১০ মিনিটে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা সবাইকে

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। নিজের ইচ্ছায় যখন কিছু করি তখন আসলেই খুব ভালো লাগে। তেমনি আমি আজকে আপনাদের মাঝে একটি পোস্টের বিস্তারিত সব উপস্থাপন করতে যাচ্ছি। যেটা আমি নিজেই করেছি। আপনার মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে , তাহলে একটু চেষ্টা করলেই আপনিও পারবেন। আপনার চেষ্টা ও ইচ্ছার সমন্বয়ে গঠিত হতে পারে নতুন কিছু। তো চলুন আজকের পোস্ট এর বিস্তারিত কিছু আলোচনা করা যাক।

মূল ছবি

IMG_20211106_100033.jpg

উপকরণ

  • রঙিন কাগজ
  • কেচি
  • আঠা
  • পেন্সিল


  • প্রথম ধাপ

IMG_20211104_174317.jpg

IMG_20211105_180712.jpg

IMG_20211105_180452.jpg

IMG_20211104_193326.jpg

প্রথমে আমরা একটি রঙিন কাগজ কে গোল করে কেটে নেব। তারপর কাগজটিতে ফুলের আকৃতি দেওয়ার জন্য পর্যায়ক্রমে ভাজ করে নেব। ভাজ করার পর সেখানে পেন্সিল দিয়ে উল্লেখিত ছবির মত করে আমরা দাগ টেনে নেব। তারপর কেচি দিয়ে সেই দাগ বরাবর আমরা কাগজটিকে কাটবো। কাটার পরে দেখা যাবে এটি একটি ফুলের মত হয়ে গেছে।



  • দ্বিতীয় ধাপঃ

IMG_20211105_183941.jpg

IMG_20211105_184110.jpg

IMG_20211105_184029.jpg

IMG_20211105_184146.jpg

এই ধাপে আমি আর একটি রঙিন কাগজ নিয়েছি চতুর্ভুজ এর মত। তারপর আমি কাগজটিকে ভাঁজ করলাম এবং কাটার সুবিধার্থে কাগজের মধ্যে পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম তারপর দাগ বরাবর আমি পেন্সিল দিয়ে কাগজটি কেটে নিলাম।



  • তৃতীয় ধাপ

IMG_20211106_090433.jpg

IMG_20211106_093620.jpg

IMG_20211106_090453.jpg

IMG_20211106_090759.jpg

তারপর আমরা একটি কালো কাগজ কে লম্বা এবং চিকন করে কেটে নেব। তারপর আমরা রঙিন কাগজের দুটো ফুলকে একসাথে জোড়া লাগিয়ে দেবো ।জোড়া লাগানোর পরে কালো চিকন কাগজের মধ্যে সেই ফুল দুটিকে আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে দিব এভাবে তিনটি ফুল জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20211106_100033.jpg



খুব কাজের ব্যস্ততার কারণে সময় পাচ্ছিলাম না কোন কিছু পোস্ট করার মত তাই হাতে কিছু সময় নিয়ে এই পোস্টটি করলাম আসলে এটি আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। তবে অবশ্যই আমার চেষ্টা থাকবে আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার।

ছবির বিবরণ:-

ছবির বিবরণ:-

আজকের বিষয়কাগজের ফুল তৈরি
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

কোনো কিছু চেষ্টা করাটাই একটা আনন্দের।আপনি খুব সুন্দর ভাবে কাগজের ফুলটি তৈরি করেছেন।
কাগজ কাটিং টা ভীষণ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মন্তব্যের জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারন ফুল বানিয়েছেন ভাই দেখতে খুবই সুন্দর লাগছে।আর আপনি অনেক সুন্দর সহজ ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

আপনি সুন্দরভাবে কাগজের তৈরি ফুল বানিয়েছেন ভাই। আর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। এভাবে আমাদের সাথে আপনিও এগিয়ে চলুন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

কাগজ দিয়ে ফুল তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন ভাইয়া ।

ধন্যবাদ ভাইয়া,
আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুল টি অনেক বেশি সুন্দর হয়েছে ।দেখতে অনেক কালারফুল ও অনেক আকর্ষণীয় লাগছে। আপনি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফুল বানানো টি আমাদেরকে দেখিয়েছেন ।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে।দক্ষতা না থাকলে ১০ মিনিটে এটি তৈরি করা সম্ভব হতো নাহ।ফুল তৈরিতে দেখছি আপনি অনেক এক্সপার্ট।
শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরিটি খুব সুন্দর হয়েছে।আপনার ফুল তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। যা দেখে অতি সহজেই যে কেউ শিখতে পারবে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে আপনার ধাপগুলো সুন্দরভাবে পড়লে এই ফুলটি আবার বানিয়ে দিতে পারবে। শুভকামনা থাকলো ভাই আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কাগজ দিয়ে আপনার তৈরি ফুল টি অসাধারণ হয়েছে। কাগজের কালারটি ও চমৎকার ছিল ।আপনি খুবই দক্ষতার সঙ্গে কাজটি করেছেন। প্রতিটি স্টেপ খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63887.77
ETH 3417.79
USDT 1.00
SBD 2.56