হোলি নিয়ে বাল্যকালের স্মৃতি

in আমার বাংলা ব্লগ3 years ago


অনেক দিন আগের কথা । আমি তখন সবে ক্লাস টু-তে ভর্তি হয়েছি । চৈত্র মাসের এক কাকডাকা ভোরে সবে বিছানা ছেড়ে দাঁত মাজতে মাজতে পুকুর ঘাটে ছোটাছুটি করছি । তখনো পর্যন্ত আমি বিপদ সম্পর্কে একেবারেই কিচ্ছুটি টের পাইনি । বিপদ তখন একেবারে খুব নিকটে । আমার ছোটবেলা যে গ্রামে কেটেছে সেখানে আমাদের একটা বিশাল পুকুর ছিলো । দীঘির মতোই বিশাল । বাঁধানো ঘাট ছিলো এক পাড়ে । পুকুরের চারিপাশে অনেক ছোটবড় গাছগাছালির সারি ছিল । নারিকেল, খেঁজুর , মাদার , হিজল , সজনে আর ছিল দুটি বিশাল বট আর তেঁতুল গাছ ।

আমি গ্রাম ছেড়ে চলে আসার আগেই এক বড় ঝড়ে বট আর তেঁতুল গাছ দুটি ভেঙে পড়ে । তো যা বলছিলাম, দাঁত ব্রাশ করতে করতে যেই আমি বড় বট গাছটার কাছে এসেছি অমনি কিছু বুঝে ওঠার আগেই একেবারে ঝটিকা আক্রমণ - গেরিলা আক্রমণ যাকে বলে ।প্রথমেই বট গাছের একটি নিচু ডাল থেকে আক্রমণ - উড়ন্ত গোলা বর্ষণ, আর গুঁড়ির বাম আর ডান সাইড থেকে এক যোগে ambush ।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি হতভম্ব হয়ে আবিষ্কার করলাম যে রঙের স্রোতে এই ভোরে একেবারে নাইয়ে দিয়েছে শত্রুপক্ষ । ইন্দ্র গ্রূপের মতো এ আরেক গ্রূপ - গোপী গ্রূপ । দলনেতা - গোপীনাথ । আমার চাইতে ২ ক্লাস উপরে পড়তো । রাত পোহানোর সাথে সাথেই আমাকে আক্রমণের পরিকল্পনায় এরা লুকিয়ে ছিল বটগাছের আড়ালে । দলে ছিল ৪ জন ছেলে, তার মধ্যে ১ জন আমারই ক্লাসমেট । এর আগে জীবনেও এই ভাবে কেউ রং দিয়ে আমাকে স্নান করিয়ে দেয়নি ।

তারপরেও এই রং ছিল ভয়ঙ্কর রঙ, আবীর গুলে বানানো রঙ নয় । রাসায়নিক রঙ, যা সহজে ওঠে না, তারপরে আবার কাঁচা গাবের আঠা আর কাঁচা খেজুরের রস মেশানো । হাজার সাবান মাখলেও এক সপ্তাহের আগে রং ওঠার কোনো চান্স নেই । আর যে জামা প্যান্টে লাগবে সেটা বাদ দেওয়া ভিন্ন আর কোনো পথ নেই । এই ভয়ঙ্কর রঙে আমাকে একেবারে নাইয়ে দিয়েছে ।

প্রথমটা হকচকিয়ে গেলাম । এরপরে ভীষণ রাগে মাথায় আগুন জ্বলে উঠলো । সবার আগে গোপী কে ধরার চেষ্টা করলাম । কিন্তু, হায়রে, আমি যে গাছে উঠতে জানি না । গোপী গাছের ডালে বসে মিষ্টি মিষ্টি হাসতে লাগলো আর সুমধুর বাক্যবাণ আমার উদ্দেশ্যে নিক্ষেপ করতে থাকলো । সে সুমধুর বাক্যবাণের ঠেলায় আমার মাথায় আবারো আগুন জ্বলে উঠলো । কিন্তু, আমি অসহায় । শেষমেশ বাকি তিনটে শয়তানকে ধরার চেষ্টা করলাম । অনেকটা দৌড়ালাম, কিন্তু তিনজনে তিনদিকে ছড়িয়ে থাকার জন্য সুবিধে করে উঠতে পারলাম না । আর এই সুযোগে গোপীও গাছ থেকে নেমে চম্পট দিয়েছে ।

শেষমেষ, অনেকটা বেলায় রঙ মেখে ভূত হয়ে যখন বাড়ি ফিরলাম , তখন আমার অবস্থা দেখে মা রেগে আগুন । অনেক করে বোঝাতে চেষ্টা করলাম যে আমি মুখ ধুতে গিয়েছিলাম, রঙ খেলতে নয় । তবে সব কিছুই বিফল গেলো । সাত সকালে রঙ মেখে ভূত হওয়ার খেসারত দিতে হলো -- বেশ একচোট হয়ে গেলো । আমি যখন মার খাই তখন দূরে দাঁড়িয়ে গোপীর সে কি হাসি । দেখে রাগে অপমানে আমার চোখে জল চলে এলো ।

আমি প্রতিজ্ঞা করলাম । এর শোধ আমি নেবো । শোধ আমি ঠিকই নিয়েছিলাম । নিজের একটি দলও খুলেছিলাম দোলের দিন বিভিন্ন গ্রূপের সাথে ফাইট করার জন্য । অনুপম, গোবিন্দ, সঞ্জয় এইরকম বেশ কিছু বন্ধু নিয়ে আমাদের নিজেদেরও একটি দল হলো । রঙ আর পিচকারি নিয়ে সে কি ফাইট রে বাবা ।এতদিন পরে লিখতে বসেও দারুন লাগছে সেদিনের রঙীন দিনগুলোর কথা মনে পড়লে -

"দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥"


Sort:  
 3 years ago (edited)

অমনি কিছু বুঝে ওঠার আগেই একেবারে ঝটিকা আক্রমণ - গেরিলা আক্রমণ যাকে বলে ।

দাদা, অনেক ভালো লাগলো আপনার ক্লাশ ২ এর ঘটনা পড়ে। আসলে আমরাও অনেক হলি খেলছি। বিশেষ করে বৈশাখ মাসের প্রথম তিন দিন আমাদের গ্রামে বিশাল মেলা হতো। মেলা বসতো আমাদের স্কুল মাঠেই। তখন সবাই মিলে ওয়াটার গান এর ভেতর রঙিন পানি উঠিয়ে গ্রুপ করে গুলাগুলি খেলতাম। আপনার পোস্ট পড়ে অনেক আগের স্মৃতি মনে পড়ে গেলো। ❣️❣️❣️
 3 years ago 

হোলি নিয়ে বাল্যকালের স্মৃতি বিজরিত গল্প পড়ে খুবই ভালো লাগলো।সকাল ভোরে উঠে এই ধরনের রং দিয়ে গোসল করিয়ে দেওয়া মায়ের কাছে বকানি শোনা যেটা কোন ভাবেই আশা করেননি। গোপী গ্রুপের আক্রমণের শিকার ভালোই হয়েছেন।গোপী গ্রুপ খুবই দুষ্টু প্রকৃতির ছিল সেটা গল্প পড়েই বুঝতে পারলাম। প্রতিশোধ নেওয়ার জন্য নিজের দলগঠনের বিষয় টি ভালো লেগেছে। ছোট বেলায় এই রকম অনেক দলগঠন করেছি।যাইহোক, হলি ডে উপলক্ষে দাদা বাল্যকালের স্মৃতি বিজরিত গল্প পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।❤️❤️

 3 years ago 

দাদা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।আপনার বাল্যকালের হোলি খেলার গল্প পড়তে আমার বেশ মজা লাগছিল।সত্যিই কি অবস্থায় না হয়েছিল আপনার সেদিন গোপীর আক্রমণে ভেবেই হাসি পাচ্ছে।ছেলেবেলাটা সত্যিই মধুর হয় বন্ধুদের সঙ্গে।তবে আবারো যে আপনি দল গঠন করে রং খেলায় মেতে উঠেছিলেন এটি খুবই ভালো স্মৃতি বহন করেছে।তাছাড়া এইরকম পরিস্থিতিতে আমার মা-বাবা ও কোনো বায়না শুনতো না ,উল্টে কষে দিত দুই এক থাপ্পড় সজোরে ঠিক আপনার মায়ের মতো।অথচ যারা অন্যায় করেছে তাদের কিছুই হতো না।খুবই মনে পড়ে এই স্মৃতিগুলো আমার ও।ভালো থাকবেন দাদা,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দাদা শুরুতেই দোল পূ্ণিমার শুভেচ্ছা নিও 🙏। আর বিশ্বাস করো, তোমার লেখাটা পড়ে আমি হাসতে হাসতে শেষ। যেভাবে শুরু করেছো লেখাটা । একদম ফাটাফাটি ছিল 👌। আমি শুধু ভাবছি ওই বয়সেও দল বানিয়েছিলে😊 হিহিহিহি। ছোট বেলার এই স্মৃতিগুলো সারা জীবন সোনায় মোড়ানো থাকবে। কত হাসি পায় আজ এসব মনে হলে বলো❤️। শেষের চারটে লাইন মন ছুয়ে দিল দাদা। অনেক অনেক ভালো থেকো।

Every colony had rival gangs and Holi was wartime. It was the time when we ganged up against each other and found newer ways to defeat the rivals. But, of course, by the end of it all, we were all a bunch of kids having the best time of our lives together. It all ended in our friendships becoming only stronger.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

বাহ টিনটিন বাবু তো বেশ সুন্দর খেলা খেলছে হোলি নিয়ে।কি সুন্দর হাসি। অনেক ভাল লাগছে।সত্যিই অবাক করার মতো আপনি দল গঠন করছিলেন এবং প্রতিশোধ নিয়েছেন। আসলেই দিনগুলো খুব মিস করি। ভালো ভালো দিন খুব সহজেই চলে যায়। আবার যদি ফিরে পেতাম।

 3 years ago 

আসলে দাদা ছোটবেলার স্মৃতিগুলো অনেক মধুর হয়ে থাকে। এখনো কিছু কিছু ছোটবেলার স্মৃতি মনে পড়লে খুব হাসি পায় কি ফাজলামো না করেছি সে সময়। আপনার ছোট বেলায় হোলি খেলার গল্প শুনে অনেক ভালো লাগলো।গোপী গ্রুপ খুবই দুষ্টু প্রকৃতির ছিল সেটা গল্প পড়েই বুঝতে পারলাম। প্রতিশোধ নেওয়ার জন্য নিজের দলগঠনের বিষয় টি ভালো লেগেছে।
মাঝেমধ্যে ছোটবেলার গল্প গুলা শেয়ার করলে মন্দ হয় না। ধন্যবাদ দাদা‌ আপনার গল্প আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি যখন ক্লাস টুতে পড়েন আপনার সাথে অনেক সুন্দর একটি ঘটনা ঘটে যায় দাদা। আপনার উপর অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সহপাঠী সহ আরো বেশ কয়েকজন আক্রমণ করে। আমিতো প্রথমের দিকে পড়ে ভেবেছিলাম হয়তো কোন যুদ্ধের কথা বলতেছেন আপনি। কিন্তু পরে যখন রঙের কথা বললেন তখন হালকা লাগলো যাক এত যুদ্ধ নয়। এ হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর খুনসুটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালোবাসা অবিরাম দাদা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104060.88
ETH 3871.70
SBD 3.28