সিলেট ভ্রমণ: জাফলং এর পথে (পনের তম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১১ ই মার্চ ২০২৫ ইং
বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের জাফলং।এটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর হতে এই জনপ্রিয় দর্শনীয় স্থানের দুরুত্ব অনেক দূরে, প্রায় পঞ্চাশ কিলোমিটার কিংবা তার কিছু টা কম হবে। আপনারা যারা আমার বিগত দিনের পোস্ট গুলো দেখেছেন তারা হয়তো প্রত্যেকেই অবগত আছেন যে আমি বেশ কিছুদিন আগে সিলেট ভ্রমণে গিয়েছিলাম।প্রথম দিন আমরা সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করার চেষ্টা করেছি এবং দ্বিতীয় দিনে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান জাফলং। আসলে সিলেট শহর থেকে প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা এই জাফলং এ ঘুরতে আসেন।
আমরা মূলত গিয়েছিলাম মোট ছয়জন বন্ধু সহ।তাই আমরা ছয়জন বন্ধু সহ সিলেটের মাজার রোড থেকে একটি লেগুনা ভাড়া করেছিলাম জাফলং যাওয়ার জন্য। আসলে, মাজার রোডের মধ্যে গেলে যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যে কোন ধরনের যানবাহন পাওয়া যায়। আপনারা সেখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী যানবাহন সংগ্রহ করতে পারবেন। যাইহোক, আমরা আমাদের বাজেট অনুযায়ী সেখান থেকে একটি লেগুনা ভাড়া করেছিলাম। আমরা একদম সকাল বেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক দূরের একটি পথ অতিক্রম করে আমাদের কে যেতে হবে, তাই আমরা একটু সকালে বের হয়েছিলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের লেগুনা টি ছেড়ে দেয় সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান জাফলং এর উদ্দেশ্যে।
সিলেট জেলার সৌন্দর্য এতো বেশি সুন্দর যে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাইহোক, আমরা লেগুনায় করে যাওয়ার সময় চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করার চেষ্টা করছিলাম। সৃষ্টিকর্তা আমাদের বাংলাদেশের সিলেট জেলা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করেছেন। চারদিকে শুধু মাত্র সবুজ শ্যামল প্রকৃতি।আর এই সবুজ শ্যামল প্রকৃতি একদম তরতাজা। বিশেষ করে আমার কাছে সিলেটের রাস্তার সৌন্দর্য গুলো একটু বেশি ভালো লেগেছিল। প্রতিটি রাস্তাঘাট একদম অসাধারণ। আমরা সকলেই মিলে গল্প করছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম।লেগুনা ওয়ালা ছিল খুবই আন্তরিক।লেগুনা ওয়ালা আমাদের সাথে পুরোটা পথ জুড়ে গল্প শুনিয়েছেন।
যখন আমরা মাঝামাঝি পথে গিয়েছিলাম, সেখান থেকেই জাফলং এর সুন্দর সুন্দর পাহাড় গুলো দেখা যাচ্ছিল। আমরা লেগুনা থেকে সিলেটের এর সুন্দর সুন্দর পাহাড় গুলো দেখার চেষ্টা করছিলাম। আসলে এর আগে আমি এতো সুন্দর পরিবেশের মধ্যে কখনও ঘুরতে যাইনি।আর এই সিলেটের পাহাড় গুলো আমার মন মস্তিস্ক কে একদম ফ্রেশ করিয়ে দেয়। আপনারা আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী দেখলেই বুঝতে পারবেন সিলেটের রাস্তাঘাট গুলো কতটা সুন্দর ও আকর্ষণীয়। যখন আমরা জাফলং এর কাছাকাছি জায়গায় গিয়েছিলাম, তখন পাহাড় গুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। রেগুনা ওয়ালা একটি সুন্দর জায়গায় তার লেগুনা টি দাড় করায়। আমরা সেখানে নেমে পড়লাম।
আমাদের দেখাদেখি আরো বেশ কয়েকটি লেগুনা দাঁড়িয়ে যায় এই জায়গার মধ্যে। আসলে এই জায়গার সৌন্দর্য কখনো লিখে প্রকাশ করার মতো নয়। আপনারা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝতে পারবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা সেখানে ঘোরাঘুরি করলাম এবং ছবি উঠিয়ে নিলাম। আমরা সেখানে বেশি সময় অতিবাহিত করতে পারিনি। কেননা, আমাদের কে যেতে হবে জাফলং এর মধ্যে। সেখানে আমাদের অনেক সময়ের দরকার রয়েছে।আর এই জায়গা থেকে জাফলং এর দুরুত্ব ছিল কিছুটা দূরে।তাই আমরা আবার লেগুনায় উঠে পড়লাম।লেগুনা ওয়ালা তার নিজ গতিতে লেগুনা চালাচ্ছেন। আসলে এসব পাহাড়ি এলাকায় গাড়ি চালানো কিছু টা কঠিন।
কেননা, এই জায়গার রাস্তা গুলো সামনের দিকে অনেকটা উচু। নতুন চালকেরা এতো সহজে এই রাস্তায় গাড়ি চালাতে হিমশিম খেতে পারেন। যাইহোক, আমরা বেশ দারুন মজা করেছিলাম যাওয়ার পথে।আর যাওয়ার পথে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করার চেষ্টা করছিলাম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1899447889056981272?t=8YoHFo5EBmJ5lr1Puygcjw&s=19
সিলেটের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হলাম।আপনার ফটোগ্রাফিগুলি দুর্দান্ত হয়েছে, তাছাড়া দারুণ সময় পার করেছেন মনে হচ্ছে।জাফলং সম্পর্কে বইয়ে পড়েছি,ধন্যবাদ ভাইয়া।
সিলেট জেলার সৌন্দর্য যে ভীষণ সুন্দর তা আমি জানি ভাই। আসলে আমি ভারতের মেঘালয় থেকে সিলেট জেলাকে দেখেছিলাম। দুটি জায়গা কিছুটা একই। আর সেখানকার পাহাড়ি অঞ্চল সবদিক থেকে ভীষণ আকর্ষণীয়। এই ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে।।
আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ভ্রমণের পোস্ট দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর জাফলং ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ এখানে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগলো৷ এখানে আপনি আজকে এর ১৫ তম পর্বের মধ্যে অনেক কিছু শেয়ার করেছেন৷ আশা করি ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পাবো৷