দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৫(বাংলা সাহিত্য)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ : (বাংলা সাহিত্য)


০১. বাংলার এক অতি বিখ্যাত এবং সুপ্রাচীন শিশু পত্রিকার নাম হলো "শিশু সাথী" । এই পত্রিকার প্রকাশক কোন প্রকাশনী সংস্থা ?

০২. এক বিখ্যাত সাহিত্যিক এর লেখায় বারবার "দিকশূন্যপুর" নামে এক কাল্পনিক জায়গার নাম এসেছে । তাঁর অনেকগুলি উপন্যাসে এই দিকশূন্যপুর-এর উল্লেখ আছে । কে এই বিখ্যাত সাহিত্যিক ?

০৩. বাংলা ভাষায় সর্বপ্রথম ননসেন্স পোয়েট্রি লিখে অতি বিখ্যাত হয়েছেন কোন শিশু সাহিত্যিক ?

০৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি উপন্যাসের এক কেন্দ্রীয় এবং রহস্যময় চরিত্র "হোসেন মিঞা" । বলতে হবে এই হোসেন মিঞার অর্থ রোজগারের উৎস কি ?

০৫. "বুজছসনি প্যালা, বাঘেও রাষ্ট্রভাষা কয় ! "হাম হাম" - মানে কী ? "আমি আমি", যে সে পাত্তর নয়, সাইক্ষ্যাত বাঘ । আর বিড়ালে ইঁন্দুররে ডাইক্যা কয় - "মিঞা আও, মিঞা আও", আইসো ইঁন্দুর মিঞা, তোমারে ধইরা চাবাইয়া খামু । আর কুত্তায় কয় - "ভাগ ভাগ হো, পলা পলা, নইলে তোর ঠ্যাঙে একখান জব্বর কামড় দিমু হ ।" - এই ডায়ালগটি কোন উপন্যাসের কোন চরিত্রের ?

০৬. "আমার এই 'ভবঘুরে' জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে !" - কোন বিখ্যাত লেখকের কোন বিখ্যাত উপন্যাসের প্রথম লাইন ?

০৭. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলো যে সে মরে নাই ।" - কার লেখা ? গল্পটির নাম কি ?

০৮. "তিনজনেই খালি নির্বাক হইয়া বসিয়া রহিল, তাহার পর তাহদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনাআপনি উঠানের এককোণে আবদ্ধ হইয়া পড়িল.যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায়পাতায় শিরায়-শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের-হাত-পোতা পুঁইগাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া, কচি-কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাছা হইতে বাহির হইয়া দুলিতেছে...সুপুষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর!.." - বাংলা সাহিত্যের কোন বিখ্যাত গল্পের অংশবিশেষ এটি ? কার লেখা ?

০৯. মহা শ্মশান । দাউ দাউ করে জ্বলছে চিতা কাষ্ঠ । সেই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মহাপুরুষের নশ্বর দেহ । আর চিতার প্রজ্জ্বলিত কাঁপা কাঁপা সেই অতি স্বল্প আগুনের আলোকে আর এক মহান পুরুষ কাঁপা কাঁপা হাতে লিখে চলেছেন এক শ্রদ্ধাঞ্জলি "রবিহারা" । চোখে জল, এলো হাওয়ায় উড়ছে অবিন্যস্ত কেশরাশি ।

"দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত-পথের কোলে,
শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে
উদাস গগন-তলে ।
বিশ্বের রবি, ভারতের কবি,
শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।"

কার মৃত্যুতে কে লিখছেন ?

১০.

"শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
‘লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।’

  • দুই লাইনের এই ক্ষুদ্র কবিতার রচয়িতা কে ? কবিতার নাম কি ?

✡ ধন্যবাদ ✡













Sort:  
Loading...
 2 years ago 

১. আশুতোষ লাইব্রেরী
২. সুনীল গঙ্গোপাধ্যায়
৩. সুকুমার রায়
৪. অসৎ উপায় আর ব্যবসা।
৫. চারমূর্তির অভিযান, হাবুল সেন
৬. শ্রীকান্ত, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
৭. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জীবিত ও মৃত
৮. পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. কবিতা রবি হারা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে তাকে উৎসর্গ করে লেখা।
১০. ক্ষুদ্রের দম্ভ, রবীন্দ্রনাথ ঠাকুর

 2 years ago 

১.কিশোর ভারতী
২.সুনীল গঙ্গোপাধ্যায়
৩.সুকুমার রায়
৪.ধান , পাট , বিড়ির পাতা , তামাক , গুড় , চিনি , মসলাপাতি , চোরাকারবারি ইত্যাদি ব্যবসা।
৫.হাবুল, চার মূর্তি অভিযান।
৬.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত (প্রথম পর্ব) উপন্যাসের প্রথম লাইন।
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
গল্পের নাম: জীবিত ও মৃত
৮.পুঁই মাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম লিখেছেন।
১০.ক্ষুদ্রের দম্ভ - কাব্যগ্রন্থ (রবীন্দ্র)
রবীন্দ্র রচনাবলী – রবীন্দ্রনাথ ঠাকুর

 2 years ago 

(১) বাংলার এক অতি বিখ্যাত এবং সুপ্রাচীন শিশু পত্রিকার নাম হলো "শিশু সাথী" আর বৃন্দাবন ধর এন্ড সন্স প্রাইভেট লিমিটেড।( প্রকাশ কাল - ১৩২৯)
(২)নীললোহিতের অনেক জায়গাতেই "দিকশূন্যপুর" নামে এক কাল্পনিক জায়গার নাম আছে। আর এই বিখ্যাত সাহিত্যিক নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়।

(৩)বাংলা ভাষায় সর্বপ্রথম ননসেন্স পোয়েট্রি লিখে অতি বিখ্যাত হয়েছেন সুকুমার রায়।
(৪)রহস্যময় ব্যবসা ,নৌকার পাটাতনের নিচে ধান , পাট , বিড়ির পাতা , তামাক , গুড় , চিনি , মসলাপাতি , আফিম রকমারি। নানাদিকে উপার্জন সৎ ও অসৎ উপায় দুইটায়। একটি দ্বীপের ইজারাদার ও।
(৫) চার মূর্তির অভিযান উপন্যাসের হাবুলের চরিত্র।
(৬) বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত
শ্রীকান্ত উপন্যাসের প্রথম লাইন।
(৭) রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা ,জীবিত ও মৃত গল্পে।
(৮) বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর পুঁই মাচা গল্পের অংশবিশেষ।
(৯) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা।

(১০) রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা ক্ষুদ্রের দম্ভ কবিতা।

 2 years ago 

প্রশ্ন গুলোর উত্তর নিচে দেওয়া হলো👇

১.)উত্তর :বৃন্দাবন ধর এন্ড সন্স প্রাইভেট লিমিটেড।
২.)উত্তর :সুনীল গঙ্গোপাধ্যায়।
৩.)উত্তর :সুকুমার রায়।
৪.)উত্তর :ব্যবসা।
৫.)উত্তর :চারমূর্তি অভিজান টেনিদা হাবুলের।
৬.)উত্তর :শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত।
৭.)উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর। জীবিত ও মৃত।
৮.)উত্তর :গল্প পুই মাচা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা।
৯.)উত্তর :রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম।
১০)উত্তর :কণিকার অন্তর্গত ক্ষুদ্রের দম্ভ,লেখক রবীন্দ্রনাথ ঠাকুর৷

 2 years ago 

১.কিশোর ভারতী
২.সুনীল গঙ্গোপাধ্যায়
৩.সুকুমার রায়
৪.ব্যাবসা
৫.টেনিদা উপন্যাসের, টেনিদার। নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৬.শ্রীকান্ত/শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭. জীবিত ও মৃত
৮.পুঁইমাচা/বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজি নজরুল ইসলাম লিখেছেন।
১০.কণিকার অন্তর্গত ক্ষুদ্র দম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুর

 2 years ago 

১.বৃন্দাবন ধর এন্ড সন্স প্রাইভেট লিমিটেড
২.সুনীল গঙ্গোপাধ্যায়
৩.সুকুমার রায়
৪.বিভিন্ন ধরনের রকমারি ব্যবসা।ধান,পাট, তামাক ইত্যাদি নানা জিনিস বিক্রি।কিছু অসৎ উপায় ও আছে।
৫.চারমূর্তি অভিজান।হাবুলের ডায়লগ।
৬."শ্রীকান্ত"।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭. "জীবিত ও মৃত"।রবীন্দ্রনাথ ঠাকুর
৮. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা গল্প "পুই মাচা"।
৯.রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম।
১০.রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা "ক্ষুদ্রের দম্ভ"।

 2 years ago 
  1. বৃন্দাবন ধর এন্ড সন্স প্রাইভেট লিমিটেড
  2. সুনীল গঙ্গোপাধ্যায়ের
    3 সুকুমার রায়
    4 অসৎ উপায়ে বিভিন্ন ধরণের ব্যাবসা। এগুলো গোপনের জন্য কিছু ভালো ব্যবসা
  3. চারমূর্তি অভিজান।হাবুলের
    6 শরৎ চন্দ্র চট্টপাধ্যায় এর শরৎ রচনাবলী শ্রীকান্তের প্রথম পর্ব
    7জীবিত ও মৃত’
    8 পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    9 রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন
    10 রবীন্দ্রনাথ ঠাকুর, কণিকা কবিতা

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88985.87
ETH 3290.31
USDT 1.00
SBD 2.98