অচেনার উদ্দেশ্যে - নৌকা বাইচের মেলায় #শেষ পর্ব।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
গত পর্বে শেয়ার করেছিলাম আমরা মেলায় প্রবেশ করেছি। বহুদিন পর কোন এক মেলায় আসা হলো। মেলায় ঢুকেই আশেপাশের দোকানগুলো খেয়াল করলাম। এটা একটা বড় বিল। রাস্তার দু'ধারেই পানি। রাস্তাটা খুব বেশি চওড়া না, সুরু একটা রাস্তা। রাস্তার পাশেই হরেক রকমের দোকান বসেছে।
রাস্তার শেষ প্রান্তে যেতেই পারিনি। প্রচুর মানুষ আর প্রচুর দোকান। ছোট ছোট বাচ্চারা এসেছে খেলনা কিনতে। বড়রা দাঁড়িয়ে নৌকাবাইচ দেখছে। অনেকেই আবার খাওয়া-দাওয়ায় ব্যস্ত। মেলাতে অনেক রকমের খাবার আসে। সবই দেখতে লোভনীয় লাগে। মেলায় গেলে হাবিজাবি তেমন খাই না কখনোই। হাবিজাবির ক্যাটাগরিতে ফেলি না শুধু জিলাপি। হাহাহা
মেলাতে ঢুকে প্রতিটা দোকান খেয়াল করে দেখছিলাম কোন দোকানে জিলাপি পাওয়া যায়। দুর্ভাগ্যজনক বিষয় কোন দোকানেই পাচ্ছিলাম না। এখন আমরা সেখানে ছিলাম। আলো একটু পড়তেই সেদিনের মতো নৌকা বাইচের চ্যাপ্টার ক্লোজ হলো। লোকজন মেলা ত্যাগ করতে শুরু করল।
আমরাও ফিরে আসতে লাগলাম। জিলাপি না খেয়ে মেলা থেকে যাওয়াটা কেমন লাগছিল। মেলাতে আসার আগে থেকেই ভেবে রেখেছিলাম যেয়ে জিলাপি খাব। ভাগ্য ভালো একদম শেষ মুহূর্তে যখন একেবারে বেরিয়ে যাব তখন খেয়াল করলাম একটা দোকানে জিলাপি বানানো হচ্ছে।
জিলাপির চেহারা দেখে মনে হলো না খুব ভালোভাবে বানাতে পেরেছে। পরিমাণে অল্প নিয়ে সবাই দু এক পিস করে খেলাম। জিলাপি খেয়ে জিলাপি খাওয়ার সাধ টা মিটলো কিন্তু পারফেক্ট ছিলনা। এবার সবাই গ্যারেজে গিয়ে বাইক নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে মেলায় গিয়ে গরম গরম জিলাপি না খেলে কিন্তু আফসোস থেকে যায়। যাইহোক শেষমেশ জিলাপির দোকান পেলেও, স্বাদ ভালো ছিলো না বলে জিলাপি ভালোভাবে খেতে পারেননি তাহলে। তবে জায়গাটা আসলেই খুব সুন্দর। মেলার দোকানগুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবমিলিয়ে পোস্টটি দারুণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নৌকাবাইচ আমাদের ঐতিহ্য এটা এখন আর দেখাই যায় না। এইজন্যই কোথাও এটার আয়োজন করা হলে অসংখ্য মানুষের সমাগম ঘটে। জিলাপি বলতে মনে পড়ল অনেকদিন এটা খাওয়া হয় না। বিশেষ করে ঢাকাতে কোথায় ভালো মানের জিলাপি পাওয়া যায় সেটা আমার জানা নেই।