আমাদের লাজুক খ্যাঁক এর বান্ধবী || ডিজিটাল আর্ট #72
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আরো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। আজকের আর্ট এর কনসেপ্ট নিয়েছি পিন্টারেস্ট থেকে। এটি হবে লাজুক খ্যাঁক এর বান্ধবী।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
প্রথমে আমি একটি লেয়ার খুলে নেই। তারপর সেই লেয়ার এ শেয়ালনির মাথা এঁকে দেই। এক্ষেত্রে আমি পেন টুল ব্যবহার করি। আর ব্রাশ সাইজ রাখি ৭ পিক্সেল। লিগাসি ব্রাশ ব্যবহার করেছি।
এবার আমি নতুন একটি লেয়ার খুলে এক পাশের চোখ এঁকে ফেলি। তারপর সেটা কপি করে আরেকটি চোখ তৈরি করি।
এবার শেয়ালনির ব্রু ও নাক এঁকে দেই।
এবার শেয়ালনির কান ও মাথায় কিছু চুল এঁকে দেই। এক্ষেত্রে চুল ও ব্রু আমি আমার মতন করে করি যেনো ইউনিক হয়।
এবার শেয়ালনির বডি এঁকে ফেলি। সেই সাথে সামনের দুই পা এঁকে দেই।
এবার শেয়ালনির শরীর এ একটু ডিজাইন সহ পেছনের পা এঁকে দেই।
এবার শেয়ালনির লেজ অঙ্কন করে আমার ড্রইং এর কাজ শেষ। এবার রঙ করার পালা।
এবার পেইন্ট বাকেট টুল ব্যবহার করে প্রথমে শেয়ালনির শরির ও লেজ এর অংশ রঙ করে দেই।
এবার সম্পূর্ণ ড্রইং রঙ করা শেষ করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
খুবই সুন্দর ডিজিটাল অঙ্কন করেছেন। সত্যিই আপনার ডিজিটাল অংকন দেখতে খুবই ভালো লাগলো। আপনার লাজুক খ্যাঁকের বান্ধবী চিত্রাংকন করেছেন, হাহাহা।দেখে সত্যিই ভালো লেগেছে।
হুম আমাদের লাজুক খ্যাক এর বান্ধবী সে।
এতদিন লাজুক খ্যাক দেখেছি। এখন লাজুক খ্যাক এর বান্ধবীকে দেখলাম। খুবই মিষ্টি একটি বান্ধবী। এত সুন্দর ভাবে আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে লাজুক খ্যাক এর বান্ধবী' আকলেন দেখে অবাক হয়ে গেলাম। আপনার আইডিয়া বেশ ভালো সব মিলিয়ে অসাধারণ হয়েছে।
হুম। আর কতো দিন সিংগেল থাকবে সে?।
বাবা রে বান্ধবী ও একে ফেলছে লাজুক খ্যাঁক এর।ভাই আপনার বান্ধবী টা দেখবো কবে।যাই হোক ভালো ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমার বান্ধবী হয়ে গেলেই দেখাবো আপু।
ভাই আপনি হাসাইলেন শিয়াল পন্ডিতের বান্ধবী ডিজিটাল অংকন এর মাধ্যমে তুলে ধরলেন। সত্যিই চমৎকার কিছু উপহার দিলেন আমাদের মাঝে। যেটা দেখে অনেক খুশি হয়েছি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হুম পন্ডিট মশাই আর কয়দিন ই বা একা থাকবে বলেন।।
এক কথায় অসাধারণ ভাই। আমি দেখি ভিন্ন রকম একটি চিত্র অঙ্কন করেছেন। লাজুক খ্যাক এর বান্ধবী। খুব মজার চরিত্র অঙ্কন করেছেন ভাই আপনি। দেখে অনেক ভালো লাগলো। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লা অনেক ভাল ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব কিছুই আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য ভাইয়া।
লাজুক খ্যঁকের বান্ধবী দেখে
ভরে গেল মন,,
অবশেষে লাজুক পেল
প্রিয় আপন জন।
ডিজিটাল আর্টে তোমার
কোন হয়না তুলনা,
প্রিয় ভাইয়া কখনো তুমি
মোদের ভুলনা।
♥♥
বাহ কবিতায় কবিতায় কমেন্ট। পড়ে প্রান জুরিয়ে গেলো আপু। ধন্যবাদ অনেক।
দেখে প্রথমে কিছুক্ষণ হাসলাম হা হা। সত্যি নিংসঙ্গ জীবন পার করা অনেক কঠিন। সেদিক থেকে দেখতে গেলে আমাদের লাজুক খ্যাকের একটা বান্ধুবীর ব্যবস্থা করা দরকার। কারণ সে অনেক লাজুক কাউকেই কিছু বলবে না। চমৎকার হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে।।
হেহে আপনাকে হাসাতে পেরে আমি আনন্দিত ভাই।
খুবই চমৎকার একটি লাজুক শিয়ালের বান্ধবীর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম খুবই দক্ষ তার সঙ্গে আপনাকে অঙ্কন করেছেন তবে টাইটেল পড়ে খুবই হাসি পেয়েছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে লাজুক শিয়াল অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের হাসাতে পেরেই তো আমার আনন্দ ভাই। দোয়া করবেন।
বান্ধবির সাথে বন্ধুর ছবি দিলে মন্দ হতোনা😁😁।
খুবই সুন্দর হয়েছে ভাইয়া💙আপনার এর আগেরটাও ভালো ছিল।শুভ কামনা রইলো 💜
ভালো করহা বলেছেন। এল সাথে দুজন কে আঁকতে হবে একদিন।
লাজুক খ্যাকের বান্ধবীকে আপনি কোথায় খুঁজে পেলেন তাই আমি চিন্তা করতেছি ভাইয়া।🤣 তবে আপনার করা ডিজিটাল আর্ট এর মাধ্যমে তার বান্ধবীর চিত্রটি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
আরে ডিজিটাল যুগে খুজতে কষ্ট হয়নাকি। শুধু খালি আমার টাই পেলাম না আপু।