গ্রামের রাস্তায় কিছুক্ষণsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


গ্রামের রাস্তায় মাঝে মাঝে ঘুরতে বেশ লাগে । আজকে দুপুরে খাওয়ার পরে ভাবলুম যাই একটু গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করে আসি । রাতে বেশ ভারী ডিনারের আয়োজন করা হয়েছে । লাইফে প্রথমবার এলুম এই বাড়ি বেড়াতে । দারুন আদর যত্ন চলছে হরদম ।

আসা ইস্তক খাসি, মুরগি, হাঁস কত যে খেয়েছি তার ইয়ত্তা নেই । আজকে রাতে আবার দেখেছি বারবিকিউ পার্টির তোড়জোড় চলছে । তাই ভাবলুম যদি হাঁটাহাঁটি না করি তো খাবো কি করে রাত্রে ? যেই ভাবা সেই কাজ । বেরিয়ে পড়লাম । আমি, তনুজা, টিনটিন আর গ্রামের একটি ছোট্ট ছেলে, আমাদের পথ প্রদর্শক ।

প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে গাঁয়ের স্কুল মাঠে গেলাম আমরা । সেখানে বাচ্চারা ফুটবল খেলছিল । টিনটিন তাদের সাথে খেলবেই খেলবে । কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না তাকে । তাই আমরা স্কুল মাঠ থেকে বেরিয়ে বিপরীত দিকে হাঁটতে লাগলুম ।

ইঁট বিছানো গ্রামের পাকা রাস্তা । পথের দু'ধারে কখনো শস্য ক্ষেত, কখনো ফলের বাগান আবার কখনো পুকুর । হাঁটতে হাঁটতে এ সব গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকলুম । একটা পুকুর পাড়ে তিনটে ছাগল খেলা করছিলো । টিনটিন বাবু দেখে তো মহা খুশি । এক দৌড়ে ধরতে গেলো তাদের । এরপরে আরেকটি পুকুর পাড়ে এক ঝাঁক পাতিহাঁস দেখলুম আমরা ।

পাতিহাঁস দেখে টিনটিনের তো আর আনন্দ ধরে না । "ডাক", "ডাক" - বলতে বলতে ছুট লাগলো তাদের ধরতে । আর মানুষের সাড়া পেয়ে হাঁসগুলোও ডানা ঝাঁপটিয়ে জলের বুকে গিয়ে পড়লো । খুশিতে হাততালি দিয়ে উঠলো আমাদের গোলটুবাবু । বেশ ছোটোখাটো একটা এডভেঞ্চার হয়ে গেলো আজ আমাদের টিনটিনবাবুর ।


পথের ধারে ফলের বাগানের পাশে আমরা ।

তারিখ : ২৮ অক্টোবর ২০২২

সময় : দুপুর ১ টা ১০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


পুকুর ধারে ছাগল ছানারা খেলা করছে ।

তারিখ : ২৮ অক্টোবর ২০২২

সময় : দুপুর ১ টা ৩০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


গ্রামের পথে আমরা থ্রী মাস্কেটিয়ার্স ।

তারিখ : ২৮ অক্টোবর ২০২২

সময় : দুপুর ১ টা ৪৫ মিনিট

স্থান : গ্রাম বাংলা


পুকুর পাড়ে পাতিহাঁসের ঝাঁক ।

তারিখ : ২৮ অক্টোবর ২০২২

সময় : দুপুর ১ টা ৫৫ মিনিট

স্থান : গ্রাম বাংলা


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Sort:  

Dada is powerful and at the same time he is a simple and gentle person too.❣️ And also Tintin baba looks similar to Dada.

 2 years ago 

গ্রাম টা অনেক সুন্দর খুবই নিরিবিলি মনে হচ্ছে দাদা।পথ প্রদর্শক তো বেশ ছোট তাও কি সুন্দর গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে।গ্রামের বাচ্চারা খুব ফাস্ট হয়।খুবই ভালো সময় পার করেছেন গ্রামে।টিনটিন বাবুও না খেলে ছাড়লো না আবার হাস কে বলছে ডাক।সব মিলিয়ে বেশ মজা করেছেন আপনারা ।ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর মুহূর্ত টি শেয়ার করার জন্য।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

বাহ দাদা ভালোই তো সময় কাটাচ্ছেন। আর এরকম বাচ্চাদের খেলতে দেখলে বাচ্চাদেরকে আর ধরে রাখা যায় না। আমার ছেলেও খেলা দেখলে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। একসাথে অনেকগুলো হাঁস দেখলে আমাদেরই ভালো লাগে আর ওতো ছোট বাচ্চা। বারবিকিউ করার জন্য আগে থেকে হেঁটে পেটটা খালি করছেন শুনে আসলেই হাসি পেল। ভালো সময় কাটান সবাই মিলে এই কামনাই করি। ভালো লাগলো আপনাদের সুন্দর সময় কাটছে জেনে।

 2 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। সত্যি দাদা অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আসলে গ্রামের দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে। আর গ্রামের পুকুরে পাড়ে পাতিহাঁসের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

 2 years ago 

দারুন দাদা খুব সুন্দর সময় কাটাচ্ছেন দেখে মনটা আমার ভরে গেলো।কতদিন এমন গ্রাম দেখা হয়না আমার। দিদিকে অনেক বেশি সাবলীল লাগছে। যেখানে যেমনটা মানায় ঠিক তেমন খুব ভাল লাগলো দেখে।গ্রাম হলো শান্তির আশ্রয়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এটা কিন্তু অনেক বড় পাওয়া দাদা। আমরা এটা থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।গ্রামের পথটি অনেক ভাল লেগেছে আমার।টিনটিন বাবু ও খুব আনন্দ পাচ্ছে জেনে ভাল লাগলো। আপনি বারবিকিউ খাবেন তাই হাঁটাহাঁটি করছেন।এমনিতেও কাজের মানুষ যারা তারা কিছু সময় বসে থাকলে মনে হয় অস্থির হয়ে যায়। আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেন এমনটাই আশাকরি। সবাই খুব ভাল থাকবেন,সাবধানে থাকবেন।সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

দাদা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্যেরের মধ্যে এভাবে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। লাইফে প্রথম বার এসে অনেক আদর যত্ন করেছে ও ভালো ভালো খাবার খেয়েছেন জেনে অনেক ভালো লাগল। আসলে দাদা গ্রামের রাস্তা দিয়ে এভাবে হাটতে অনেক ভালো লাগে। আমাদের টিনটিন বাবু পাতিহাঁস গুলো দেখে ডাক ডাক করে ডাকছে। আবার স্কুল মাঠে সবারই সাথে ফুটবল খেলবে,দারুণ ছিল। অনেক ধন্যবাদ দাদা গ্রামের সুন্দর মূহুর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

দাদা,তাহলে আপনারা বেশ ভালোই সময় কাটাচ্ছেন, এবং জমপেশ খাচ্ছেন 🙂।আসলে আমাদের দেশের মানুষ বেশ অতিথি পরায়ন।যাই হোক একটু ফুটবল খেলতে চাচ্ছিলো একটু খেলতে দিতেন, একটা গোল দিয়ে আসতো😉।বাচ্চারা হাঁস, মুরগী, ছাগল দেখলে বেশ খুশি হয়,ভালোই মজা করছে গোলটু বাবুটা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63