ফ্রী ডেলিগেশন সার্ভিসের সর্বশেষ আপডেট।
image source & credit: copyright & royalty free PIXABAY
হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আপনারা ইতিমধ্যেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অনেকগুলো প্রজেক্ট বর্তমানে রানিং রয়েছে। যেগুলো ইউজারদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার জন্য চালু করা হয়েছিল। এমনই একটা প্রজেক্ট যেটি বিশেষ করে নিউ কমার্স দের জন্য বেশি হেল্পফুল, সেটি হচ্ছে ফ্রী ডেলিগেশন সার্ভিস। এই ফ্রী সার্ভিসটি আজ থেকে প্রায় ৮ মাস আগে চালু করা হয়েছিল। ফ্রি ডেলিগেশন সার্ভিস এর মূল উদ্দেশ্য ছিল নতুনদের কিছু স্টিম পাওয়ার ডেলিগেশন করার মাধ্যমে তাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে সাহায্য করা। একটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে রিসোর্স ক্রেডিট (RC)কম থাকায় ওই অ্যাকাউন্টের ওনার চাইলেও অনেক বেশি কমেন্ট, পোস্ট করতে পারে না।
যে সকল ইউজার নিজেদের এঙ্গেজমেন্ট বাড়াতে ইচ্ছুক তাদেরকে ইতিমধ্যেই আমরা যথেষ্ট সাহায্য করতে পেরেছি। উদ্যোগটি গ্রহণ করার দিন থেকে আজ পর্যন্ত অনেকগুলো অ্যাপ্লিকেশন এসেছে । সেগুলো একাউন্টের মধ্যে থেকে রিভিউ করে যেগুলোকে ফ্রী এসপি ডেলিগেশন দেওয়া যায় বলে মনে করা হয়েছে শুধুমাত্র সেগুলোকেই ডেলিগেশন দেয়া হয়েছে ।
এ পর্যন্ত ৩০ জনের বেশি ইউজারকে ফ্রী ডেলিগেশন দেয়া হয়েছে। পূর্বে একবার এই লিস্ট আপডেট করে কিছুসংখ্যক ইউজারকে বাদ দেয়া হয়েছিল, যাদের নিজেদের পাওয়ার যথেষ্ট ছিল । বর্তমানে যারা ফ্রী ডেলিগেশনের আন্ডারে আছে নিম্নে তাদের লিস্ট তুলে ধরা হলোঃ-
ক্রমিক নং | নাম | ডেলিগেটেড এসপির পরিমাণ | সময় |
---|---|---|---|
১ | @abidatasnimora | 60 | 2022-05-06, 14:58 |
২ | @mayedul | 50 | 2022-03-06, 10:55 |
৩ | @sadiahaque | 50 | 2022-03-30, 21:33 |
৪ | @mithila-akter | 50 | 2022-05-10, 14:01 |
৫ | @rabbirs | 50 | 2022-05-17, 23:54 |
৬ | @rubayat02 | 50 | 2022-05-25, 13:41 |
৭ | @rituamin | 40 | 2022-06-03, 11:54 |
৮ | @maksudakawsar | 20 | 2022-06-13, 15:51 |
৯ | @jaforshanto | 12 | 2022-03-04, 12:34 |
১০ | @rahman44 | 11 | 2022-03-04, 12:35 |
১১ | @farhanatonni | 10 | 2022-03-04, 12:33 |
যাদেরকে ফ্রী ডেলিগেশন দেয়া হয়েছিল তাদের প্রত্যেকের একাউন্ট আজ পুনরায় রিভিউ করা হয়েছে। যাদের এসপি অনেক বৃদ্ধি পেয়েছে বা যারা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে বা যারা যথেষ্ট এঙ্গেজমেন্ট করছে না তাদের থেকে ডেলিগেশন ক্যানসেল করে দেওয়া হয়েছে।
যাদের অ্যাকাউন্টে এখনও ডেলিগেশন রয়ে গেছে তাদের লিস্ট নিম্নে তুলে ধরা হচ্ছে। এই অ্যাকাউন্ট গুলোতে পর্যাপ্ত এসপি হয়ে গেলে ফ্রী ডেলিগেশন তুলে নেয়া হবে।
ক্রমিক নং | নাম | ডেলিগেটেড এসপির পরিমাণ | সময় |
---|---|---|---|
১ | @mayedul | 50 | 2022-03-06, 10:55 |
২ | @mithila-akter | 50 | 2022-05-10, 14:01 |
৩ | @rabbirs | 50 | 2022-05-17, 23:54 |
৪ | @rituamin | 40 | 2022-06-03, 11:54 |
৫ | @maksudakawsar | 20 | 2022-06-13, 15:51 |
যাদের এসপি অনেক কম কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চাচ্ছেন তারা এখনো ফ্রি ডেলিগেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন। পোস্ট লিংক আবেদন করার পর আমরা রিভিউ করে দেখব। যদি আপনি যোগ্য হন তাহলে ফ্রি ডেলিগেশন পাবেন। ধন্যবাদ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আসলেই নতুন সদস্যদের জন্য এই সার্ভিসটি খুবই কাজের। কেননা তাদের কে প্রথমে যে পরিমাণ এসপি দেয়া হয় তাতে যথেষ্ট পরিমাণে কমেন্ট করা যায় না। এ অবস্থায় এই সার্ভিসটি কাজের ক্ষেত্রে খুবই সাহায্য করে থাকে। ধন্যবাদ এমন একটি সার্ভিস চালু রাখার জন্য।
এটা অনেক ভালো একটি উদ্যোগ। যাদের এসপি এখনো পর্যাপ্ত পরিমাণে হয়নি, দেখা যায় তারা এস পি এর জন্য এনগেজমেন্ট ঠিক রাখতে পারেনা। আপনার এরকম একটা উদ্যোগের কারণে তারা খুব সুন্দর ভাবে এঙ্গেজমেন্ট চালিয়ে যেতে পারবে। যারা এই সুবিধাটা নিচ্ছে, সবাই নিশ্চয়ই আপনার এই উদ্যোগের জন্য অনেক খুশি। আপনার জন্য শুভকামনা রইল।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সকলের কথাই চিন্তা করে। এই উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এর ফলে নতুন ইউজাররা নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই আমার বাংলা ব্লগ আরো বেশি এগিয়ে যাক এই কামনাই করছি। ♥️♥️
কমিউনিটির সকল উদ্যোগের সাথে এও দেখতে ছিল সর্বোচ্চ মানের। যারা এসপির জন্য কাজ করতে পারে না তাদের জন্য এই সুবিধা। এই উদ্যোগটা কে আমি সাধুবাদ জানাই আপনাকে।
আসলে ভাইয়া কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। ফ্রি ডেলিগেশন সার্ভিসে নিউ মেম্বারদেরকে যে সুযোগ-সুবিধা দিচ্ছেন এবং কি একটিভ থাকার জন্য। এবং ভালো কাজ করার জন্য তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা আসলো নতুন ইউজারদের জন্য অনেক বড় একটি পাওয়া যদি তারা কাজের গুরুত্ব বুঝে। অন্যথায় এখানে আপনাদের পরিশ্রম বৃথা। তবে আমি মনে করি এ পর্যন্ত আমার বাংলা ব্লগ যতগুলো প্রজেক্ট চালু করেছে সবগুলোই ছিল প্রত্যেকটা ইউজারের জন্য খুবি লাভজনক এবং সুবিধাজনক। আপনার ফ্রি ডেলিগেসন সার্ভিস পোস্টটি আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং কি যারা ফ্রি ডেলিগেশন পাওয়ার যোগ্য তাদেরকে এক্সপি প্রদান করছেন। আমাদেরকে এত সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আপনার যেভাবে নতুন ইউজারদের সাপোর্ট দিচ্ছেন সেট প্রশংসার যোগ্য। এরকম আরো বেশী উদ্যোগ নিতে পারেন সেই দোয়া করি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত থেকে কাজ করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার।
খুবই কাজের এবং হেল্পফুল একটি সার্ভিস। আমার বাংলা ব্লগ এর এই কাজ গুলোর জন্য সত্যি প্রাণ জুড়িয়ে যায়। কতটা হেল্পফুল এই কমিউনিটি।
ফ্রী ডেলিগেশন সার্ভিস এটি অত্যন্ত হেল্প ফুল একটি প্রজেক্ট। বিশেষ করে এই প্রজেক্টটি নতুন সদস্যদের জন্য খুব বেশি উপকারী। আমি নিজেও যখন ভেরিফাইড মেম্বার হলাম রিসোর্স কেডিট কম থাকার কারণে ঠিকমতো কমেন্ট করতে পারছিলাম না। বিষয়টি সুমন ভাইকে জানানোর পর আমাকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা হয়। অসংখ্য ধন্যবাদ আমাকে এখনো সহযোগিতা করার জন্য।
আমার কাছে এই সার্ভিসটি সত্যি অনেক ভালো লাগে। এর নতুন ব্লগার যারা আছেন এসপির অভাবে পোস্ট কমেন্ট করতে পারে না। তাদের জন্য অনেক উপকার হয়। আমার বাংলা ব্লগের প্রতিটি কার্যক্রমকে আমি সম্মান করি। ভালোবাসার আমার বাংলা ব্লগ।
আসলে এই সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এর ফলে যাদের একাউন্টে বেশি স্টিম পাওয়ার ছিল না তারা এখান থেকে স্টিম পাচ্ছে। আর এর দ্বারাই তারা খুবই সুন্দর ভাবে কাজ করতে পারবে বলে আমি মনে করি।