কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 10 [শেষ পর্ব]
দেখতে দেখতে "স্মৃতির পাতা থেকে" সিরিজ ফোটোগ্রাফি পোস্টের একেবারে লাস্ট এপিসোডে চলে এলাম । আজকে আমি আরো কিছু আমার পুরোনো ফটোগ্রাফ শেয়ার করতে আপনাদের কাছে আবারো হাজির হয়েছি । পরশু কিছু দীপাবলির ফোটোগ্রাফও শেয়ার করবো আপনাদের মাঝে । দীপাবলি মানেই আলোর উৎসব । মানুষের মনের সব অন্ধকার দূর করে সত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার উৎসব । এ উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উৎসব । কেননা আলোর তো শুধু একটাই ধর্ম, অন্ধকার দূর করা । সেই উৎসবে শামিল হবো আমরা সব ভারতবাসী এই প্রত্যাশা করেই শুরু করছি আমার আজকের এপিসোড ।
ভারতীয় গন্ডার, গরমে বেচারা জলে নেমে পড়েছে । গন্ডারের বপু বিশাল হলেও চমৎকার সাঁতার কাটতে পারে এরা ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
সাদা বাঘ । বাঘটি কিন্তু কোনো সাইবেরিয়ান টাইগার নয় । এটি নিতান্তই রয়েল বেঙ্গল টাইগার, তবে albino ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
চিল । এক সময় প্রচুর পরিমানে ছিলো, বর্তমানে মহা বিপন্ন লিস্টে নাম উঠে গেছে । অদূর ভবিষ্যতে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না এদের । পৃথিবী থেকে একেবারেই হারিয়ে যাবে হয়তো, ঠিক ডোডো পাখির মতো ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
স্পটেড স্টর্ক । উঁচু গাছের ডালে পাতার আড়ালে বসে শ্যেন দৃষ্টিতে লেকের মাছেদের উপর নজর রাখছে ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ঘন সবুজে ভরা প্রান্তরে গাভী চরে বেড়াচ্ছে ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
তারুণ্য ও বার্ধক্য । তুল্যমূল্য ।
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
তনুজার হাতে কী যেন একটা ফুল, কিন্তু অসাম দেখতে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
অর্কিড । বিউটিফুল ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।
শেষ পর্ব শুনে অবাক হলাম এবং ফটোগ্রাফিগুলো চেক করতে চলে আসলাম। স্মৃতির পাতার ফটোগ্রাফিগুলো বেশ উপভোগ করেছি দাদা। আজকের শুরুটা সত্যি অসাধারণ ছিলো, প্রথম দৃশ্যটা অনেক সুন্দর ক্যাপচার করেছেন আর গাভীর দৃশ্যটাতো একশতে একশত দশ। ধন্যবাদ
দাদা, আপনার স্মৃতির পাতার সকল পর্বের ফটোগ্রাফি গুলোই দূরদান্ত ছিল।।আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।প্রথম ছবিটা অনেক সুন্দর লাগছিল তবে গরুর এবং বাঘের ছবিটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে।
তাছাড়া সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি মানেই দূরদান্ত।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা, এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল।
আমি আমার জীবনে কখনও সাদা বাঘ দেখিনি এবং আমি আশা করি এর মুখোমুখি হবে না। কারণ আমি নিশ্চিত যে বাঘ আমাকে খেয়ে ফেলবার আগেই আমার হার্ট অ্যাটাক হবে।
আমার দেশে বেশিরভাগ চিড়িয়াখানা তাদের দরজা বন্ধ করে দিয়েছে, কিছু মহামারীর কারণে এবং অন্যরা কারণ প্রাণীদের কলম্বিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল কারণ ব্যক্তিগত বা সরকারী সহায়তা ছাড়া প্রাণী লালন-পালন করা লাভজনক ছিল না, এখন আমার দেশের পর্যটন সাইটগুলি বন্ধ রয়েছে
দাদা বৌদির হাতের ফুলটার নাম হলো কাঠগোলাপ।আমার ও খুব প্রিয় এই কাঠগোলাপ ফুলটি।
এই কথাটা ১০০% ই সঠিক। আলোর কোনো ধর্ম হতেই পারেনা। আমাদের জীবনে আলো আসে শুধুমাত্র অন্ধকারকে দূর করার জন্য। আর আমাদের জীবনের লক্ষ্য ও তাই হওয়া উচিত। জীবন থেকে অন্ধকারকে দূর করে আলোকিত করতে চাই।
"স্পটেড স্টর্ক । উঁচু গাছের ডালে পাতার আড়ালে বসে শ্যেন দৃষ্টিতে লেকের মাছেদের উপর নজর রাখছে ।" এই ছবিটি বেশি সুন্দর লেগেছে। তাছাড়া বাকি ছবি গুলোও সুন্দর। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আমি ভেবেছি গন্ডার পানিতে ডুবে যাচ্ছে কিন্তু পরে দেখলাম যে গন্ডার সাঁতার কাটতে পারে এত মোটা গন্ডার কিভাবে সাঁতার কাটে তাই তো বুঝতে পারলাম না। সাদা টাইগার ঘুমিয়ে আছে তারপরও দেখে ভয় লাগছে মনে হয় এখনই উঠে গর্জন করে উঠবে। প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর হয়েছে দাদা। তারুণ্য বার্ধক্য ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাট গোলাপ ফুলটা আমার খুবই পছন্দের একটি ফুল দেখতে এত ভালো লাগে। ফুলের ছবিটা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।
দাদা আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ দেখে চোখ জুড়িয়ে যায়। আমার কাছে প্রত্যেকটি ছবি খুব ভালো লেগেছে। তবে এর মধ্যে ঘন সবুজে ভরা প্রান্তরে গাভীর ঘুরে বেড়ানোর ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সত্যি দাদা খুব উপভোগ করেছে আপনার তোলা সবগুলো ছবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকেরগুলো চমৎকার হয়েছে। খুব ভালো লাগতো আপনার ফটোগ্রাফিগুলো দেখতে। ঘন সবুজে গভীর চড়ে বেড়ানো ছবিটা অসাধারণ হয়েছে। তাছাড়া পাতার, ফুলের ছবি কি বলবো। সবগুলোই সুন্দর হয়েছে।আর আজকে শেষ পর্ব শুনে একটু মন খারাপ হলো।
শেষ হলেও আশা করি সামনে আরো ছবি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে দাদা।
প্রতিটি ফটোগ্রাফি দক্ষতার পরিচয় দিয়েছে। এত্তো সুন্দর ফটোগ্রাফি করেন দাদা আপনি! অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে দাদা। উপভোগ করলাম তৃপ্তিসহকারে।
খুবই খারাপ লাগছে "স্মৃতির পাতা"আজকে বিদায় নিতে চলছে! পশু পাখির ছবি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বৌদির হাতে কাঠগোলাপ অনেক সুন্দর লাগছে। সত্যি দাদা আপনার স্মৃতির পাতা এই অ্যালবামটি দারুণভাবে উপভোগ করেছি। আসা করছি কোন একদিন আবারো হাজির হবেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে।