গন্তব্য এবার ময়মনসিংহ ❤️

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার,,

যে শহরে এসে জীবনের প্রথম স্বাধীন ভাবে চলাফেরা শুরু করেছি সেই পরিচিত শহরে কয়েক বছর বাদে আবার যাত্রা করা। তবে হ্যাঁ কাজের প্রয়োজনেই যাওয়া। ফেলে আসা সোনালী স্মৃতিগুলোকে আরেকটাবার রোমন্থন করার সুযোগটাকে একদমই হাতছাড়া করতে ইচ্ছে করে নি। তাই বেশি কিছু না ভেবে সোজা রওনা দিয়ে দিলাম।

ময়মনসিংহে আগে আড়াইশো থেকে তিনশ টাকা দিয়েই চলে যেতাম বগুড়া থেকে। কিন্তু এবার যাওয়ার সময় ভাড়া দেখে আমার মাথায় হাত। ৫০০ টাকা হয়ে গেছে। ভাড়া শুনে মনে মনে বেশ হাসলাম। সময় আমাকেই কতটা পরিবর্তন করে দিয়েছে আর সেখানে ভাড়া বাড়বে না তাই কি হয়!!

IMG20230130112820.jpg
Location

সকালবেলা খাওয়া-দাওয়া করে আস্তে ধীরেই রওনা দিলাম। ফোনের কন্টাক্ট লিস্ট ঘেটে দেখলাম মোটামুটি বেশ কয়েকটা বাসের ফোন নাম্বার এখনো সেভ করা আছে। সময় হিসেব করে ফোন দিলাম একটা বাসে। আমাকে জানালো ১৫ থেকে ২০ মিনিটের ভেতর ওরা চলে আসবে। আমি আমার জন্য একটা ফাঁকা সিট নিয়ে আসতে বললাম। রাস্তায় অপেক্ষা করতে করতে নির্ধারিত সময়ের মধ্যেই আমার গাড়িটা চলে আসে। তারপর ময়মনসিংহের দিকে ছুটে চলার আনুষ্ঠানিক যাত্রা শুরু।

IMG20230130112306.jpg
Location

পুরো রাস্তায় ভাবছিলাম ফেলে আসা দিনগুলোর কথা। কত আনন্দ আর কত দুষ্টুমি করে সময় গুলো কাটিয়েছি। আশেপাশের পরিবেশগুলো হয়তো এখন অনেকখানি বদলে গেছে। চেনা মুখ হয়তো খুব একটা পাব না। আমার রুমে হয়তো কোন এক জুনিয়র এসে জায়গা করে নিয়েছে। নতুন অ্যাডমিন প্যানেল এসে গেছে অ্যাডমিনে। আমার জায়গাতে আমাকেই হয়তো নতুন ভাবে স্বাগত জানাবে সবাই।

IMG20230130133159.jpg
Location

IMG20230130134741.jpg
Location

সত্যি বলতে সারাটা রাস্তা এসব ভেবে ভেবেই কাটিয়েছি। আর মনে পড়ছিল সেই প্রথম দিনের কথা, যখন আমার মা বাবা এবং দিদি সবাই মিলে আমাকে হোস্টেলে রেখে গিয়েছিল। কতশত স্মৃতি যে চেপে ধরছিল এক সাথে বলে শেষ করতে পারবো না। যাত্রা পথে রাস্তাঘাটে পাশের অনেক স্থাপনাই পরিবর্তন হয়ে গেছে লক্ষ্য করলাম।

IMG20230130115536.jpg
Location

যাই হোক বেশ ভালো ভাবে পৌঁছে যাই আমার ক্যাম্পাসে। তবে যে মোড়ে আমি বাস থেকে নেমেছিলাম ওটা দেখে রীতিমতো চমকেও উঠেছিলাম। এতখানি পরিবর্তন চারপাশে! কল্পনার বাইরে। যাই হোক পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদেরকেউ সবকিছু মানিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক। বাকি কথা না হয় অন্যদিন হবে। আজ এ পর্যন্তই থাক।

Sort:  
 last year 

ভাইয়া যুগের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে, এখন থেকে আরো দুবছর আগের কথা তাহলে ভাড়া দ্বিগুণ হবে এটাই স্বাভাবিক। আর প্রথম স্মৃতি তো প্রথম স্মৃতিই এটা ভুলার মতো নয়।যাইহোক ভাইয়া ভালো মতো ময়মনসিংহ পৌঁছাতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ ভাইয়া।

 last year 

হ্যাঁ আপু সব কিছুতে খরচ এত বেড়ে গেছে যে বলার বাইরে একদম। তবু মানিয়ে গুছিয়ে চলতে হবে আমাদের। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 last year 

আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আর হ্যাঁ অতীতে অনেকদিন কাটানো ফেলে আসা কোন জায়গায় আবার গেলে এরকম অনেক স্মৃতি ভেসে ওঠে। আপনি ভালোভাবে ময়মনসিংহে পৌঁছাতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া পরিবর্তন ই জগতের নিয়ম। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। শুভেচ্ছা রইলো।

 last year 

সময়ের সাথে সাথে সব পরিবর্তন হওয়া টাই স্বাভাবিক ৷ বহু দিন পর সেই চিরচেনা জায়গা , ক্যাম্পাসে ভালো ভাবে পৌঁছেতে পেরেছেন জেনে ভালো লাগলো ৷

 last year 

বেশ ভালো একটা সময় কেটেছে ক্যাম্পাসে। যেটা ভাবতেও পারি নি একদম। অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66217.53
ETH 3316.11
USDT 1.00
SBD 2.70