সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। রোজার মধ্যে সবার দিন ভালোই যাচ্ছে আশা করি। তবে আমার ক্ষেত্রে যদি বলি একটু প্যারা হয়ে যাচ্ছে অফিস এ। যাক আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি।
আমার তৈরি আর্ট
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকে মাটির অংশ তৈরি করে নেই। তারপর এটিকে গাঢ় খয়েরি রঙ দিয়ে ভরাট করি।
এবার একই ভাবে আরো দুইটি পাহাড় এর লেয়ার একে ফেলি।
এবার আমি নিজের বানানো কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে অনেক গুলো পাইন গাছ যুক্ত করি আমার ড্রইং এ।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এই ধাপে আমি এলিপ্টিক্যাল মারকিউ টুল দিয়ে বড় করে একটি চাঁদ এঁকে দেই।
এবার চাঁদের গ্লো তৈরি করে দেই।
এবার আমি পুরো ছবির কালার কারেকশন করি।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার করা আর্ট।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রাকৃতিক পাহাড় এর দৃশ্য অঙ্কন দেখে খুবি ভালো লেগেছে। আপনার ডিজিটাল চিত্র অংকন গুলো খুবি ভালো লাগে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার আর্ট গুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাই আপনার ডিজিটাল আর্ট চোখ ধাঁধানো ৷ সত্যি বলতে মাঝে মধ্যে দেখি অনেক ভালো লাগে ৷ প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অংকন ৷ অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ ৷
চেস্টা করি ভাই সুন্দর সুন্দর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।
প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর চিত্র প্রস্তুত করে আমাদেরকে উপহার দিয়ে আসছেন।।
প্রাকৃতিক পরিবেশে আজকে আপনি পাহাড় এবং সূর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
খুব সুন্দর উপস্থাপনা করেছেন প্রতিটি ধাপ শুভেচ্ছা রইল আপনার জন্য।।
জ্বি ভাই। আসলে আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসতে পারলে আমার নিজের কাছেই অনেক ভালো লাগে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে প্রাকৃতিক পাহাড় এর দৃশ্য অঙ্কন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার আর্ট গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।
আপনি তো খুবই চমৎকার একটি প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অংকন করলেন। আমার কাছে এরকম ডিজিটাল আর্ট গুলো দেখতে কেন যেন অন্যরকম লাগে। কি নিখুঁতভাবে পুরো আর্ট সম্পূর্ণ করলেন আপনি। এরকম আর্ট গুলো আঁকতেও মনে হয় অনেক সময় লাগে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন।
হ্যা ভাই। আসলে কনসেপ্ট চিন্তা করতেই বেশি সময় যায় আরকি।
আজ অনেকদিন পর ডিজিটাল আর্ট দেখতে পেলাম ভাইয়া। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ডিজিটাল আর্ট খুব কমই করা হয়।
আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল অংকন গুলো একটু ভিন্ন রকমের হয়। আমার কাছে দেখতে অসাধারণ লাগে। ডিজিটাল অংকনের কালার কম্বিনেশন টা আপনার অনেক সুন্দর হয়।ধন্যবাদ ভাই সুন্দর একটি পাহাড়ের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভিন্ন ভিন্ন ভাবে করার প্রচেস্টা থাকে সব সময়ই।