কবিতা "বুনো টিয়া"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "বুনো টিয়া"



💘


♡ ♥💕❤

কাঁদো হৃদয় তুমি কাঁদো,
বেদনার অশ্রুজলে সিক্ত করো;
ভুল যে করেছে তার জন্যই তুমি কাঁদো ।

বুকে আমার হিমেল হাওয়া,
শীতার্ত হৃদয়, শীতঘুমে দিন করছে পার একে একে;
তাকে উষ্ণ করো ।

বহুদিন আগে আমি একটি টিয়া পুষেছিলাম,
আমার পাঁজরের অদৃশ্য খাঁচায় তাকে
বন্দী করেছিলাম ।

বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।

তারপরে ভালোবাসার অদৃশ্য বলয় ছেড়ে,
উড়াল দিয়েছে সে নীল আকাশের বুকে ।
ফেরাতে চেয়েছি তাকে ।

ভালোবাসার সেই উদগ্র আহবান উপেক্ষা করার
শক্তি আসেনি তার হৃদয়ে ।
ডানা তার অবশেষে শিথিল হলো ।

মুখ ফেরালো সে আমার খাঁচার পানে,
আরো একবার সে বরণ করে নিলো,
তার বন্দীদশা ।

এবার আর তাকে আমি খাঁচায় বন্দী করিনি,
শুধু প্রেম-সোহাগের সূক্ষ সুতায়
তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছি ।

অবশেষে সে পোষ মেনেছে,
বুনো টিয়া আজ আপন হয়েছে ।
হার মেনেছে সে আমার ভালোবাসার কাছে
তার সমগ্র সত্ত্বা ।

আর তাকে বাঁধবো না কোনোদিন,
আটকে রাখবো না খাঁচায়;
অনন্ত ফাগুন সৃজন করে
রাখবো তাকে সেথায় ।

♡ ♥💕❤


Sort:  

Thank You for sharing Your insights...

 2 years ago 

আপনার সাথে আমিও সহমত পোষণ করবো, আমরা কেবল জোর করে ধরে রাখতে চায়। জোর করে বেঁধে আদতে ভালোবাসা মেলেনা। ভালোবাসা মেলে মুক্তি দিলে। আমরা মুক্তি দিতে পারিনা, ঠিক এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ি, আর যাবতীয় সমস্যা তখনই দাড়ায়। আমরা নিজেও ভালো থাকিনা, হতাশাগ্রস্থ হয়ে পড়ি। কিন্তু একবার যেদিন মুক্তি দেওয়ার মত ক্ষমতা অর্জন করি - সেদিন থেকে আমরা ভালো থাকতে শুরু করি। মানসিক শান্তিও ধীরে ধীরে আসতে শুরু করে। প্রিয় মানুষটাও ফিরে আসতে চায়। তাই মুক্তিতে ভালোবাসা - এই ভীষণ সত্যটা আমাদের মেনে নিতে হবে।

Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago (edited)

দাদা সেই কলেজ জীবনে একটি কবিতা লিখেছিলাম। যেটা কিছুদিন আগে আপনাকে উৎসর্গ করে এই কমিউনিটিতে প্রকাশ ও করেছিলাম। এরপর আর কোন দিন কবিতা লিখিনি। আপনার কবিতাগুলো পড়ে ইচ্ছে হয় 2/4 টা লিখি। একটু ফু দিয়ে দেন যাতে কবিতারা আমার কাছে ধরা দেয়🤪। ভালোবাসা রইল

 2 years ago 

বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।

দাদা আপনি কবিতার মধ্যে এত অসাধারণ কিছু লাইন লেখেন তা সত্যিই অভাবনীয়। কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে রয়েছে গভীর ভাবার্থ। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago (edited)

শ্রদ্ধেয় দাদা, আশাকরি ভাল আছেন? আপনার বুনো টিয়া কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ হয়েছে। আসলে কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার মাঝে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

 2 years ago 

দাদা আপনার বুনো টিয়া কবিতাটি চমৎকার হয়েছে। বেশ ভালো লেগেছে কবিতাটি ।প্রতিটি লাইনেই যেন বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে। তবে এই কয়টা লাইন অনেক বেশি ভালো লেগেছে।

বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।

সব মিলিয়ে খুবই চমৎকার লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কিভাবে যে এত অল্প সময়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেন তাই মাথায় আসে না। আমি মাঝেমধ্যে আপনার কবিতা লেখা দেখে চিন্তা করি যে একটি কবিতা লিখবো। কিন্তু এক লাইন তো দূরের কথা এক অক্ষরও মুখে আসে না। যাইহোক কি আর করার আপনাদের কবিতা পড়েই খুশি হই।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা,নামটা ও বেশ সুন্দর।

বহু যত্নে, বহু ভালোবাসায় তাকে
আগলে রেখেছিলাম ।
বুঝিনি কখন আমার বুকের পাঁজর ঠুকরে ঠুকরে,
খাঁচা ভেঙেছে আমার আদরের পোষা টিয়া ।

লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে।বাস্তবতা সাথে অনেকটা মিল।ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা কবিতাগুলো সবসময়ই আমার কাছে খুবই ভালো লাগে দাদা। তেমনই আপনার লেখা এই কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রত্যেকটি লাইন যেন মনের ভিতরে গেঁথে গেল। সত্যিই অসাধারণ হয়েছে দাদা এই কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66598.01
ETH 3236.65
USDT 1.00
SBD 4.66