দিনশেষে আশার আলো (শেষ পর্ব)। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পূর্ববর্তী পর্বের-লিংক

তখন আরিফ তাকে সবকিছু খুলে বললো। কন্ট্রাকটার তখন আরিফ কে বলল আচ্ছা স্যার আবার এখানে আসলে তখন দেখা যাবে। এভাবে আরিফ তার কাজ চালিয়ে যাচ্ছিলো। কয়েকদিন পরে আবার সেই কনস্ট্রাকশন সাইট এর মালিক সেখানে উপস্থিত হলো। তিনি আরিফকে দেখে জিজ্ঞেস করল কি ব্যাপার তোমাকে না আমার কার্ড দিয়ে আমার সঙ্গে দেখা করতে বললাম। তুমি আসলে না কেনো? তখন কন্ট্রাক্টর মালিককে সবকিছু খুলে বলল। লোকটি সবকিছু শুনে বলল কই রিসিপশন থেকে তো আমাকে কিছু জানায়নি। আচ্ছা আমি ব্যাপারটা দেখছি ব্যাপারটা। তুমি কালকে সকালে অবশ্যই অফিসে চলে আসবে।

Polish_20220310_203139526.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

আরিফ সেদিনের মত কাজ শেষ করে বাড়ি চলে গেলো। আরিফ পরদিন যথারীতি আবার সেই অফিসে হাজির হলো। অফিসে ঢুকে যখন সে রিসিপশনের সামনে গিয়ে দাঁড়ালো। তখন রিসিপশনের সেই লোকটি আরিফকে দেখে হাসি মুখে উঠে দাঁড়ালো। তারপর লোকটা বলল আমি আসলে আগের দিনের জন্য খুবই দুঃখিত। আমি ওই দিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আরিফ লোকটির ব্যবহারে খুবই অবাক হলো। কারণ আগের দিনের সাথে আজকে লোকটির ব্যবহারের ভেতর আকাশ-পাতাল তফাৎ।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

তারপর নিজে সাথে করে আরিফকে তাদের স্যারের রুমে পৌছে দিলো। পৌঁছে দিয়ে সে সেখানেই দাঁড়িয়ে রইলো। তখন সেই মালিক ভদ্রলোক রিসিপশনের লোককে জিজ্ঞেস করল তুমি কি ওর কাছে ক্ষমা চেয়েছো। তখন সেই রিসিপশনিস্ট বলল জি স্যার আমি তার কাছে ক্ষমা চেয়েছি। তখন মালিক ভদ্রলোক তাকে বলল আমি যেন আর কখনো কারো সঙ্গে এমন খারাপ ব্যবহার করার কথা না শুনি। তারপর সে সেখান থেকে চলে গেলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

লোকটির এই ব্যবহার দেখে আরিফের চোখে পানি চলে এলো। সে চিন্তা করছিল এত বড় একজন মানুষ তিনি। তার মত নগন্য একজন মানুষের জন্য তার এতো খেয়াল। পরে মালিক ভদ্রলোক আরিফ কে বলল বসো। তারপর আরিফের সাথে বেশ কিছুক্ষণ কথা বার্তা বলে তিনি এইচ আর ডিপার্টমেন্টের একজন কে রুমে ডাকলেন। তারপর তাকে বললেন এই ছেলেটাকে একটি পার্ট টাইম কাজে দিয়ে দেবেন এবং মোটামুটি ভালো মানের সেলারি যেন থাকে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

তখন মালিক ভদ্রলোক আরিফকে বললো তুমি উনার সংগে যাও। উনি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবেন। আরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ এগিয়ে গিয়ে লোকটির পায়ে হাত দিয়ে সালাম করলো। আরিফের এই ব্যবহারে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর আরিফ কে বলল ঠিক আছে এখন থেকে তোমাকে যে কাজ দেয়া হবে চেষ্টা করবে সে কাজটা খুব ভালো ভাবে করার। আর তোমার লেখাপড়া শেষ হলে এখানে তোমাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেয়া হবে। তবে তার জন্য অবশ্যই তোমাকে ভালো ফলাফল করতে হবে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

আরিফ প্রচন্ড খুশি মনে এইচআর ডিপার্টমেন্ট এর লোকের সাথে চলতে লাগলো। লোকটি আরিফকে নিয়ে একটি কাজ বুঝিয়ে দিলো। তাকে বলে দিলো প্রতিদিন ৬ ঘন্টা তাকে কাজ করতে হবে। কিন্তু সে তার সুবিধাজনক সময়ে এই কাজটি করতে পারবে। তারপর আরিফকে যে বেতনের কথা বললো আরিফের সেটা মোটেই বিশ্বাস হচ্ছিল না। যে মাত্র ৬ ঘন্টা কাজ করে মাসে এত টাকা বেতন পাওয়া যাবে?

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

লোকটি আরিফকে তার কাজ বুঝিয়ে দিচ্ছিলো। এর ভেতর সেই লোকটির কাছে মালিক ভদ্রলোকের ফোন এলো। ওপাশ থেকে কি বলল আরিফ সেটা শুনতে না পেলেও দেখতে পেলে এপাশ থেকে লোকটি বলছে জি স্যার ঠিক আছে দিয়ে দেবো। পরে মালিকের সাথে লোকটির কথাবার্তা শেষ হলে লোকটি আরিফের হাতে একটি অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিলো। আর একাউন্ট এ একটি ফোন দিয়ে বলে দিলো আরিফ নামে একটি ছেলে যাচ্ছে আমাদের অফিসের নতুন রিক্রুট। তাকে এডভান্স ১০০০০ টাকা দিয়ে দেবেন।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

আরিফের কাছে এসব কিছুই স্বপ্ন মনে হচ্ছিল। এত সহজে এত কিছু পাওয়া যাবে সে কখনোই কল্পনা করেনি। যখন সে একাউন্টস থেকে টাকাটা হাতে পেল তখন সে হু হু করে কাঁদতে লাগল। একাউন্টস এর ভদ্রমহিলা আরিফের কান্না দেখে অবাক হয়ে গেলো। ভদ্রমহিলা আরিফকে জিজ্ঞেস করল কোন সমস্যা? আরিফ বললো না ম্যাডাম খুশিতে কান্না করছি। চোখ ভরা স্বপ্ন নিয়ে আরিফ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো। (সমাপ্ত)

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

যাই হোক শেষ পর্যন্ত সুন্দর একটি পরীসমাপ্তি হল। কষ্ট করলে আর একাগ্রতা থাকলে এখনো পৃথিবীতে সফল হওয়া যায় গল্পের মাধ্যমে তুমি তাই দেখালে। গল্পটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

মাঝে মাঝে সুন্দর সমাপ্তি দেখতে ইচ্ছা করে। এজন্যই গল্পটা এভাবে শেষ করলাম। যদিও বাস্তবে এমনটা খুব কমই হয়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার এই গল্পের পোস্টটির জন্য অপেক্ষা করছিলাম আর অবশেষে সেই গল্পের শেষ টুকুও জানতে পারলাম। গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো। কারণ আগের দিনে আরিফকে খুবই কষ্ট পেতে দেখে নিজেও কিছুটা কষ্ট উপলব্ধি করতে পেরেছিলাম। কিন্তু আজ যখন সে চাকরিটা পেয়ে গেল এবং ভাল বেতনের চাকরি তাও আবার মাত্র ছয় ঘন্টার জন্য। ব্যাপারটি জেনে ভীষণ খুশি হলাম। আরীফের মুখে হাসি ফোটানোর জন্য কনস্ট্রাকশন সাইট এর মালিকের বিশেষভাবে ধন্যবাদ পাওয়া উচিত। ভাইয়া,আপনার গল্পটি বেশ প্রাণবন্ত ছিল এবং তা পড়ে খুবই ভালো লাগলো। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর গল্প আমাদের মাঝে উপহার দেবেন এই প্রত্যাশা করছি। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32