ছেলে বেলায় আমার ৩ টি পছন্দের খেলা
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর আপনাদের সবার? আমি তো আজ সেই চিল মুড এ আছি। কারণ আজ আবহাওয়া অনেকটাই শীতল। আর আমার কাছে এই শীতল আবহাওয়াই অনেক ভালো লাগে। গরম সহ্য করা আমার পক্ষ্যে সম্ভব নয়। কোনো ভাবেই সম্ভব নয়। এখনো তো গরম আসেনি তবুও আমি এখনই ঘামিয়ে শেষ হয়ে যাই বলা চলে। যাক আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট বেলার কিছু খেলা নিয়ে। যে খেলা গুলো আমি নিজে খেলেছি সেগুলো নিয়েই বলবো। তো আর কথা না বড় করে চলুন ফিরে যাই আমার মূল টপিক এ।
সাত চারা
দলগত খেলার মধ্যে আমার কাছে সাত চারা খেলাটা প্রচন্ড ভালো লাগতো। আপনারা অনেকেই সাত চারা খেলার সাথে পরিচিত আছেন। ছোট বেলায় খেলেছি অনেক। এই খেলা আমরা যেদিন স্কুল বন্ধ থাকতো সেদিন সকাল ১১ টার পর থেকে খেলতাম হয়তো। আর না হয় অন্যান্য দিন গুলোতে বিকাল ৪ টার পর খেলতাম। অনেক মানুষ মিলেও খেলা যেতো এই খেলা। অনেকেই খেলার নিয়ম জানেন আমি জানি। তবে অনেকে যারা এখন নতুন অর্থাৎ এই দশকের অনেকেই হয়তো জানেননা। এই খেলায় মূলত ৭ টি চারা থাকে। এক দল থাকে চোর আরেক দল থাকে যারা একটি বল মেরে চারা গুলো ফেলে দিবে। অর্থাৎ প্রথমে ৭ টি চারা কে একটির উপর একটি করে একটি বিল্ডিং এর মতন বানানো হয়। প্রতি দল ৭ বার করে বল মারবে যদি না পারে ভাংতে তাহলে যে দল চোর ছিলো সে দল আবার ট্রাই করবে। তখন সে দল না পারলে আবার আগের দল এভাবে চলবে। আর যদি একবার একজনের বল ছোড়ার পর চারার সারি ভেংগে যায় তাহলে সবাই দৌড়ে পালাবে। আর চোরের দল বল খুজার ট্রাই করবে। বল পেলে বিপক্ষ দল এর প্লেয়ার দের ছুরে মারবে। যার গায়ে লাগবে। সে আউট। আর সে দল চাইবে ভেঙ্গে যাওয়া চারা গুলো একটির উপর একটি করে লাগাবে। তবে বিপক্ষ দল চাইবে বল মেরে আউট করতে। যদি সবার আগে চারা ঠিক করে ফেলে তাইলে অই দল জিতে যাবে। আর যদি এই দলের সব খেলোয়ার কে আউট করে দেয় তাহলে অই দল জিতে যাবে।
বরফ-পানি
ছোট বেলায় খেলা গুলোর মধ্যে বরফ-পানি খেলাও আমার খুবই পছন্দের ছিলো। এই খেলা বেশির ভাগ খেলা হইতো বিকেল আর রাতে বিদ্যুৎ চলে গেলেই। রাতে লুকোচুরি খেলার শেষ করেই আমরা হয়তো এই খেলা খেলতাম। এই খেলা অনেকটাই ছোঁয়াছুঁয়ি খেলার মতন। ছোঁয়াছুঁয়ি তে যেমন এক সাথে অনেক জন খেলা যায়। আর এই খেলায় একই রকম এক সাথে অনেক জন খেলতাম আমরা। পার্থক্য এক যায়গায় ছোঁয়াছুঁয়ি তে চোর যাকে ছুয়ে দিবে সেই নতুন চোর। কিন্তু বরফ-পানি তে এইটা হয়না। বরফ পানিতে আগে আমরা সবাই মিলে বেটে নিতাম। যে কয়জন খেলতাম তারা সবাই মিলে বাটা বাটি হইতো। শেষে যে থাকতো সে হইতো চোর। তো চোর আমাদের সবাইকে দৌড়াতো। আমরাও চোর থেকে বেচে থাকার চেস্টা করতাম। চোর যাকে ছুঁয়ে দিতো সে তখন বরফ হয়ে এক যায়গায় দাঁড়িয়ে থাকতো। বাকিরা তখন দৌড়াতো। ভালো দের কেউ একজন বরফ যিনি হয়েছেন তাকে ছুঁয়ে দিলে সে আবার পানি হয়ে যেতো। অর্থাৎ আমাদের সাথে দৌড়াতো। এভাবেই চলতে থাকতো এই বরফ পানি খেলা। তবে এখানে টুইস্ট হচ্ছে চোর সবাইকে ছুঁয়ে দিলে প্রথম যাকে ছুঁয়েছিলো সেই হবে নতুন চোর। এভাবেই খেলা আগাইতো। তবে এই খেলায় সবাইকে ছোয়া অসম্ভব। কারন একজন কে ছুঁলে অন্যজন্য পানি বানিয়ে দিতো।
চারা খেলা
এই খেলা নিয়ে অনেক স্মৃতি আছে আমার। এটা এখন আর খেলা হয়না। বা কাওরে খেলতেও দেখিনা খুব একটা। চারা খেলা খেলতাম অনেক ভাবে। অনেক কিছুর বিনিময়ে। কখনোবা মারবেল কখনো বা তেঁতুল এর বিচি কখনো বা লিচুর বিচি। এসব ধরে খেলা হতো। এই খেলায় যারা আমরা অংশগ্রহন করতাম তাদের সবার কাছে চারা থাকতো একটি করে। একটা ঘর আঁকা হতো বর্গ বা আয়তক্ষেত্র এর মতন। একজন এর করে দান আসতো। বাকিরা ঘর থেকে দূরে তাদের চারা গুলো ছুড়ে মারতো। তখন যার দান সে হয় সই করতো। একটা নির্দিষ্ট মাপ থাকতো। এর কাছা কাছি গেলেই যার দান যে জিতবে। আর না গেলে যাকে মেরেছে সে জিতবে। এভাবে খেলা হতো। যার দান সে চাইলে বাকি দের ঘরে ফেরাতে পারতো। এক্ষেত্রে ঘরে ফিরতে পারলে বেচে যেতো তারা। কিন্তু না পারলে যার দান যে জিতছে। আর মাপে যদি মিলে তাহলে যে ফিরেছে সেই বিজয়ী। তখন যা ধরা থাকে তা দিতে হয়। এই খেলাকে আমরা আরো একটু আকর্ষনীয় করে তুলতে আমরা মজার জিনিশ যুক্ত করেছিলাম। সেটা হচ্ছে আমরা ওসব এর বিনিমনে না খেলে কিল ঘুষি এর বিনিময়ে খেলতাম। 🤣🤣🤣🤣। আমি জানি হাস্য কর শুনাচ্ছে। তবে সত্যি এটাই করতাম। তখন মাইর হইতো শুধু।
তো এই ছিলো আমার আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)
ভাই আপনি যে তিনটি খেলার নাম এখানে উল্লেখ করেছেন এই তিনটা খেলা আমার কাছে নতুন। আমি কখনো এ ধরনের খেলা খেলিনি এবং নামও শুনিনি। তবে আপনার খেলা গুলোর বর্ণনা শুনে মনে হচ্ছে খেলা গুলো অনেক মজার। তবে খেলা গুলোর নাম আমার কাছে খুব ভালো লেগেছে সাত চারা বরফ পানি ও চারা খেলা। ছোটকালে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলেছি। ছোটকালের স্মৃতি গুলো মনে হলে এখনো নিজের কাছে অনেক ভালো লাগে। তবে খেলা গুলো ছিল ভিন্ন ধরনের পড়ে বেশ মজা পেলাম ধন্যবাদ ভাই আপনাকে।
হ্যা ভাই। খেলা গুলো অবশ্যই অনেক মজার ছিলো।
স্থানভেদে নাম অন্যরকম হলেও খেলা গুলো ছোটবেলায় খেলেছি সত্যি অনেক আনন্দ হতো বিশেষ করে সন্ধ্যা বেলায় যখন ছোট-বড় সবাই মিলে লুকোচুরি খেলতাম।।
ছোটবেলায় ফেলে আসা দিনগুলো সব সময় মনে পড়ে আপনার গল্পগুলো পড়ে খুবই ভালো লাগলো অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন।।
জ্বি ভাই। সন্ধায় বা রাতের দিকে কারেন্ট চলে গেলেই আমাদের আনন্দের শেষ নেই।
আপনি যে তিনটি খেলার কথা বলেছেন এগুলো আমারও খুবই পছন্দের খেলা ছিল। ছোটবেলায় সবাই মিলে অনেক খেলাধুলা করতাম। আসলে খেলাধুলা নিয়ে আমাদের সবার জীবনে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই তিনটি খেলা আমার কাছে খুবই ভালো লাগতো ছোটবেলায় সবাই মিলে খেলা হতো এই খেলা গুলো। আরো কয়েক রকমের খেলা রয়েছে। যদিও এখন এরকম খেলা গুলো কাউকে খেলতে দেখা যায় না। যাই হোক আপনার পোষ্টের মাধ্যমে এই খেলাগুলো সম্পর্কে বিস্তারিত পড়ে ভালোই লেগেছে। আপনার পছন্দের খেলাগুলো সম্পর্কে জানতে পারলাম।
হুম ভাই। ছোট বেলায় কত খেলতাম আমরা এই খেলা গুলো।
ছোটবেলায় এই খেলা গুলো আমরাও খেলতাম অনেক। আমাদের সময় আমরা কত রকমের খেলাই না খেলতাম এখন তো এরকম খেলা গুলো একেবারেই দেখা যায় না। অনেক রকমের খেলা ছিল ছোটবেলার যেগুলোর মধ্যে এই তিনটি খেলা ও ছিল। যখন সবাই মিলে বিকেল বেলায় একসাথে থাকতাম তখনই খেলা গুলো খেলা হতো। বিস্তারিত আজকে আবারো আপনার পোস্টের মাধ্যমে দেখে ছোটবেলার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল।
একদম আপু। এখন আর সে খেলা গুলো একদমই দেখা যায়না। সব যেনো কালের বিবর্তনে হারিয়ে গেছে।
ভাই জীবন টা তখনি ভালো ছিল ৷ ছিল কোনো চিন্তা -ভাবনা ৷ প্রতিনিয়ত থাকতাম চিল মুডে ৷ কিন্তু সময়ের প্রক্রিমা আজ বদলে দিয়েছে ৷ আসলে শৈশব জীবনে যত রকম খেলা তার কোনো শেষ নেই ৷ ভালো লাগলো আপনার প্রিয় তিনটি খেলা নিয়ে উপস্থাপন করেছেন ৷
হু ভাই। জীবনটা আসলেই তখনই ভালো ছিলো। এখন আর সে দিন গুলো পাওয়া যায়না।
আপনার খেলা গুলোর কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা এরকম যে কত খেলা খেলতাম তার কোন শেষ নেই। ঠিকই বলেছেন কারেন্ট চলে গেলে লুকোচুরি খেলার একটা প্রচলন ছিল। বিশেষ করে গ্রামের বাড়িতে গেলে। চারা খেলাটা অবশ্য কখনো খেলা হয়নি। বরফ পানি খেলাটা অনেক খেলেছি ছোটবেলায়। বেশ ভালো লাগলো। ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
হুম আপু। ছোট বেলায় নানান ধরনের খেলা খেলতাম আমরা। এখন আর সে দিন গুলো দেখা যায়না।