DIY" এসো নিজে করি - পাহাড় এবং ঝর্ণা অঙ্কণ || by @rubayat02 || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য
হেল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @rubayat02
কেমন আছেন আপনারা,
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
পাহাড় এবং ঝর্ণা অঙ্কণ
পাহাড় এবং ঝর্ণা অঙ্কণ
উপকরণ
- একটি আর্ট পেপার
- এটকি পেন্সিল
- জেল কলম
- একটি রাবার
- রুল কাটার
- একটি স্কেল
ধাপঃ—০১
ধাপঃ—০২
এরপরে আমি পাহাড়ের এক পাশে কালো করে দেই, এবং আরও দু'টি ছোট ছোট পাহাড় আর্ট করি।
ধাপঃ—০৩
তারপরে পাহাড়ের নিচ দিয়ে একটু করে ঘাস আর্ট করি এবং পাহাড়ের উপর দিয়ে একটি চাঁদ অঙ্কণ করি।
ধাপঃ—০৪
এখন আমি ঝর্ণা অঙ্কণ করবো তাই পাহাড়ের নিচ দিয়ে দাগী টেনে নিলাম।
ধাপঃ—০৫
এরপর আমি ঝর্ণা অঙ্কণ করি, এবং পেন্সিল দিয়ে পানি অঙ্কণ করে নেই।
ধাপঃ—০৬
অঙ্কণটি করার সময় আমার হাতের একটি পিক তুলি।
ধাপঃ—০৭
এখন আমি সাইট দিয়ে উঁচু নিচু যায়গা অঙ্কণ করবো এবং পানি গুলোর পাশ দিয়ে কিছু ঘাস অঙ্ক করে দেই।
ধাপঃ—০৮
এবং সেই উঁচু নিচু যায়গা গুলো পেন্সিল দিয়ে কালো করে দেই।
ধাপঃ—০৯
এরপরে সাক্ষর হিসাবে আমি অঙ্কণটির মাঝে আমার ইউজার আইডির নাম উল্লেখ করি, এরি সাথে আমার অঙ্কণটি শেষ হয়।
পরিপূর্ণ ভাবে চিত্রটি আর্ট হওয়ার পর
অবশেষে আমার অঙ্কণটি সম্পূর্ণ ভাবে শেষ হলো।
অঙ্কণটির সাথে আমার সেলফি
💞 খোদা হাফেজ 💞
💞 খোদা হাফেজ 💞
Best Regards:-
@rubayat02
@rubayat02 সুন্দর হয়েছে ভাইয়া , যদি পাহাড়টা রং করতে আমার মনে হয় আরো ভালো লাগতো ৷
জ্বি ভাইয়া,
ওয়াও অসাধারণ একটি দৃশ্য অঙ্কন করেছেন ভাই।দেখে মনটা জুড়িয়ে গেল।অনেক নিপুণতার মাধ্যমে আপনি দৃশ্যটি অঙ্কন করেছেন।ধন্যবাদ আপনাকে এই রকম একটু দৃশ্য আমাদের মাঝে উপস্থান করার জন্য।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে পেন্সিল ব্যবহার করে পাহাড় এবং ঝরনার অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পাহাড় এবং ঝরনার অংকন দেখে সত্যিই আমি রীতিমত মুগ্ধ। পাহাড় থেকে ঝরনার পানি নদীতে বর্ষণ হওয়ার দৃশ্যটি জাস্ট অসাধারণ লেগেছে। ধন্যবাদ এই রকম একটি অংকন শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবাত মন্তব্যের জন্য, আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
পেন্সিল দিয়ে অসাধারণ একটি ঝর্ণার চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে তো আপনার চিত্রাংকন টা অনেক বেশি ভালো লেগেছে। পেন্সিলের এরকম আর্ট গুলি দেখতে অনেক ভালো লাগে। এই পেন্সিল আর্ট বল করতে একটু সময় ও দিতে হয়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া
পাহাড় এবং ঝর্ণার অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করলেন। আমার কাছে তো দৃশ্যটা দেখে অসাধারণ লাগলো। আপনি অনেক নিখুঁত ভাবে পুরো কাজটা সম্পন্ন করলেন। ঝর্ণার পানি পড়া টা আমার কাছে অসাধারণ লাগলো বেশিরভাগ। অনেক সুন্দর ভাবে পুরো দৃশ্যটা সম্পন্ন করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗🤗🤗
ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য, আর আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল আপু