কবিতা "বুনো টিয়া"
Copyright-free Image source : Pixabay

কবিতা "বুনো টিয়া"

💘
♡ ♥💕❤
কাঁদো হৃদয় তুমি কাঁদো,
বেদনার অশ্রুজলে সিক্ত করো;
ভুল যে করেছে তার জন্যই তুমি কাঁদো ।
বুকে আমার হিমেল হাওয়া,
শীতার্ত হৃদয়, শীতঘুমে দিন করছে পার একে একে;
তাকে উষ্ণ করো ।
বহুদিন আগে আমি একটি টিয়া পুষেছিলাম,
আমার পাঁজরের অদৃশ্য খাঁচায় তাকে
বন্দী করেছিলাম ।
বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।
তারপরে ভালোবাসার অদৃশ্য বলয় ছেড়ে,
উড়াল দিয়েছে সে নীল আকাশের বুকে ।
ফেরাতে চেয়েছি তাকে ।
ভালোবাসার সেই উদগ্র আহবান উপেক্ষা করার
শক্তি আসেনি তার হৃদয়ে ।
ডানা তার অবশেষে শিথিল হলো ।
মুখ ফেরালো সে আমার খাঁচার পানে,
আরো একবার সে বরণ করে নিলো,
তার বন্দীদশা ।
এবার আর তাকে আমি খাঁচায় বন্দী করিনি,
শুধু প্রেম-সোহাগের সূক্ষ সুতায়
তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছি ।
অবশেষে সে পোষ মেনেছে,
বুনো টিয়া আজ আপন হয়েছে ।
হার মেনেছে সে আমার ভালোবাসার কাছে
তার সমগ্র সত্ত্বা ।
আর তাকে বাঁধবো না কোনোদিন,
আটকে রাখবো না খাঁচায়;
অনন্ত ফাগুন সৃজন করে
রাখবো তাকে সেথায় ।
♡ ♥💕❤
Thank You for sharing Your insights...
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা সেই কলেজ জীবনে একটি কবিতা লিখেছিলাম। যেটা কিছুদিন আগে আপনাকে উৎসর্গ করে এই কমিউনিটিতে প্রকাশ ও করেছিলাম। এরপর আর কোন দিন কবিতা লিখিনি। আপনার কবিতাগুলো পড়ে ইচ্ছে হয় 2/4 টা লিখি। একটু ফু দিয়ে দেন যাতে কবিতারা আমার কাছে ধরা দেয়🤪। ভালোবাসা রইল
Thank You for sharing...
দাদা আপনি কবিতার মধ্যে এত অসাধারণ কিছু লাইন লেখেন তা সত্যিই অভাবনীয়। কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে রয়েছে গভীর ভাবার্থ। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
শ্রদ্ধেয় দাদা, আশাকরি ভাল আছেন? আপনার বুনো টিয়া কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ হয়েছে। আসলে কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার মাঝে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
দাদা আপনার বুনো টিয়া কবিতাটি চমৎকার হয়েছে। বেশ ভালো লেগেছে কবিতাটি ।প্রতিটি লাইনেই যেন বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে। তবে এই কয়টা লাইন অনেক বেশি ভালো লেগেছে।
বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।
সব মিলিয়ে খুবই চমৎকার লেগেছে।ধন্যবাদ আপনাকে।
Thank You for sharing...
কিভাবে যে এত অল্প সময়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেন তাই মাথায় আসে না। আমি মাঝেমধ্যে আপনার কবিতা লেখা দেখে চিন্তা করি যে একটি কবিতা লিখবো। কিন্তু এক লাইন তো দূরের কথা এক অক্ষরও মুখে আসে না। যাইহোক কি আর করার আপনাদের কবিতা পড়েই খুশি হই।
খুব সুন্দর একটি কবিতা,নামটা ও বেশ সুন্দর।
লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে।বাস্তবতা সাথে অনেকটা মিল।ধন্যবাদ।
আপনার লেখা কবিতাগুলো সবসময়ই আমার কাছে খুবই ভালো লাগে দাদা। তেমনই আপনার লেখা এই কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রত্যেকটি লাইন যেন মনের ভিতরে গেঁথে গেল। সত্যিই অসাধারণ হয়েছে দাদা এই কবিতাটি।
আহা দাদা ব্যর্থ-প্রেমের-গল্প আপনার কবিতায় ফুটে উঠেছে। আমাদের সবার জীবনে প্রেম আসে ভালবাসা আসে আবার কখন যে সে চলে যায় আমাদের ছেড়ে তা বুঝতে পারিনা। প্রথম প্রেম বা ভালবাসাকে আমরা এত যত্নে আগলে রাখি তাকে কখনো হাতছাড়া করতে চাইনা। আমাদের অনেকেই অনেক সেক্রিফাইস করে কিন্তু তারপরও যখন সেই পাখিটি উড়ে চলে যায় তখন অনেকেই দুমড়ে-মুচড়ে নিজেকে শেষ করে দিতে চাই।
বুকের বাঁ পাঁজরের আঁকা সপ্নগুলো নিমিষেই যেন নিরাশ হয়ে যায়। আপনার কবিতাগুলো বরাবর আমাকে মুগ্ধ করে আমি অনেক মনোযোগ সহকারে আপনার কবিতাগুলো পড়ি আপনার মনের অনুভূতি গুলো অসাধারণ দাদা কবিতা লিখতে হলে মনে অনুভূতি ও চিন্তাশক্তিকে এক করতে হয়। আপনি খুব ভালভাবেই করে দেখান। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Thank You for sharing...