আমার ছোট্ট প্রাপ্তি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

কি নিয়ে লিখব এটা রোজ ভাবা টা অনেকটা এক ঘেয়েমি লাগে এখন। আবার সহজে ছাড়তেও পারি না লেখার অভ্যাসটা। তবে আজ ইচ্ছে হলো সচরাচর যে জিনিসগুলো নিয়ে লেখালেখি করি সেগুলো থেকে বেরিয়ে এসে ভিন্ন কিছু নিয়ে লিখতে। সেই ভাবনা থেকেই আজকের উপস্থাপনা।

বেশ কয়েক মাস আগের কথা। এই পরিবারের অনেকেই হয়তো জানেন যে আমি বাইরে যাওয়ার জন্য দুই এক জায়গায় চেষ্টা করছিলাম। আর তার জন্যই কিছু দরকারি ডকুমেন্টস বাইরে পাঠিয়েছিলাম। মূলত অস্ট্রিয়ার একটা ইউনিভার্সিটি তে এম এস করার জন্য অ্যাপ্লাই করেছিলাম।

received_163078393189608.webp

দুইদিন আগে দুপুরবেলা স্নান করে এসে ল্যাপটপ টা খুলে সবে মাত্র বসেছি। এমন সময় হঠাৎ করেই দেখি একটা ইমেইল চলে আসলো। তারপর ভেতরে খুলে দেখলাম সেই ইউনিভার্সিটি থেকেই আমাকে ইমেইলটা করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে আমাকে তারা তাদের এমএস প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছে। সেই সাথে একদম সরাসরি এডমিশন লেটার টাও পাঠিয়ে দিয়েছে। বেশ ভালো লাগলো একদম সরাসরি অফার লেটারটা দেখে। আর সব থেকে বেশি ভালো লাগলো, ওরা আমাকে দুই সেমিস্টারের জন্য এডমিশন লেটার দিয়েছে। অর্থাৎ আমি এই বছরের অক্টোবর অথবা সামনের বছরের মার্চ , যে কোন এক সময় সেখানে জয়েন করতে পারি। ভিসার জন্য আবেদন করতেও আর কোন বাধা রইলো না।

মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এমএস করার জন্য আমাকে সেখানে চান্স দেওয়া হয়েছে। নিঃসন্দেহে অনেক ভালো একটা সাবজেক্ট। কিন্তু আমার প্রোগ্রামিং নিয়ে ভয়টা একটু বেশি। সেটা যাই হোক নাহ কেন , আমি যে আসলে বাইরে যাবই সেটারই কোন গ্যারান্টি নেই। সত্যি বলতে সময় আর পরিস্থিতি কখন যে কোন দিকে মোড় নেয় এটা বলা খুব মুশকিল। আমার ইচ্ছে টা আরেকটু ভিন্ন। তবে অনেকেই আছেন যারা ইউরোপে ঢোকার একটা রাস্তা খুঁজে চলেছে। তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। এমনকি আমার সাথেও যারা এই বিষয় নিয়ে কথা বলে, তারা চোখ বুজে চলে যেতে বলে।

Screenshot_2023-05-27-16-03-51-27_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f.jpg

যাওয়া না যাওয়া, কই যাব, না যাব, কি হবে, না হবে, সে সব পরের কথা। আমার এতটুকু ভালো লাগছে যে , এটাই প্রথম বাইরের কোন ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাই করা। আর প্রথম বারে যেটুকু সাড়া পেয়েছি এটাই আমার ভালো লাগার কেন্দ্রবিন্দু। ঈশ্বর এভাবেই যেন সব সময় পাশে থাকেন এটাই চাওয়া। সত্যি বলতে সবার সাথে শেয়ার করার মত আহামরি কোন নিউজ এটা নয়। তবু কেন যে করলাম নিজেও জানি না। আসলে ভেবে চিন্তে কাজ তো খুব কম করি আমি। তাই যা মন চাইলো আজকেও তাই করে বসলাম।

Sort:  
 2 years ago 

আপনার এমন একটা প্রাপ্তি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে প্রথমবার চেষ্টা করাতে এমন ইমেইল সত্যি খুব আনন্দদায়ক ব্যাপার।যাওয়া না যাওয়া পরের ব্যাপার তারা রেসপন্স করেছে এটাই অনেক আনন্দের একটি ব্যাপার।আশাকরি ভেবে চিন্তে নিজের ক্যারিয়ারের কথা ভাববেন।কারন জীবন তো একটাই।অসংখ্য ধন্যবাদ অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু,, তবে আমি আসলে সত্যিই কিছু বুঝে পাচ্ছি না যে ঠিক করছি, নাকি ভুল করছি। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আমারও মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আসলে সুযোগ সব সময় আসে না। জীবনে তো অনেক ধাক্কা খেয়েছেন এবার না হয় একটু এগিয়ে দেখুন। আশা করছি সফল হবেন। ভালো লাগলো ভাইয়া আপনার সুখবর দেখে।

 2 years ago 

ঠিক আপু, জীবনে সুযোগ বার বার আসে না। আর ঠিক সময়ে সুযোগ কাজে লাগাই নি বলেই আজ আমার এই অবস্থা। কি করব এখনো কিছু না আপু। পরিবারের অনেক কিছু মাথায় আনতে হয়। নানান ধরনের মানসিক চাপ। শুধু এটুকুই বলবো, এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আর এভাবেই সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

ভাই, আপনার ছোট প্রাপ্তি আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হচ্ছে। কেননা আমার মনে হয় যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই আপনাকে এই সুযোগটি গ্রহণ করতে বলবে। আর আমিও সেই শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন। তাই আমিও চাইবো এত বড় সুযোগটি আপনি গ্রহণ করুন। যদিও বা এটা আমার ব্যক্তিগত মতামত, তবুও কেন যেন বলতে ইচ্ছে করলো। যাইহোক ভাই, সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি আপনার সাথে যা কিছু হবে সবকিছুই যেন ভালো হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আসলে ভাইয়া চাইলেই অনেক কিছু করতে পারছি না। আর এ জন্যই ভুগছি সব সময়। দেখা যাক কি হয়। দোয়া করবেন আমার জন্য ভাই।

 2 years ago 

শুরুতেই অনেক অনেক অভিনন্দন ছোড়দা।এতো বড় একটা প্রাপ্তি আপনার ঘটেছে দেখে আমারও অনেক ভালো লাগছে।আশাকরি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাতে পারবেন।আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলভাবে উত্তীর্ণ হতে পারেন সেই প্রার্থনা করি।ঈশ্বর সহায় থাকলে সবকিছুই সম্ভব।মন থেকে অনেক অনেক আশীর্বাদ করি আগামী দিনের জন্য।শুভকামনা রইলো।❤️❤️

 2 years ago 

অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি এই সব নিয়ে বড়দি। আশির্বাদ করবেন যেন ভগবান ভালোটাই আমার সাথে করেন সব সময় 🙏🙏।

 2 years ago 

ভগবান যা করেন সব ভালোর জন্যই করেন ছোড়দা।আশাকরি ভালো কিছুই হবে।🙏❤️❤️

 2 years ago 

হ্যাঁ বড়দি। আশির্বাদ করবেন সব সময় 🙏 আর ভাইয়ের পাশে থাকবেন।

 2 years ago 

বলেছিলাম না ধৈর্য্য ধরেন সামনে ভালো কিছু হবে। এটা আপনার ধৈর্য্যের প্রাপ্তি। একবার সুযোগ দূরে ঠেলে দিয়েছেন। এইবার এই ভুল না করাই ভালো। বাকিটা আপনার এবং আপনার পরিবাবের ইচ্ছা। আশা করি সঠিক সিদ্ধান্তটাই নিবেন। দোয়া এবং শুভকামনা রইলো। খবরটা শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

অনেক কিছু মাথায় খেলছে আপু, আর তার সাথে পরিবারের নানান কিছু তো আছেই। দেখা যাক, কতদূর কি করতে পারি। ভাইয়ের জন্য দোয়া রাখবেন সব সময়, মাথা টা ঠিক রেখে যেন এগিয়ে যেতে পারি 🙏।

দু একদিন স্থির হয়ে একটু চিন্তাভাবনা করেন, যে কি করবেন। কারণ এটার উপরেই হয়তো আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। আশা করব আপনি যে সিদ্ধান্তই নেবেন অবশ্যই সেটা বুঝে শুনে নেবেন। যদিও আপনি ভদ্রতার খাতিরে বললেন যে এটা আপনার ছোট প্রাপ্তি, তবে আমি মোটেও এটাকে ছোট কোন প্রাপ্তি বলে মানতে পারলাম না,এটা আপনার খুব ভালো একটা অর্জন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

সত্যি বলতে আরো তিন মাস পর হয়তো একটা ডিসিশনে আসবো ভাই। এই কটা দিন চেষ্টা করব আরো ভালো কিছু করা যায় কিনা। আশির্বাদ করবেন সব সময়, এটাই চাওয়া। 🙏

আমি সব সময় চাইবো আপনি খুব ভালো জায়গায় যান।❤️ আমি তো পোস্ট পড়েই খুব খুশি হয়েছিলাম।

 2 years ago 

সত্যি বলতে শেষ দেড় বছরে আমি যা যা সহ্য করেছি, আর আমার জীবনের ওপর দিয়ে যা গেছে, সেটা গুটি কয়েক মানুষ জানে এখানে। সব কিছুর পরেও যে এটুকু ঘুরে দাঁড়াতে পেরেছি এটা ভগবানের অশেষ কৃপা 🙏। আর আপনাদের শুভ কামনা আছে বলেই এখনো টিকে আছি। এটাই বাস্তবতা। এভাবেই পাশে থাকবেন সবসময় 🙏

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 110003.25
ETH 3850.36
USDT 1.00
SBD 0.49