বোনদের নিয়ে মলে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি বেশি ভালো নেই কারণ আমার জ্বর হয়েছে আজ।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে মলে ঘুরতে যাওয়া নিয়ে কিছু কথা আসলে তোমাদের সাথে শেয়ার করবো। বেশ কিছুদিন আগে রাজস্থান থেকে আমার বোনরা আমাদের কলকাতাতে ঘুরতে এসেছে। তারা মূলত কলকাতা দূর্গা পূজা দেখার জন্য এখানে এসেছিল। আমাদের কলকাতাতে অনেক বড় করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তাদেরকে নিয়ে দুর্গাপূজার সময় অনেক ঘুরাঘুরি করেছিলাম । দুর্গাপূজার শেষ হয়েছে এই দুইদিন হলো। দুর্গাপূজার শেষ হওয়ার পরে আমরা বোনদের সাথে প্ল্যান করি, একটু মলে ঘুরাঘুরি করার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য যাব। কলকাতায় পূজা দেখার সময় বাইরে খুব বেশি খাওয়ার সুযোগ পায়নি। যাই হোক, গতকালকে এই খাওয়া দাওয়া জন্য স্টার মলের ফুড কোর্টে গেছিলাম। সেখানে আসলে অনেক ধরনের খাবারই পাওয়া যায়। প্রথমে আমরা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে যায়নি, আসলে কে কোন খাবার খাব সেখানে গিয়ে আমরা খাবার। সেখানে গিয়ে আমরা আমাদের জন্য মোমো, কেএফসি চিকেন, কোল্ড ড্রিংকস এগুলো অর্ডার করে খায় এবং একসাথে অনেক গল্প করি এবং ভালো একটা সময় সবাই মিলে কাটায়। এরপর মলের ভিন্ন জায়গা একটু ঘুরে ঘুরে দেখি। আমার বোনের এক মেয়ে আছে, সে কিছু চকলেট পছন্দ করে, এইজন্য মলে ঘুরার সময় তাকে কিছু চকলেট কিনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। মলের সামনে দুর্গা প্রতিমার মূর্তি করেছিল, সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। ঘুরাঘুরি সময় তারও কিছু ফটোগ্রাফি করেছিলাম যা এই ব্লগে তোমরা দেখতে পাবে।

20241015_200715.jpg

20241015_200713.jpg

20241015_200717.jpg

20241015_200719.jpg

20241015_200721.jpg

20241015_200724.jpg

20241015_200727.jpg

20241015_200743.jpg

20241015_185351.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনস্টার মল, মধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72409.48
ETH 2646.43
USDT 1.00
SBD 2.59