Indian Museum ভ্রমণ -পর্ব ০৮
Indian Museum ভ্রমণ -পর্ব ০৮
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ০৭
শুভ অপরাহ্ন বন্ধুরা,
শীতের অপরাহ্নের উষ্ণ স্বাগতম সবাইকে । আশা করি সবাই বিন্দাস আছেন ।
আজকের এই অপরাহ্ন বেলায় আমি আবারো আপনাদের সামনে আমার কলকাতা মিউজিয়াম পরিভ্রমণের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি । "মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস" তুলে ধরা হয়েছে সিরিজ আকারে আজ থেকে। কোলকাতা মিউজিয়াম থেকে ধারণকৃত "ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ অষ্টম পর্ব থেকে শুরু করে চলবে বেশ কয়েকটি পর্ব পর্যন্ত ।
চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।
ক্রোম্যাগনোন মানব । ফ্রান্সের পার্বত্য অধিত্যকা তে পাহাড়ি গুহায় বাস করতো এরা । আগুনের ব্যবহার জানতো । গুহার দেয়ালে এরা চিত্রকর্ম করতো ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হোমো ইরেকটাস । এই প্রজাতির মানুষ একেবারে খাঁড়া হয়ে চলা ফেরা করতে পারতো । অনেক উন্নত ছিলো এরা । মধ্য আফ্রিকা অথবা ইউরেশিয়া যে কোনো এক স্থানে এদের উৎপত্তিস্থল ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হোমো হাবিলিস । এদের উৎপত্তিস্থল মধ্য আফ্রিকা । পাথর দিয়ে বাসন কোসন বানানোয় খুবই দক্ষ ছিল এরা ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হোমো নিয়ান্ডারথাল । হোমো নিয়ান্ডারথাল হলো হোমো সাপিয়েন্স আর মিসিং লিংকের মধ্যকার প্রজাতি । এরাই মিসিং লিংকের পর সব চাইতে উন্নততর মানব প্রজাতি ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
নিম্ন-প্রস্তর যুগের নানান প্রস্তর নির্মিত অস্ত্র শস্ত্র । বিভিন্ন আকার ও আকৃতির হাত কুঠার, ছুরি, স্ক্র্যাপার, হারপুন । সবই যুদ্ধ ও শিকারে ব্যবহৃত হতো ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বিভিন্ন বিলুপ্ত প্রাচীন মানব প্রজাতির মাথার খুলি । এখানে আছে - হোমো সাপিয়েন্স (সবার উপরের তাকে), হোমো নিয়ান্ডারথাল (তার নিচের তাকে), হোমো ইরেক্টাস (তার নিচের তাকে), হোমো হাবিলিস (সব চাইতে নিচের তাকে)
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মধ্য-প্রস্তর যুগের নানান প্রস্তর নির্মিত অস্ত্র শস্ত্র । বিভিন্ন আকার ও আকৃতির সেল্ট, রিংস্টোন, স্ক্র্যাপার, ক্লিভার ও হাত কুঠার । সবই যুদ্ধ ও শিকারে ব্যবহৃত হতো ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হোমো সাপিয়েন্স (আধুনিক মানব প্রজাতি) ও হোমো নিয়ানডার্থাল (একটি প্রাচীন মানব প্রজাতি ) এই দুই প্রজাতির মানুষের মাথার খুলি পাশাপাশি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
নিম্ন-প্রস্তর যুগের নানান প্রস্তর নির্মিত অস্ত্র শস্ত্র । বিভিন্ন আকার ও আকৃতির স্ক্র্যাপার, কাটারি ও হাত কুঠার। সবই যুদ্ধ ও শিকারে ব্যবহৃত হতো ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
উচ্চ-প্রস্তর যুগের নানান প্রস্তর নির্মিত অস্ত্র শস্ত্র । বিভিন্ন আকার ও আকৃতির সাইড স্ক্র্যাপার, টুলস ও হাত কুঠার। সবই যুদ্ধ, গৃহ নির্মাণ ও শিকারে ব্যবহৃত হতো ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
দেখতে দেখতে ৮ টি পর্ব হয়ে গেলো। কিন্ত আজকের পর্বের ক্রোম্যাগনোন মানব এর ভাস্কর্যটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আসলে এমন ভাস্কর্য বই পুস্তকে অনেক দেখেছি কিন্তু বাস্তবে দেখা হয় নাই। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে দেখাও হলো এবং নতুন অনেক তথ্যও জানা হলো। অনেক ধন্যবাদ দাদা আমাদের জন্য এতো কষ্ট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️
দেখতে দেখতে আমরা অষ্টম পর্বের চলে এলাম। আজকের এই পর্বটি আমার কাছে সত্যি অনেক অসাধারণ লেগেছে। প্রাচীন মানব প্রজাতির মাথার খুলি। আর আজকের এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম দাদা ও দেখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
আজকের পর্বটার নিদর্শন গুলো আমার কাছে ভালো লেগেছে।কারন এখানে অনেক শিখার কিছু আছে।আজকে পর্ব তে আমরা আদিম কিছু সভ্যতার নিদর্শন দেখলাম।তারা কি ব্যাবহার করত আবার তাদের চেহারা কেমন ছিল। জীবন তাগিদের ক্ষেত্রে কি ব্যাবহার করত তা দেখতে পাইলাম।ধন্যবাদ দাদা আপনাকে এইসব পুরাতন নিদর্শন গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
যেহেতু নতুন পর্ব, তাই নতুন বিষয় জানতে পারছি । পরের পর্ব গুলোর অপেক্ষায় থাকলাম ভাই ।
দাদা আজকের পোস্টটা অনেক শিক্ষনীয় একটি পোস্ট এবং অনেক কিছু জানার আছে। এর থেকে আগেকার দিনের মানুষরা কিভাবে বসবাস করত, তারা কি রকম দেখতে ছিল,সেখান থেকে কিভাবে আজকেরে মানুষ হল , এছাড়াও মধ্য প্রস্তর যুগের নির্মিত অস্ত্রশস্ত্র গুলো ছিল তারা ব্যবহার করত।দেখার মতো ,সত্যিই অনেক কিছু জানার আছে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি শিক্ষণীয় ছবি আমাদের কাছে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। খুব ইন্টারেস্টিং এই জিনিস গুলো।আমি পরের ছবিগুলো দেখার অপেক্ষায় রইলাম।
মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্দ্ধমান ইতিহাস সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো দাদা। আমদের হয়তোবা এই তথ্যগুলো সম্পর্কে সঠিক ধারণা ছিল না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফস উপস্থাপন করেছেন। এই পোষ্টে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। দাদা পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। আর সেইসাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন কিছু ফটোগ্রাফস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস সম্পর্কে জানতে পেরে আমরা অনেক আনন্দিত। দাদা আপনি অনেক শিক্ষনীয় একটি বিষয়ের উপর পোষ্ট করেছেন। এই পোষ্টের মাধ্যমে সকলেই অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারবে। আমি এই পোষ্টটি পড়ার মাধ্যমে এবং ফটোগ্রাফি গুলো দেখার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। তবে মাথার খুলি গুলো দেখতে একটু ভয়ঙ্কর টাইপের। প্রথম যখন দেখেছি তখন একটু ভয় লেগেছিল। আমরা মানব জাতিরা মানবসভ্যতার ইতিহাস সম্পর্কে অনেকটাই জানিনা। এই পোষ্টটি পড়ার মাধ্যমে অনেক কিছু শিখলাম আজকে। অনেক শিক্ষনীয় একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।
প্রিয় দাদা আপনি আমাদের মাঝে পর্ব ০৮ নিয়ে চলে এসেছেন। বরাবরের মতো এবারও প্রতিটা ফটোগ্রাফি সত্যি দাদা খুবই অসাধারণ ছিল।খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন প্রাচীনকালের কিছু জিনিস। সব মিলিয়ে অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
মানব সভ্যতা নিয়ে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি আপনি উপস্থাপন করেছেন দাদা। প্রাচীন সব হাতিয়ার ও মাথার খুলি দেখে ভালই লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
৮ম পর্ব দেখতে হাজির হলাম ☺️
পুরো পোস্টটিতে মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরেছেন। সত্যিই আমাদের আদি মানবদের দেখে বিস্মিত হলাম। আর তাদের বানানো অস্ত্রগুলো অসাধারণ ছিল। বেশ দক্ষতা পরিশ্রমের ফসল এগুলো। এসবের মধ্য দিয়েই মানব সভ্যতা এগিয়ে এসেছে আমাদের পর্যন্ত। যাক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ☺️। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম ♥️