Better Life with Steem|| The Diary Game||13 July 2024

in Incredible India3 months ago
Picsart_24-07-14_17-14-11-848.jpg

জীবনের চলার পথে অনেক কারণেই মানুষ হতাশার মধ্যে পড়ে আর এই হতাশা মানুষের জীবনে আজীবন থাকেনা। হতাশা বা যেকোনো সমস্যায় মানুষের জীবনের একটা অংশ তাই এ রকম কোন সমস্যা আসলে ভেঙ্গে পড়লে চলবে না। জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে।

IMG_20240713_141642.jpg

বেশ কয়েকদিন হয় রাতে ঘুমাতে বেশ দেরি হয় চাইলেও মাঝে মাঝে ঘুম আসে না তাই মোবাইল দেখতে থাকি এতে করে বেশ দেরি হয়ে যায়। আর রাতে দেরি করে ঘুমালে সকালে উঠতেও দেরি হয়। গতকাল ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে নেই। তারপর একটু বাইরে বের হই আর কয়েকদিন হয় আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে যেকোনো প্রাণী ছোট থাকতে অনেক বেশি ভালো লাগে। আর এই বাচ্চাগুলো সারাদিনই দৌড়াদৌড়ি করে দেখতে অনেক সুন্দর লাগে তখন।

IMG_20240713_170805.jpg

কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে একটু হাঁটাহাঁটি করতে যাই আর দেখতে পাই একজন মানুষ নদীর ছোট মাছ বিক্রি করছে। পরে আমি তাদেরকে জিজ্ঞেস করি কত টাকা কেজি তারা বলে ১৮০ টাকা, যেহেতু নদীর মাছ তাই আমি এক কেজি নিয়ে বাসায় আসি। আর আমার বোন ছোট মাছ খেতে অনেক পছন্দ করে।

IMG_20240713_170920.jpg

বাসায় আসার পর কিছু সময় শুয়ে থাকি আর ফোন দেখতে থাকি তার একটু পরেই আজান হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেই আর গোসল করার পর, দুপুরের খাওয়া-দাওয়া করে রুমে চলে আসি। গতকালকে তুলনামূলক একটু বেশি রোদ উঠেছিল প্রতি দিনে বৃষ্টি হলেও কালকে বৃষ্টির কোন সম্ভাবনা ছিল না আর একটু গরমও ছিল।

রুমে কিছু সময় ফোন ব্যবহার করতে করতে ঘুমিয়ে যাই। প্রতিদিনই দুপুরে ঘুমাতে চাইলেও মাঝে মাঝে হয়ে ওঠে না। কিন্তু দুপুরে ঘুমাতে আমার ভালই লাগে এতে করে রাতে একটু দেরি হলেও সমস্যা হয় না। বেশ কিছু সময় ঘুমিয়ে ছিলাম তারপরে উঠে ফ্রেশ হয়ে বসে থাকি।

IMG_20240713_170650.jpg

তার একটু পরেই বাসা থেকে বের হয়, প্রতিদিনই বিকালে একটু হাঁটাহাঁটি করি। পারে কিছু সময় হাঁটাহাঁটি করি আর আজকে একটু বাজারে যাওয়ার কথা। অনেকদিন হয় বাজারে যাওয়া হয় না। পরে সেখান থেকে বাসায় চলে আসি আর বাসায় আসার পর বাজারে যাওয়ার জন্য রেডি হয়।

IMG_20240713_170614.jpg

আর বাজারে যাওয়ার সময় ভাগ্নে বলতেছিল বার্গার খাবে আমাদের এই বাজারে উন্নতমানের বার্গার পাওয়া যায় না। তারপর আমি বাজারে চলে যায় আর আমার কিছু কাজ ছিল সেগুলো করি আর আসার সময় ভাগনার জন্য বার্গার নিয়ে আসি।

IMG_20240713_170836.jpg

আর বাসায় এসে ভাগিনা বার্গার দেই সে অনেক খুশি হয়, আর একটু পরেই বোনসহ পেয়ারা খাই। আর পেয়ারা খাওয়ার পর বোনের সাথে বসে গল্প করি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটা অতিবাহিত করি।

Sort:  
Loading...

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.

@tipu curate

 3 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম থেকে খুব ভালো লাগলো, নদীর মাছ অনেক সুস্বাদু হয়, আপনি কম দামে মাছগুলো পেয়েছেন, আমাদের বাড়ি নদীর কাছে হওয়ার কারণে এখানে অনেক ছোট মাছ পাওয়া যায়, আমি নদীর ছোট মাছ খেতে খুব পছন্দ করি, ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 3 months ago 

ধন্যবাদ ভাই ব্যক্তিগত মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য।। ভালো লাগলো ছোট মাছ আপনার পছন্দ।। ভালো থাকবেন ভাই

 3 months ago 

এই জেনারেশনের একটা সমস্যা বেশি রাতে ঘুমায় আর লেট্ করে উঠে। অবশ্য আমি নিজেও লেট্ করে ঘুমাই।
ঠিক বলেছেন মানুষের বাচ্চা ছাড়া সব কিছুর বাচ্চাই ছোট বেলা খুব সুন্দর হয়ে জন্ম নেয়। মানুষের বাচ্চা যতই দিন যায় ততই সুন্দর হয়। ১৮০ টাকা কেজি মাছ দেখে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আপনাদের এলাকাতেই বাসা বানাবো আমি।
বিকেলে ভাগ্নের জন্য বার্গার নিয়ে বাড়ি ফিরেন।

 3 months ago 

পোস্টটা খুলতে আপনার পোস্টে থাকা ছোট মাছের ছবিটি। আমার মন কেড়ে নিয়েছে কত সুন্দর ছোট ছোট মাছ, অনেক দিন পরে দেখলাম নদীর তাজা মাছ অনেক বেশি সুস্বাদু হয়।

সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাই অন্যরকম আপনার বোনের সাথে গল্প করতে করতে পেয়ারা খেয়েছেন সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার।

 3 months ago 

আপনার পোস্টের ছোট মাছের ফটোগ্রাফিটি আমার মন কেড়ে নিয়েছে !এই ছোট মাছ গুলি আমার খুব পছন্দের মাছ ।আমি এগুলো খেতেও খুব ভালোবাসি ।কিন্তু এই মাছগুলো আমি অনেকদিন যাবত দেখতে পাই না।এই তাজা মাছগুলো ১৮০ টাকা কেজি দাম শুনে তো আমি অবাক হয়ে গেলাম। শহরে তো এমন তাজা মাছ ১৮০ টাকা কেনা কখনোই সম্ভব না!

আমি না, গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য গুলো খুব মিস করি। আপনি যে, রাস্তার পাশে দাঁড়িয়ে ছবিটা তুলেছেন সেটা খুব সুন্দর হয়েছে।

বাজার থেকে এসে পেয়ারা খেয়ে বোনের সাথে গল্প করতে বসেছেন এ কথাটা শুনে আমারশৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেল ।আমিও শৈশবে আমার ভাইয়ের সাথে বসে গল্প করে সময় কাটাতাম।

আজ আপনার পোষ্টটি পড়ে আমার মনে হচ্ছে এই প্রথম মনে হয় কারো পোস্ট পড়ে আমি মনে তৃপ্তি পেয়েছি।

যাই হোক আপনার খুব সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আসলে আমাদের জীবনে হতাশা যদি একবার বাসা বাঁধে তাকে দূর করা অনেক কঠিন। আর যেহেতু মানুষের চিন্তা শক্তি অনেক তাই মানুষ কোন বিষয় নিয়ে যদি একবার চিন্তা শুরু করে তবে এর থেকে বেরিয়ে আসা খুবই কঠিন ।

আপনি এত সুন্দর তাজা মাছ মাত্র ১৮০ টাকা দিয়ে কিনেছেন তবে আমি বলব আপনি মাছগুলো কিনে জিতেছেন। শহরে এত তাজা মাছ পাওয়া যায় না আর মাঝে মাঝে পেলেও তার অনেক দাম থাকে ।

আপনার ভাগিনার জন্য অনেক অনেক দোয়া রইল। সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কিছু উপস্থাপনা করার জন্য।

পেয়ারা খেতে আমারও খুব ভালো লাগে পড়ন্ত বিকালে গাছ থেকে টাটকা পিয়ারা পেড়ে হালকা লবণ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আমি বাড়িতে থাকতে প্রায় প্রায় এমনটাই করে খেতাম আপনার পেয়ারাগুলো কাটা দেখে সে পুরনো স্মৃতি মনে পড়ল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62299.15
ETH 2428.96
USDT 1.00
SBD 2.65