দ্বিতীয় বিবাহ বার্ষিকী [ ঐশী + সুমন ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

indian-4160039__340.webp

আজ আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। খুব দ্রুত পেরিয়ে গেল দুটি বছর । ১৩ ডিসেম্বর, ২০১৯, নীলিমা আক্তার ঐশী নামের একটি মেয়ে আমার জীবনসঙ্গী হিসাবে আমার হাত ধরেছিল।

দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল আমাদের মাঝে। অবশেষে ২০১৯ সালে সেই সম্পর্কের পূর্ণতা পায় বিবাহের মাধ্যমে। আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১২ সালের জানুয়ারি মাসের ২ তারিখে একটি মেয়ে আমার আপুর সাথে এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে। মেয়েটি একভাবে আমাদের আত্মীয় হত। ওই সময় ওদের স্কুল বন্ধ ছিল। এজন্য আপুর সাথে এসেছিল আমাদের এখানে কয়েকদিনের ছুটি কাটাতে। সময়টি ছিল শীতের। ওরা যখন আমাদের বাড়িতে এসেছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু ওর প্রতি আমার ভাললাগার সূত্রপাত ঘটেছিল ৪ জানুয়ারি। সময়টা ছিল সকাল। আমি, আমার আপুর দেবর, আর কয়েকজন গেছিলাম মাঠে। তখন আমাদের নিজেদের আখের চাষ করত। আমরা গিয়েছিলাম কয়েকটা আখ কেটে আনতে। আমাদের বাড়ির পাশে একটি মাঠ আছে। ওই মাঠে আমাদের ছোট্ট একটি জমিতে আখের চাষ করেছিল। আর অন্য একটা জমিতে সবজি চাষ করেছিল । সেদিন মাঠে প্রচণ্ড কুয়াশা ছিল। দূরের জিনিস বেশি একটা ভালো ভাবে দেখা যাচ্ছিল না। আখের জমির পাশে যখন আমরা দাঁড়িয়ে ছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম আমার আপু মাঠে এসেছে কিছু শাক তুলতে। আর আপুর সাথেই ঐশী নামের ওই মেয়েটি ও মাঠে এসেছে । ওর দিকে চোখ পড়তেই আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। ও সাদা একটি ড্রেস পড়েছিল। আর সেদিন মাঠে প্রচণ্ড কুয়াশা ছিল । ঘন সাদা কুয়াশার মধ্য দিয়ে সাদা ড্রেস পড়া ঐশীকে দেখতে সাদা পরীর মত লাগছিল। এক নজরে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। কোন মেয়ের প্রতি ভালো লাগার বিষয়টি ঐ সময় প্রথম আমার মনের মধ্যে উঁকি দিয়েছিল।


ঐদিনের পর আরও অনেক ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে থাকা অবস্থাতেই। ওর প্রতি ভালোলাগার প্রথম ঘটনা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ২০১২ সালের নভেম্বর মাসের ২৫ তারিখে আমি আবার ওদের বাড়িতে গিয়েছিলাম । এই একটা বছরের মধ্যে অনেক অনেক ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছিল। যেগুলো স্মৃতি হয়ে স্মৃতির পাতায় গেঁথে আছে এখনো। ও আমাদের বাড়িতে ছিলো মাত্র ৪ দিন। ঐ ৪ দিনের অনুভূতি গুলো আমার ২ টি ডাইরিতে লিখে রেখেছিলাম।

আমাদের রিলেশন চলাকালে মাত্র ২ বার আমাদের সরাসরি দেখা হয়েছিল। ওকে আমি যখন প্রপোজ করেছিলাম তখন আমি আমার সব অনুভুতি গুলো লিখে একটা চিঠি পাঠিয়েছিলাম। চিঠি দেয়ার পর কিছুদিন কথা হয়েছিল আমাদের। পরে আবার যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো। এর অনেক দিন পরে ঐশী নিজেই আমাকে মেসেজ করেছিল। মেসেজে ওর সাথে প্রত্যেক দিন প্রচুর প্রচুর কথা হতো। আমরা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম আমরা একসময় সম্পর্কে যেতে চেয়েছিলাম। ওর সাথে যখন মেসেজ করতাম একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করতো। ধীরে ধীরে আমরা দুজন দুজনের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিলাম। তারপর থেকেই আমাদের প্রেমের সূচনা ঘটে ছিল।

সম্পর্ক শুরু হওয়ার পর থেকে বিয়ে হওয়ার আগের দিন অব্দি অনেক অনেক ঝড় এসেছে আমাদের মাঝে। সবকিছুকে উপেক্ষা করে ২০১৯ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে, আমাদের ভালবাসার পূর্ণতা পেয়েছে। এর পেছনে আমার আপুর অনেক অবদান ছিল। তাছাড়া ওই সময়টাতে আমি ছিলাম বেকার। এজন্যই আরো বেশি সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি এখন অনেক হ্যাপি। সৃষ্টিকর্তা আমাদের দুজনকে এক করে দিয়েছেন। এখন আমার বেকারত্বের প্রেসার টাও মাথা থেকে ঝরে গিয়েছে।

Thank you dada vhai @rme 💝💝

যাইহোক, বহু কাহিনী আছে এর মধ্যে যেগুলো একটি পোষ্টের মধ্যে সব বলা সম্ভব না। আপনাদের সবার কাছে আজ শুধু আমি দোয়া চাই। দুই বছর আগে এই দিনে আমি আমার পথ চলার সাথীর সাথে পথ চলতে শুরু করেছিলাম । এ পথে আজীবন আমরা দুইজন দুইজনের পাশে থেকে, দুজন দুজনার প্রতি বিশ্বাস রেখে কাটিয়ে দিতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দুজন আজীবন একসাথে চলতে পারি।


Sort:  
 3 years ago (edited)

আহা ভাইয়া, পড়েই যেনো একেবারে মনটা ভালো হয়ে গেলো আমার।কি যে ভালো লাগে এরকম সফল প্রেমের গল্প পড়তে তা বলে বুঝাতে পারবোনা।আমি সত্যিই মন থেকে দোয়া করি আপনারা দুজন যেনো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে হাসি খুশি থাকতে পারেন।

 3 years ago 

ধন্যবাদ আপু ।।
আপনার গল্পও কিন্তু একদিন শোনাতে হবে 🥰

 3 years ago 

শুভ বিবাহ বার্ষিকী ❤️❤️

লেখাটা যখন পড়ছিলাম, তখন ভাবছিলাম সুমন ভাই এই লেখাটা লেখার সময় পুরোনো দিনে যখন ফিরে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভাইয়ের মুখের মুচকি হাসি টা কেমন হতে পারে 🥰🥰। কি মিষ্টি পরিণয় দুই জনের।

আর আমার মনে হয়,, মাঝে মাঝে একটু ঝামেলা ছাড়া সম্পর্ক গুলো ঠিক গাঢ় হয়ে ওঠে না 😉😉।

ভালো থাকুন আর ভালো রাখুন, ভাই 😊😊

 3 years ago 

একজন প্রেমিক ই বুঝতে পারে অন্য একজন প্রেমিকের মনের অবস্থা। 🥰

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনাদের ভালোবাসাটাও এভাবেই পূর্ণতা পাক, সেই দোয়া করি।

 3 years ago 

দাদা আজকের এই শুভ বিবাহ বার্ষিকীতে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কিছু কিছু অনুভূতি লিখেও হয়তো প্রকাশ করা যায় না। আর হয়তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে। আমি হয়তোবা একটু একটু করে বুঝতে শিখেছি এই অনুভূতিগুলো। সব সময় ভালো থাকবেন এই আশীর্বাদ করি।
একটা ব্যাপার খেয়াল করলাম এই ডিসেম্বর মাস আমাদের অনেকের জন্যই বেশ স্পেশাল 🥰🥰🥰। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করব, পৃথিবীর সব ভালোবাসা গুলো পূর্ণতা পাক। সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক।

 3 years ago 

একদম ঠিক বলেছেন দিদি।। অনেক কিছুই অপ্রকাশিত রয়ে গেছে। তবে আপনি অনুভূতি গুলো অবশ্যই বুঝতে পারবেন কারণ আপনার মধ্যেও তো প্রেম আছে। যার মধ্যে প্রেম আছে সেই অন্য একটা প্রেমিক অথবা প্রেমিকার মনের অবস্থা বুঝতে পারে। 💖💖💖💖💗💗

আমাদের জন্য দোয়া করবেন দিদি 💝💝💖💗

 3 years ago 

শুভ বিবাহ বার্ষিকী দাদা। আপনাদের লাভ স্টোরি টা অনেক রোমান্টিক ছিল। আপনার ও বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।আর এভাবে দুজন দুজনের হাত ধরে বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে পারেন এই কামনা করি। আর বৌদিকে আমার অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ বৌদি আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক স্মৃতি আছে আমাদের, যেগুলো আমার দুইটা ডাইরিতে লেখা ছিলো। আমরা দুজনে চাই দুজন দুজনের পাশে থেকে সারা জীবন কাটিয়ে দিতে।
আপনার আর দাদার জন্যও অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো বৌদি। আপনি যেভাবে দাদার পাশে আছেন সারা জীবন এভাবেই থাকুন। দুজন দুজনের বিপদাপদে সবসময় একসাথেই থাকতে পারেন সেই দোয়া করি । 💝💝💗💗💖💖💗💗

আপনাদের পরিবারের প্রতি আমি চির কৃতজ্ঞ। ভালোবাসা নিবেন। 💗💗💗💝💝💝

 3 years ago 

শুভ বিবাহ বার্ষিকী সুমন ভাই এবং ঐশী আপুর জন্য। আর ভাই দেখছি প্রত্যেকটা ভালো মুহূর্তের তারিখ গুলো মনে রেখেছেন। ৮ বছর সম্পর্কের পর পূর্ণতা পেয়েছে তা আসলেই অনেক বড় ব্যাপার। আর আপনাদের লাভ স্টোরি টা অনেক রোমান্টিক 🥰🥰। দোয়া রইল আপনাদের দুজনের জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। 💗💗
আপনার গল্পটাও একদিন শুনতে চাই 🥰🥰

 3 years ago 

সুভ বিবাহ,,, সুমন ভাইয়া ও ঐশী আপুর জন্য অনেক ভালবাসা ও শুভ কামনা রইল। এই দুই বছরের মতো বাকি দিন গুলো যেন এভাবেই কেটে যাই।

অনেক সুন্দর ভাবে পোস্টেটি লিখেছেন। মনে হচ্ছে আগের কোনো কথাই বাদ পরেনি। অনেক ভালো লাগলো পড়ে।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই আপনার এবং ঐশী আপুর ভালবাসার মধ্যে কোন খাদ ছিল না। তাই আপনারা দুজনে হাজার বাধা-বিপত্তিকে অতিক্রম করে দুজন দুজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আসলে ভালোবাসার মুহূর্ত গুলো বা অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যায় না। তবে মন থেকে উপলব্ধি করলে খুব সহজেই সবকিছু বুঝতে পারা যায়। আপনার লেখাগুলো যখন পড়ছিলাম তখনই আমি বুঝতে পেরেছি আপনি আপুকে অনেক বেশি ভালবাসেন এবং আপনাদের দুজনের ভালবাসার মধ্যে বিন্দু পরিমান খাদ নেই। দুজন দুজনের প্রতি গভীর ভালোবাসা রয়েছে জন্যই আপনারা হাজার বাধা বিপত্তিকে অতিক্রম করে আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। দুজনের ভালবাসার পূর্ণতা পেয়েছে আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। এমন অনেক সম্পর্ক রয়েছে যেগুলো কখনো পূর্ণতা পায় না। হাজার চেষ্টা করলেও অনেকে তার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পায়না। আপনারা দুজনেই অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী সেজন্য দুজন দুজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই যেন তার ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন কাটানোর তৌফিক দান করে এই দোয়া করি সব সময়। আমি আশা করি আপনারা এভাবেই আপনাদের সারা জীবন পার করতে পারবেন এবং অনেক সুখে শান্তিতে ভালোবাসার মানুষটির সাথে পথ চলতে পারবেন। আপনাদের পথচলা আরও বেশি সুন্দর হোক এই কামনাই করি ভাইয়া। আমার তরফ থেকে আপনার জন্য এবং ঐশী আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমাদের বিষয়টা বুঝতে পারার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দুজন দুজনের সাথেই সারা জীবন কাটিয়ে দিতে পারি। 💗💗💗

 3 years ago (edited)

আয় হায়, এভাবে ঠুস করে ফাঁকি দেয়ার সিস্টেমটা আমার জানা ছিলো না, আপনি তো বেশ চালাক। আমিও খালি বোকা রয়ে গেলাম, যা এইডা কিছু হলো!

আপনাদের দুইজনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আপনাদের দাম্পত্য জীবন আরো সুন্দর ও সুখময় হয়ে উঠুক এই দোয়া করি সব সময়। শুভ বিবাহ বার্ষিকী।

 3 years ago (edited)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাজীবন একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান রেখে পথ চলতে পারি । 💗💗💗

আপনার গল্পটা কবে শোনাচ্ছেন ?

 3 years ago 

শুভ বিবাহ বার্ষিকী। আট বছর যে ভাবে ছিলেন, দোয়া করি আগামী দিনগুলো তার চেয়ে বেশি ভালো থাকতে পারে। দুজনের দীর্ঘ হায়াত কামনা করি। দুজনের জন্যই রইল শুভকামনা

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। 💝

 3 years ago 

আমার মনে হয় ভাইয়া দুজন দুজন মানুষের প্রতি বিশ্বাস আর সম্মানটা থাকলে সারা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেয়া যায়। যত বাধা বিপত্তি আসুক না কেন সে সবকিছু হাসিমুখে দূর করা সম্ভব।দুজন দুজনের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও অনেক বেশি সুন্দর হয়। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যেন সারা জীবন এভাবেই দুজন দুজনের সাথে কাটিয়ে দিতে পারেন। শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া এবং ভাবি।🎉🎉

 3 years ago 

ঠিক বলেছেন আপু । সম্পর্কের মধ্যে বিশ্বাস আর সম্মান এই দুটি অনেক দামি জিনিস।

আমাদেরকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। 💗💗💗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 57178.77
ETH 3095.71
USDT 1.00
SBD 2.12