"পরিবর্তন"

in Incredible India2 months ago
pexels-photo-704767.jpeg

Image source

রাত তখন ঠিক দশটা চার বাজে, হঠাৎ করেই কেমন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম একটু লিখতে বসি। কি লেখা যায় ভাবতে ভাবতেই কিছু কথা মাথায় আসলো, ভাবলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি।

আমাদের ঘুমন্ত হৃদয়কে//একটু জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে!

আপনি কিংবা আমি প্রত্যেকটা মানুষই আমরা চিন্তা করি আমরা যখন জীবনে একজন সাফল্য ব্যক্তি হব। তখন আমরা ঠিক কি কি করব, কোথায় ঘুরতে যাব। কাকে নিয়ে কোন রেস্টুরেন্টে খাব এসব চিন্তা করেই বেড়ায়।

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনি যখন সফল হতে পারবেন না। তখন আপনি ঠিক কি কাজ করবেন। আপনি যখন সফল হতে পারবেন না, তখন আপনি কিভাবে নিজের সব কাজ আবার গুছিয়ে নেবেন।

কিভাবে নিজেকে আরও শক্তিশালী করে তুলবেন, কিভাবে আরো কঠোর পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এ কথাগুলো কি কখনো চিন্তাভাবনা করেছেন? কখনো কি আপনার মাথায় এ কথাগুলো এসেছিল?

আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি জীবনের সফল হতে চাই! আমি এমন একজন মানুষ হতে চাই! যাতে সবাই আমাকে চিনুক, আমি সবার সামনে নিজেকে এমন ভাবে পরিচিত করতে চাই, যে মানুষগুলো আগে আমাকে ধিক্কার দিত! সে মানুষগুলো যেন আমার নাম ধরে একবার হলেও ডাক দেয়।

pexels-photo-732629.jpeg

Image source

আমি সর্বদাই চেষ্টা করি, আমাকে কে কি বলল কে আমাকে কতবার ধিক্কার দিল, কে আমার কথায় আমাকে কতবার পাগল বলেছিল! সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে।

আমি অনেক ভেবে দেখেছি, যে মানুষ গুলো নিজেকে গুরুত্ব দিতে জানে না। সে মানুষ গুলোর এই পৃথিবীতে কোন মূল্য নেই। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আগে আমার নিজেকে গুরুত্ব দেব। তাহলে হয়তো এই পৃথিবীর মানুষ আমার গুরুত্বটা বুঝতে পারবে।

আমি অনেক ভেবে দেখেছি! আমার নিজের কাজের জন্য আমাকে নিজেকে সাপোর্ট দিতে হবে। আমার নিজের শক্তি আমি নিজেই হতে হবে। আমি আমার নিজেকে নিজে যতটা সাপোর্ট দিতে পারব। অন্য কেউ আমাকে ঠিক ততটা সঠিকভাবে সাপোর্ট দেবে না, এটাই স্বাভাবিক।

আমি ভেবে দেখেছি আমার ভেতরের মনোবল, কিছু জানার শক্তি, কিছু শেখার আগ্রহ। যদি আমার ভেতরে সৃষ্টি না হয়। তাহলে এই জগতের কোন মানুষের দ্বারাই সম্ভব নয়। আমার ভেতরে এ সকল শক্তির সৃষ্টি করার। তাই নিজের শিক্ষা এবং নিজে কিছু জানার জন্য, নিজের ভেতরেই শক্তি গড়ে তুলতে হবে।

আমি অনেক চিন্তা করে দেখেছি। আমি আমার নিজেকে নিরবে নিয়ে যতটুকু ভাবি। মানুষ আমাকে ঠিক ততটাই মূল্যায়ন করে। আর ঠিক ওই রকম ভাবেই মানুষ আমাকে নিয়ে চিন্তা করে।

আমি আমার জীবন থেকে বুঝতে পেরেছি। আমার জীবনটা আমাকে ঠিক ততক্ষণই কষ্ট দিয়েছিল। যতক্ষণ আমি তাকে কষ্ট দেয়ার সুযোগটা করে দিয়েছিলাম।

আমরা হয়তো আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই। কিন্তু আমরা যদি একটু সাহস আর মানসিকতা মনোবল নিয়ে, আবারও ঘুরে দাঁড়াতে পারি। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সাফল্য অর্জন করে, সাফল্যের হাসিটা হাসতে পারি।

pexels-photo-725743.jpeg

Image source

জীবনে আমাদেরকে হাজারো পথ দেখাবে কষ্টের। কিন্তু আমাদেরকে নিজে থেকেই, সাহস করে দাঁড়িয়ে জীবনকে দেখিয়ে দিতে হবে, আমিও হাসতে পারি।

আমার জীবনে আমি একটা জিনিস খুব পরোক্ষ ভাবে খেয়াল করেছে। জিনিসটা হচ্ছে আমি যখনই কারোর বিষয় নিয়ে চিন্তা করেছি। যখনই ভেবে দেখেছি যে ওই মানুষটা আমার চেয়ে অনেক ভালো আছে। আমার কাছে এই জিনিসটা নেই। ওই মানুষটা কাছে এই জিনিসটা আছে। ওই সময়টা থেকে আমি ধীরে ধীরে কষ্ট নামক গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। কিন্তু এ সকল চিন্তা-ভাবনা আমাকে কিছুতেই বের হতে দিচ্ছে না।

আর ঐদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কারোর সুখের কথা নিয়ে চিন্তা করব না। কে কেমন আছে? কখনো সেদিকে নজর করব না। আমার কি নেই সেটাও কাউকে বলবো না। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ।

আমি চেষ্টা করব, আমার জীবনে যে সকল স্বপ্ন এখনো আমি পূরণ করতে পারিনি। সেগুলো আমি কিভাবে পূরণ করব। তার জন্য কঠোর পরিশ্রম কিভাবে করা যায়। কিভাবে সত্যের পথে থেকে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। অনেক দূর এগিয়ে গিয়ে কিভাবে আমার স্বপ্নগুলোকে পূরণ করা যায়। সেই পথে একটু একটু করে এগিয়ে যাব।

আমার জীবনে আমি দেখেছি, আমার জীবনের সুখ এসেছিল দুঃখ এসেছিল। আর সেই সুখ দুঃখের মাঝখান দিয়েই, আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আর সে অভিজ্ঞতা কে কাজে আমার সামনে এগিয়ে যাওয়ার, সামনের দিকে ভালো কিছু করার একমাত্র পথ তৈরি করতে হবে।

আমি সর্বদাই চেষ্টা করি এবং বিশ্বাস করি মনে প্রাণে। যে সৃষ্টিকর্তা আমাকে, আমার গত কালকের দিনটা খুব সুন্দর ভাবে পার করে দিয়েছে। আজকের দিনটাও খুব সুন্দর ভাবে পার করে দেবে। তিনিই আমার জন্য যথেষ্ট।

আমি অনেক ক্ষেত্রেই ভেবে দেখেছি। আমরা যখন জীবনে সাফল্য অর্জন করি। তখন থেকে আমরা আমাদের চেষ্টা করা বন্ধ করে দেই। এটা করা আমাদের ক্ষেত্রে মোটেও উচিত নয়। সাফল্য অর্জন করেছি তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা আমাদের চেষ্টা করাবো বন্ধ করে দেবো? কখনোই না।

আমার সাথে এমনও দিন গেছে, যখন আমি ব্যর্থ হয়েছি কাজ করতে করতে একঘেয়েমি সময় কাটাচ্ছি। তখন আমার পাশে কোন একটা মানুষ এসে, আমাকে সান্ত্বনা দেয়নি। যে আজকে তুমি কাজটা পারোনি, তাতে কি হয়েছে? ভবিষ্যতে নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে! এমন একটা মানুষ আমি খুঁজে পাইনি।

pexels-photo-327540.jpeg

Image source

আমি সব সময় সর্বদা চেষ্টা করি, নতুন কিছু শিখবো শিখার চেষ্টাও করি। জানিনা কতদূর শিখতে পারবো। তবে আমি মনে করি, "সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, তুমি যতটুকু চেষ্টা করবে, আমি তার চেয়ে অনেক বেশি কিছু আমি তোমাকে দেবো।"

আর তাই আমার সব সময় একটাই কথা মাথায় থাকে। আমি নতুন কিছু শিখব। নতুন কিছু করার ট্রাই করব। চেষ্টা চালিয়ে যাব,যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকব।

আসলে বলতে বলতে হয়তো বা অনেক কথাই বলে দিলাম। আমার মনের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি নিয়মিত নিজের চেষ্টায় এগিয়ে যাব। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 2 months ago 

খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আসলেই আমরা সবসময় সফল হতে চাই। কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে সফল যদি না হতে পারি তাহলে সেই ব্যর্থতা থেকে কিভাবে নিজেকে বের করে নিয়ে আসব। সকল মানুষের সকল কথা মনে রাখলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তাই কিছু কিছু কথা আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন যেটি হল নিজেকে সময় দেওয়া। আমাদের বেশিরভাগ সময় চলে যায় মানুষের পেছনে। কিন্তু দিন শেষে নিজেকে সময় দেওয়ার মতন কিছু থাকে না। তাই অবশ্যই নিজেকে আগে গুরুত্ব দিতে হবে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 months ago 

আমার কাছে মনে হয় অন্যের পেছনে সময় না দিয়ে, অন্যের ভুল না খুঁজে, নিজে যে কাজ শুরু করেছি তার মধ্যে কি ভুল রয়েছে। সেটা আগে খুঁজে বের করা, এবং নিজেকে অতিরিক্ত সময় দেয়া। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে নিজে ভালো বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনার পাশে মানুষগুলো কখনোই আপনাকে ভালো বলবে না। আপনি নিজেকে নিয়ে যতটুকু চিন্তা করবেন, আপনি ততটুকুই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

পজেটিভ চিন্তা নিয়ে আপনার লেখা এই পোস্টটা আসলেই প্রশংসার দাবিদার। মানুষ কে কবে কি বলেছিল এসব নিয়ে ভাবলে শুধু কস্টই পেতে হয়। তারচেয়ে ওই সব চিন্তা বাদ দিয়ে পরিশ্রম এর মাধ্যমে কিভাবে অন্যদেরকে ছাপিয়ে যাওয়া যায় সেই চিন্তা করা উচিত।
তাহলেই তাদের কথার প্রত্যুত্তর দেওয়া হবে।
আর আপনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে, অন্যের কাছে কি আছে সেটা নিয়ে না ভাবার।

এই জিনিসটা আমিও খেয়াল করে দেখেছি যে অনেক কিছু আমার প্রাপ্য ছিল কিন্তু আমি পাইনি। এই কথাটা আমি যতবার ভেবেছি ততবারই কষ্ট পেয়েছি। এখন আর এসব নিয়ে ভাবি না। আর তাতে ভালো আছি। মাঝে মাঝে মনে পড়ে না এমন না। কিন্তু ইগনোর করি।

সবসময় ভালো থাকুন এই দোয়া করি।

 2 months ago 

একটা কথা আমাদের সবার মাথায় রাখা উচিত। আমরা যদি কার কাছে কি আছে এটা চিন্তা করে বসে থাকি, তাহলে জীবনে কখনো এগিয়ে যেতেও পারবো না এবং সেই জিনিস অর্জন করতে পারবোনা। কারো কাছে কোন কিছু আশা করার চাইতে আল্লাহতালার কাছে আশা করাটা উত্তম। হয়তোবা আপনি সেই জিনিসটা পেয়ে তো একটু দেরি হবে। কিন্তু অবশ্যই সেটা পাবেন, যদি আল্লাহতালার কাছে সেটা চেয়ে থাকেন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63422.01
ETH 2688.96
USDT 1.00
SBD 2.58