নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি আমি শেয়ার করবো। আসলে এটি একটি নৃত্য অনুষ্ঠানের ভিডিওগ্রাফি। বেশ কিছুদিন আগে আমাদের এইখানে আমাদের ধর্মীয় সব থেকে বড় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আসলে দুর্গাপূজো যখন অনুষ্ঠিত হয় সব জায়গায় বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেলের পাশাপাশি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানগুলো প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় খুব সুন্দর ভাবে করা হয়ে থাকে। রাস্তায় চলতে চলতে বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান দেখা যায়। অনুষ্ঠানগুলো খুব ভালোভাবেই করে আর এ অনুষ্ঠানগুলোতে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও অংশগ্রহণ করে থাকে। তবে ছোট বাচ্চাদের একটু প্রাধান্য বেশি দেয়া হয় সাধারণত এই দুর্গাপূজোর সময় অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানগুলোতে। আজকে শেয়ার করা এই নিত্যানুষ্ঠানটির ভিডিওগ্রাফি আমি মধ্যমগ্রাম থেকে ধারণ করেছিলাম। মধ্যমগ্রামে একটি ওভার ব্রিজ রয়েছে তার নিচে বেশ খানিকটা জায়গা রয়েছে তার পাশেই দুর্গাপূজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেখান থেকে একটু এগিয়ে এসেই এই নিত্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। আমি কিছু পূজো প্যান্ডেল দেখে এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই নৃত্য অনুষ্ঠানটা আমার সামনে পড়ে। তখন দেখি রবীন্দ্রসঙ্গীতের তালে তালে একটি শিশু এই নিত্য পরিবেশন করছে। তা দেখে আমি সেখানে দাঁড়িয়ে যাই এবং দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করি এবং একটি ভিডিও ধারণ করে রাখি যা আজকের ব্লগে তোমরা এখানে দেখতে পাবে।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ভিডিওগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।
🌷🌷 সমাপ্ত 🌷🌷
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাচের অনুষ্ঠান থেকে খুব সুন্দর ভিডিও ধারণ করে আমাদের দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে। বেশ কিছুদিন আগে আপনাদের পূজার অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠানে অনেক রকমের আয়োজন ছিল। আপনারা যদি এভাবে বিভিন্ন ধরনের ফটো ভিডিও শেয়ার করেন তাহলে আরো অনেক কিছু জানার সুযোগ হবে আমাদের।
আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু আমি।
শিশুটি ভীষণ সুন্দর নৃত্য পরিবেশন করছে। পুরো ম্যাচটি দেখলাম। মধ্যমগ্রামের এই জায়গা দিয়ে আমি মাঝে মাঝেই পাস করি। কলকাতা এই কারণেই ভারতের কালচারাল ক্যাপিটাল। আমরা নাচ গান এবং সংস্কৃতি নিয়ে থাকতেই ভালোবাসি। সারা পৃথিবী বাঙালিকে এইভাবেই চেনে। অনেক ধন্যবাদ ভাই এমন সুন্দর নৃত্যানুষ্ঠান শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
নৃত্য টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুবই সুন্দর করে নৃত্য অনুষ্ঠান থেকে নৃত্য ভিডিও করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। নৃত্য টি দেখে বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এরকম নৃত্য গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে।
নৃত্য অনুষ্ঠানের এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে তা জেনে আমারও ভালো লাগলো ভাই।
খুব সুন্দর নৃত্য দেখলাম। বাচ্চা মেয়েটি বেশ নাচে সে কথা অনস্বীকার্য। আমাদের বাংলায় পূজার দিনগুলোতে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায়ই দেখা যায় আর দেখতে ভালোও লাগে৷ বাজল তোমার আলোর বেণু গানটিও তো মহালয়া বা পুজোর গান হিসেবেই খ্যাত৷ তাই বলা যায় শিশুটি বেশ মানানসই গান চয়েস করেছে৷ তবে এই গানটি রবীন্দ্রসঙ্গীত নয় আমি যতদূর জানি। এর লিরিক্স লিখেছিলেন বাণী কুমার৷
এটা তো আমার জানা ছিল না দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বিষয় টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে। তাছাড়া এমন নৃত্য দেখে তো আরও বেশি ভালো লাগলো। চমৎকার একটি ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। ভিডিওগ্রাফিটা দেখে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।