক বলেছেন যে ইফতার গুলো দেখা যাচ্ছে এগুলো সবই বাড়ির তৈরি।। আর হ্যাঁ আপনার কমেন্ট অত্যন্ত ভালো লেগেছে আমার।। ভালো থাকবেন সবসময় ধন্যবাদ।।

Posted using SteemPro Mobile

Hello @sabus
Your day ended successfully with a call for prayers at the mosque although, it began with electricity challenge. The drops of rain, healthy meal and prayers made your day wonderful

 2 years ago 

গ্রামের কারেন্ট যে কতটা বিরক্তিকর বিষয় বলে বুঝানো যাবে না। একবার লোডশেডিং হলে আর আসার নাম থাকে না। বৃষ্টির জন্য শুধু আমরা না গাছপালাও অনেক অপেক্ষায় ছিলো। এজন্য বৃষ্টি নামতেই সব কিছু আবার সতেজ রূপ ধারন করেছে।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।।

 2 years ago 

আগের চাইতে কারেন্ট এখন খুব বেশি বিরক্ত করে না যদি বাতাস বা অন্য কোন সমস্যা না হয়।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে বর্তমান সময়ে ফোন এমন একটি জিনিস যেটা অফ হয়ে থাকলে আর কোন কিছুই ভালো লাগেনা। সেহরির সময় বৃষ্টি হয়েছিল এবং আকাশ খারাপের জন্য কারেন্ট ছিল না। একটু ঝড় বৃষ্টি হলে আমাদের এদিকেও এরকম সারাদিনেও বিদ্যুতের দেখা মিলে না। ধন্যবাদ সারাদিনের কার্যক্রম তুলে ধরার জন্য।

 2 years ago 

সত্যি ভাই আমার ফোন বন্ধ থাকলে কোন কিছুই ভালো লাগেনা জানি না আপনাদের এমন হয় কি না।।

ভাই আমাদের এলাকায় ও সেদিন বৃষ্টি হয়েছিল কিন্তু আপনার মতো বৃষ্টিতে নামতে পারি নি। আজকে ইফতারি তে আপনি অনেক কিছু খেয়েছেন আপেল খেজুর ইত্যাদি ইত্যাদি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 2 years ago 

বর্তমান সময়ে সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে ভাই আসলে বৃষ্টি অনেক প্রয়োজন আমি মনে করি।।।

ভাই এটা খুব ভালো যে রমজান মাসে বৃষ্টি হচ্ছে এটা হলো রহমত। এইবার রোজা রাখতে তেমন বেশি কষ্ট হয়নি বৃষ্টির জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 2 years ago 

আপনি একদম সঠিক বলেছেন এবারের আবহাওয়াটা বেশ ঠান্ডা।। আমিও রোজা রেখে অনেক বেশি আনন্দ পাচ্ছি।।

ভাই ঠান্ডা হয়েছে বলে এই বার রোজা রাখতে তেমন বেশি কষ্ট হয়নি। আমার মনে আছে আগের বার রোজা রেখে গরম এর জন্য নিচে শুয়ে থাকতে হয়েছে এতো গরম ছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ।

আর বলিয়েন না ভাই একটু আকাশ চমকালে হালকা বাতাস হলেই আমাদের এই দিকেও কারেন্ট থাকে না ৷ আর ফোন অফ থাকলে আসলে কিছুই ভালো লাগে না ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

গ্রাম অঞ্চলের এটা একটা অনেক বড় অসুবিধা হঠাৎ করেই বাতাস আসলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

 2 years ago 

পুরো রমজান জুড়েই চারপাশে ঠান্ডা আবহাওয়া। অন্যান্য রমজানের তুলনায় এবারের রমজান টা গরম কম পড়েছে। আর গ্রামের কারেন্ট তো খুবই বিরক্তি কর ব্যাপার ছিল। আমাদের এখানে আগের রমজানে কারেন্ট ছিল না বললেই চলে। মাঝে মাঝে হয়তো বেড়াতে আসতো। তবে এবারের রমজানে আমাদের গ্রামে কারেন্ট খুব একটা যায়নি।

 2 years ago 

আপনি একদম সঠিক বলেছেন অন্যান্য সময়ের চাইতে এবারে রমজান মাসটা বেশ ভালোভাবে যাচ্ছে।। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি অধ্যায়ন করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 114379.54
ETH 4218.54
USDT 1.00
SBD 0.77