আজ মনটা অনেক খারাপ

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি বেশি ভালো নেই কারণ আমার জ্বর হয়েছে আজ।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম।আজ আসলে আমার মনটা অনেক খারাপ তাই নিয়ে কিছু কথা শেয়ার করবো। বিগত কয়েকদিন ধরে শরীরটা আমার ভালো যাচ্ছে না। এই শরীর খারাপ নিয়েও কয়েকদিন ধরে ঘুরাঘুরি অনেক করেছি। আসলে দূর্গা পূজোর আগে আমার বোনরা এসেছিল রাজস্থান থেকে তার আগে কখনো কলকাতার দূর্গা পূজো দেখেনি। তাই দেখার জন্যই তারা এসেছিল। তাদের নিয়ে কলকাতায় অনেক ঘুরাঘুরি করেছি। তারপর পূজো শেষে বেশ অসুস্থই হয়ে পড়েছি।তবে অসুস্থতার মধ্যেও বোন এবং বোনের পরিবার নিয়ে টুকটাক আনন্দ করতে কখনোই ভুলে যাইনি। আসলে গতকালকে আমার বোন এবং বোনের পরিবার রাজস্থানের উদ্দেশ্য রওনা করে দিয়েছে। সেই কারণেই মনটা আসলে খারাপ। সব থেকে বেশি মন খারাপ হচ্ছে মাহির কারণে মাহি আমার ভাগ্নি হয়। আসলে সে খুব দুষ্টু আমাদের বাড়িতে আসার পর থেকে সারাদিন দুষ্টুমি করতো। সারাদিন রুমে এসে মামা মামা করে শত রকমের আবদার করতো। কোন সময় তার আত্মার রক্ষা করার চেষ্টা করতাম আবার কোন সময় পারতাম না।তবে তার আবদারের শেষ কখনোই হতো না। বাড়ির ভিতর একটা হৈ হুল্লোড় ব্যাপারটা সব সময় সে ধরে রাখত।

20241015_200616.jpg

20241015_200610.jpg

আজ হঠাৎ করেই বাড়ি শান্ত হয়ে গেছে। গতকাল রাত ৯ টার দিকে তাদের চলে যাওয়ার কারণে। তার কারনে একটা অন্যরকম পরিবেশ বজায় থাকতো বাড়ির মধ্যে। কিন্তু এখন আর সেই ব্যাপারটা বুঝতে পারছি না। খুব একা ফিল হচ্ছে তাদেরকে খুবই মিস করছি। তারা বর্তমানে এখন ট্রেনে রয়েছে। তাদের সাথে কথাও হয়েছে কিন্তু মনটা কোনভাবেই হালকা হচ্ছে না। অনেক কান্না পাচ্ছে তাদের কথা ভেবে আসলে মায়া খুবই অদ্ভুত জিনিস কয়েকদিনের মধ্যেই মায়ার জালে এতটা আবদ্ধ হয়ে গেছি তাদের কথা বারবার মনে পড়ছে। তারা অনেক দূরে থাকে চাইলেই তাদের সাথে সব সময় দেখা করা সম্ভব হয় না। তারা যেই কটা দিন এসেছিল অনেক আনন্দ করে কাটিয়েছে। আজ তাদের চলে যাওয়ার কারণে অনেকটাই খারাপ লাগছে। কোনকিছুই করার ইচ্ছা হচ্ছে না। খুব মিস করছি আমার সেই ভাগ্নি মাহিকে। এতটুকুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার ছিল।

20241015_200635.jpg

20241015_203901.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীস্মৃতিচারণ
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনস্টার মল, মধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

একটা কথা আছে জানবেন জনজামাই ভাগনা কেউ নয় আপনা। যদিও আপনার ভাগ্নির জন্য মন খারাপ করছে সে ভাগনা নয়। হাহাহা মজা করলাম। আসলে বাড়িতে নিজেদের পরের জেনারেশনের ছেলে মেয়েরা যখন থাকে তখন বাড়ির রংটাই অন্যরকম হয়। আপনি সেটাকেই বোঝাই সব থেকে বেশি মিস করছেন। আপনার জ্বর হয়েছে তার মধ্যে ব্লগ লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার ভাগ্নি ও খুব ভালো থাকুক নিশ্চয়ই তারও মামাকে ছেড়ে ভালো লাগছে না।

 11 months ago 

হঠাৎ করে বাড়ি খালি হয়ে গেলে এমন অনুভব হয়। তবে অন্য কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। মনটা একটু অন্যদিকে গেলে হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। আসলে শিশুদের মাহাত্ম্য এটাই। তারা হঠাৎ চলে গেলে বাড়ি খালি হয়ে যায়। সময় এক্ষেত্রে আপনাকে ঠিক করে দেবে। পুজোর পর আমাদের এমনিতেই এমন এক শূন্যতা ভর করে। আনন্দ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। এক জায়গায় আবদার শব্দটি আত্মার হয়ে গেছে। একটু দেখে নেবেন।

 10 months ago 

আসলে আপন মানুষগুলো আমাদের বাসায় আসলে আমরা কতোটা খুশি হই। কিন্তু চলে যাওয়ার পর মনটা একেবারে খারাপ হয়ে যায়। যাইহোক আপনার ভাগ্নীকে নিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন তাহলে। তবে মন খারাপ করবেন না ভাই। ভাগ্নীর সাথে ফোনে বেশি বেশি কথা বলুন। তাহলে মনটা কিছুটা হলেও ভালো হয়ে যাবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111455.86
ETH 4332.82
USDT 1.00
SBD 0.83