সন্ধ্যার নিয়ন আলোতে হোটেল রয়েল বেঙ্গল আই টি সি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

কলকাতা শহর যারা ঘুরে দেখেছেন এবং মোটামুটি যার চোখের সামনে একবার হলেও হোটেল রয়েল বেঙ্গল আইটিসি পড়েছে, সে বোধ হয় কিছুক্ষণের জন্য হলেও হা করে তাকিয়ে দেখেছে প্রথমবার। কথাটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। শেষবার যখন কলকাতা গিয়েছিলাম তখন পুরো শহরটা বেশ কয়েকবার বোধ হয় চুষে ঘুরে বেরিয়েছি। প্রথমবার হোটেল রয়েল বেঙ্গল আইটিসি দেখেছিলাম বিকেল বেলায়, বাইকের উপরে ছিলাম তখন। আমি এক কথায় অবাক হয়ে গেছিলাম এর সৌন্দর্য দেখে। সব থেকে মজার ব্যাপার এটাই যে, এই হোটেলটাকে আরেকটা বার দেখার জন্য আমি যে দাদার সাথে ঘুরছিলাম অর্থাৎ দেবাশীষ দা কে বারবার অনুরোধ করছিলাম। আর আমার জ্বালাতনে দাদা দুই বার এই দিক দিয়ে চক্কর দেয়।

আর তারপর যখন আমাদের শ্রদ্ধেয় দাদার সাথে রাতের বেলায় ঘুরছিলাম, সেই মুহূর্তে গাড়ি থেকে যখন হোটেলটা দেখছিলাম রীতিমতো মুগ্ধ হয়ে গেছিলাম। ভারতের স্বাধীনতা দিবসের আগ মুহূর্ত ছিল বোধ হয় তখন। পুরো হোটেলটা সুন্দর করে লাইটিং করেছিল একদম ভারতের পতাকার মতো করে। এত অসাধারণ লাগছিল দেখতে, আমি বলে বোঝাতে পারবো না। সেই ভিডিওটাই আজকে শেয়ার করলাম সবার সাথে। আমার বিশ্বাস ভিডিওটা দেখলে যে কারো ভালো লাগতে বাধ্য।

২০১৯ সালে উদ্বোধন করা হয় হোটেল রয়েল বেঙ্গল আইটিসির। যেটা ভারতের অন্যতম বিলাসবহুল হোটেল গুলোর মধ্যে একটি। প্রায় ৩০ তলা এই হোটেলটিতে মোট কক্ষ রয়েছে ৪৫৬ টি । এই হোটেলে মোট রেস্তোরাঁর সংখ্যা রয়েছে ১২ টি। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি পরবর্তীতে এই হোটেলটি সম্পর্কে। সত্যি বলতে যত দেখেছি তত মুগ্ধ হয়েছি।

এমন একটা জায়গায় হয়তো সময় কাটানো বা থাকার মত চিন্তা করা বা স্বপ্ন দেখা হতো আমার জন্য একটু বেশি বিলাসিতার। তবে সামনে থেকে যে দৃশ্য টা দেখেছি এতে যে চোখের তৃপ্তি আর স্বাদ দুটোই মিটেছে এটা নিঃসন্দেহে বলতে পারি।

Sort:  
 2 years ago 

আপনার ভিডিও ব্লগ টি দেখে খুবই ভালো লাগলো মনে হচ্ছে আসলেও জায়গাটি খুবই সুন্দর।।
চাকচিক্য এবং আলোকসজ্জা দেখে আমার তো ভীষণ ভালো লাগছে।।
আমার দেখা বিলাসবহুল হোটেলের মধ্যে এটাই সেরা।।
যদি কখনো কলকাতায় যাওয়ার সুযোগ হয় তাহলে আপনার এই হোটেলটির কথা যদি আমার মনে থাকে নিশ্চয়ই একবার ঘুরে আসব।।
কেননা একবার দেখে আপনি আবারো দেখার জন্য দাদাকে জ্বালাতন করেছেন। এই জায়গাটি সুন্দর হবে এতটুকুতেই বোঝা যায়।।

 2 years ago 

আসলেই ভাই অনেক সুন্দর। সামনে থেকে দেখেই যেন একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ সত্যি চোখ ধাঁধানো ৷ আমি তো অবাক চোখে দেখছি দাদা ভাই ৷ রয়েল বেঙ্গল আই টি সি তো আলোয়ে আলোকিত ৷ আসলে সত্যি আমারও অনেক ইচ্ছে ভারত যাবার ৷ তবে কবে সেটা পূর্নতা পাবে জানি না ৷ অনেক ভালো লাগলো দাদা ভিডিও টি দেখে ৷

 2 years ago 

একবার গিয়ে ঘুরে আসুন। আশা করি বেশ ভালো লাগবে। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার ভাগ্য ভালো আপনি অনেক কাছ থেকে অনুভব করতে পেরেছেন। কিন্তু আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে বুঝতে পারলাম কতটা সুন্দর রয়েল বেঙ্গল হোটেল আইটিসি। আপনার তো ভাগ্য ভালো আপনি দাদার সাথেও যেয়ে ভ্রমণ করতে পেরেছেন হোটেল টি। বেশ ভালো লেগেছে আপনি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

এটা একদম সত্যি যে আমি এই দিক থেকে অনেকটাই ভাগ্যবান ছিলাম। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ,হোটেল রয়েল বেঙ্গল আই টি সি এর সামনে দিয়ে যাওয়ার সময় এর সৌন্দর্য দেখে একবার হতবাক হয়ে হোটেলের দিকে তাকাতেই হবে ।আমিও যখন হোটেলটির সামনে দিয়ে যাওয়ার সময় প্রথমবার দেখেছিলাম ,এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এখন মনের মধ্যে একটা বাসনা আছে হোটেল টিতে গিয়ে একবার ভালো করে ঘুরে দেখার। আপনার পোষ্টের মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম এই হোটেলটি সম্পর্কে। স্বাধীনতা দিবসের আগের মুহূর্ত ছিল বলে এত অপূর্ব ভাবে সাজিয়ে তুলেছে হোটেলটিকে। যাতে তার সৌন্দর্য আরো বেশি হয়েছে। ভিডিওগ্রাফিটি খুব সুন্দর ছিল ,শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার অনুভূতি টুকু জানতে পেরে। আপনার মনের ইচ্ছা খুব তারাতারি পূর্ণ হোক এটাই চাওয়া। অনেক অনেক ধন্যবাদ।

বেশ কিছুদিন আগে আমাদের সবার প্রিয় blacks দার জন্মদিনে গেছিলাম হোটেল রয়েল বেঙ্গল আই টি সি তে। আসলে এই হোটেলের ভিতরে গেলেই বোঝা যায় যে ভেতরটা কতটা বিলাসবহুল। যেহেতু আগে এখানে যাওয়ার কোন অভিজ্ঞতা ছিল না, তাই আমার কাছে ব্যাপার গুলো পুরোটাই স্বপ্নের মত লাগছিল।

এমন একটা জায়গায় হয়তো সময় কাটানো বা থাকার মত চিন্তা করা বা স্বপ্ন দেখা হতো আমার জন্য একটু বেশি বিলাসিতার।

এমন কোন বিশেষ টাকা লাগে না ভাই। আপনি চাইলেই ওখানে গিয়ে ডিনার করে আসতে পারেন। রাতে থাকার জন্য একটু বেশি খরচ হবে, তবে যদি শুধু খাওয়ার জন্য যান তাহলে তিন হাজার টাকার ভিতর হয়ে যাবে এক জনের জন্য।

 2 years ago 

খাওয়ার খরচ মোটামুটি সাধ্যের মধ্যেই আছে তাহলে। একদিন সুযোগ নেওয়া যেতেই পারে । এবার গেলে ঘুরে আসার চেষ্টা করব অবশ্যই।

তবে ফাইভ স্টার হোটেলের খাবারের ভ্যারিয়েশন প্রচুর পেলেও টেস্ট কিন্তু খুব বেশি একটা ভালো পাবেন না, আগেই বলে দিলাম।🤭

 2 years ago 

বড়লোকদের বাড়ির রান্নার টেস্ট কম ,, এটা জানি তো 😉😉😉

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108794.94
ETH 3840.31
USDT 1.00
SBD 0.62