শুভ জন্মদিন দিদিভাই 🎂😊

in আমার বাংলা ব্লগ3 years ago

পৌষের এই শীতে ছুড়ে দিলাম উষ্ণতা
মুখরিত আগামী ছুঁয়ে যাক পূর্ণতা
যান্ত্রিক কোলাহলেও ফিরুক এই দিন
জন্মদিন তোমায় শুভ জন্মদিন

হ্যাঁ, আজ দিদিভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন দিদিভাই। আজকের এই দিন এভাবেই যেন আরো শতবছর ফিরে আসে আপনার জীবনে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।

আসলে কি লিখব এটা আমি এখনও বুঝতে পারছি না। দিদিভাইয়ের জন্মদিনের কথা অনেক আগে থেকেই মাথায় ছিল। আমি তো তেমন বিশেষ কিছু করতে পারি না, তাই ভেবেছিলাম পাগলামো করে কিছু একটা লিখে তাতে আবোল তাবোল সুর বসিয়ে একটা গান বানাবো। আর এটাই থাকবে দিদিভাইয়ের জন্য আমার জন্মদিনের উপহার। কিন্তু শেষ পনেরদিন দিন হলো এত দৌড়ের উপর আছি যে ঠান্ডা মাথায় কিছু করারই সুযোগ পাই নি। এই লেখাটাও বাসে বসে লিখছি এখন। যাই হোক দিদিভাইয়ের জন্য এই কাজটা আমার তোলা রইলো। একটু অবসরে অবশ্যই করব।

IMG20220625200100.jpg

খুব অল্প সময়ের পরিচয় আমাদের। কিন্তু কিভাবে যেন ভাই বোনের মধুর একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি দুজনেই। আমার জীবনের স্পেশাল মানুষদের মাঝে @tanuja দিদিভাই একজন এটা বলতে কোন বাধা নেই। জীবনের সব থেকে কঠিন সময়ে মাথার ওপর সব সময় ছায়া হয়ে থেকেছে এই মানুষটা। বড় বোনের মত সামলিয়ে সামনের দিকে যাওয়ার সাহস দিয়েছে। হয়তো সে জন্যই উঠে দাড়িয়ে আবার পথ চলছি। আর এজন্যই হয়তো তাকে দিদিভাই বলে ডেকেছি। আজ পর্যন্ত কাউকে আমি দিদিভাই বলে ডাকি নি। হয়তো সবাই সেই জায়গাটা নিতেও পারে না।

IMG20220625200116.jpg

কথা বলে এবং আলাপনে যতটা বুঝেছি খুব ঠান্ডা মাথার একজন মানুষ দিদিভাই। বুঝে শুনে তারপর প্রতিউত্তর। এই ব্যাপারটা আমার দারুণ লাগে। আমিও ভাবি দিদিভাইয়ের এই গুণ টা আমার ভেতর যদি একটু থাকতো! হুট হাট মাথা গরম করে যাতা করে ফেলি। তবে মিথ্যা বলবো না, আমি চেষ্টা করি আজকাল দিদিভাইয়ের মত ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করতে। এমন একজন মানুষের সান্নিধ্যে থাকা টা সত্যিই ভাগ্যের ব্যাপার।

প্রিয় মানুষকে নিয়ে লিখতে বসাটা বোধ হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ। অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু সাজিয়ে কূল পাওয়া যায় না।

কাছের এই মানুষ গুলোর বিশেষ বিশেষ দিন গুলোতে মন চায় তাদের সবাইকে নিয়ে হৈ হুল্লোর করে মেতে থাকি। হ্যাঁ কোন একদিন হয়তো ঠিক সবাই মিলে আনন্দ করব।

দিদিভাই যেন সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে এটাই প্রার্থনা থাকবে আজকের এই দিনে। আর দিদিভাই যেন এই ভাইয়ের মাথায় তার স্নেহের হাতটা সব সময় এভাবেই রাখে এটাই চাওয়া।

Sort:  
 3 years ago 

বৌদির জন্মদিনে এত মধুরতা নিয়ে কিছু কথা লিখলেন যা পড়েই বেশ ভালো লাগছে।একজন মানুষকে কতটা আপন করে নিতে পারলে এরকম কথাগুলো লিখা যায়।আর আপনি দিদিভাই নামে ডেকে সম্পর্কটাকে আরও দৃঢ় করে ফেললেন।ভালো লাগলো দাদা,বৌদিকে আবারও জন্মদিনের শত-কোটি শুভেচ্ছা জানাই।

 3 years ago 

বাহ্ খুব অল্প কথায় দারুন করে গুছিয়ে লিখেছেন তো সব। অনেক চমৎকার ছিল আপনার মন্তব্য টা আপু। এভাবেই পাশে থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে অনেক সম্পর্ক রয়েছে এর মধ্যে সবথেকে মধু সম্পর্ক আছে ভাই বোনের সম্পর্ক।আসলে বোনেরা কখনো ভাইকে ফেলে থাকতে পারে না। শত কষ্টের মধ্যেও ভাইকে বোনরা সব সময় পাশে রাখতে জানে। আপনি যখন দিশেহারা হয়েছিলেন তখন কিন্তু ঠিকই দিদি আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এটাই হলো বোনদের মহত্ব।পাশের আপন মানুষ গুলো সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় সবাই করে ঠিক তেমনি দিদি যেন সবসময় সুস্থ ভালো থাকেন এই কামনাই করি।

 3 years ago 

একদম মনের কথাগুলোই বলেছেন ভাই,, অনেক ভালো থাকবেন। ভালো লাগলো আপনার কথাগুলো সত্যি।

 3 years ago 

বৌদি ভাইয়ের প্রতি অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এবং শুভকামনা রইল আগামী দিনের জন্য। আপনি ঠিক বলছেন সবাই কিন্তু সব স্থান নিতে পারে না।আপনি দিদিভাই বলে সম্বোধন করেছেন এবং সেই স্থানটি দিয়েছেন আসলেই বৌদি ভাই অনেক একজন সুন্দর মনের মানুষ আমি যতটুকু শুনেছি এবং দেখেছি।বৌদি ভাইয়ের পোষ্ট পড়ি মাঝে মধ্যে উনার আচার ব্যবহার ও সব কথার মধ্যে বোঝা যায় উনি একজন সুন্দর মনের মানুষ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মুহূর্তে শুভেচ্ছা জানানোর জন্য।

 3 years ago 

দিদিভাই এর তুলনা দিদিভাই নিজেই। অসাধারণ একজন ব্যাক্তিত্ব এক কথায়। ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে জানাই বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি বলেছেন ভাইয়া পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। যাইহোক বৌদি আমাদের সবাইকে অনেক আপন করে নিয়েছে। আর আমার বাংলা ব্লগে না আসলে হয়তো বৌদির মতো মানুষ খুঁজে পেতাম না।দোয়া করি বৌদির জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার বাংলা ব্লগ আসলেই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এক কথায়। সারাজীবন কৃতজ্ঞ থাকব এই প্ল্যাটফর্মের প্রতি। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রিয় মানুষকে নিয়ে লিখা সত্যি অনেক কঠিন কাজ। আসলে তার সম্পর্কে লিখেও শেষ করা যায় না। আমাদের সকলের প্রিয় বৌদি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। আপনি বৌদির সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন এটাই সবচেয়ে বড় পাওয়া। হয়তো সেই মানুষটির দেখা কখনো পাবোনা। তবে বৌদির জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন বৌদি।

 3 years ago 

সবার সাথে একসাথে সময় কাটানো টা আমার জন্য ভাগ্যের একটা বিষয় ছিল আপু। আসলে পৃথিবী টা গোল। কখন কি হয়ে যায় বলা মুশকিল। তাই আপনার সাথেও দেখা হয়ে যেতেই পারে। অনেক শুভেচ্ছা রইলো আপু।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 3 years ago 

যদিও এর আগেই বৌদিকে জন্মদিনের উইশ করেছি। কিন্তু কিন্তু আবারো বলবো বৌদির জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি দিদিভাই ডাকেন এই বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগে। সত্যি বৌদির জীবনে এই দিনটা হাজারো বছর ফিরে আসুক এটাই কামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই
শুভ জন্মদিন।

প্রিয় বৌদির জন্মদিনের আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রিয় মানুষের সম্পর্ক লেখে শেষ করা যায় না। দোয়া করি বৌদির জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

দোয়া করবেন ভাই,,,,, ভাই বোনের এই মিষ্টি সম্পর্ক যেন অটুট থাকে সারাজীবন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে তো আপনার পোষ্টের মাধ্যমে আমি বৌদিকে তার জন্মদিনের শুভেচ্ছা দিতে চাই, আমরা আপনার পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম তিনি আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি নিজের ভাইয়ের মত আপনাকে সাপোর্ট করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমারও বড় বোন নেই তাই বড় বোনের ভালোবাসা কি রকম সেটা আমার জানা নেই। খুব ভালো লাগলো স্পেশাল দিনে স্পেশাল একটা পোস্ট তবে গানটা কিন্তু এখনো বাকি রইল।

 3 years ago 

আসলে ভাই সময় করে উঠতে পারছি না একদম। তবে গান টা করব অবশ্যই দিদিভাইয়ের জন্য। একটু ফ্রি হয়ে নেই। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

প্রথমেই বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার পোস্টের মাধ্যমে। আসলে ভাইয়া আপনি সত্যিই অনেক ভালো মনের একজন দিদিভাই পেয়েছেন। বৌদিকে আমার খুবই নরম মনের মানুষ মনে হয়। বেশ ভালো লাগে ।আপনার কঠিন সময়ে আপনার মাথার উপর স্নেহের হাত দিয়ে রেখেছেন যিনি তিনি আসলেই তো সব থেকে কাছের মানুষ। দিদিভাই নামটা আসলেই অনেক মধুর ।পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

দিদিভাই বলে ডাকতে পারার মাঝেও এক অন্য রকম ভালোলাগা কাজ করে সত্যি। এই অনুভূতি গুলো প্রকাশ করা খুব কঠিন। দোয়া করবেন আপু। অনেক শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 109876.89
ETH 3849.47
USDT 1.00
SBD 0.57