"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আর এই অনু কবিতাগুলোর মাধ্যমে আমি প্রকৃতির প্রতি নিজের আবেগ এবং অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য নয় মুহূর্ত আর এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে আমার খুবই ইচ্ছা করে। তাইতো প্রকৃতির মায়ার অনুভূতি নিয়ে আজকে আমি এই কোন কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

শান্ত আকাশে সোনালি রেখা,
রোদ্দুর নামে ঘাসের দেখা।
শিশিরে ভেজা পাতার মুখ,
প্রকৃতি গায় নীরব সুখ।

পাখিরা জাগে, ডাকে মৃদু,
ভোরের হাওয়া কতটা শীতল!
রঙে রঙে ভরে চারদিক,
নতুন দিনের প্রথম উক্তি।

অনু কবিতা-২

নদীটি বয়ে চলে ধীরে,
তরঙ্গ যেন হৃদয় ঘিরে।
কথা বলে জলরাশি,
স্মৃতি রেখে যায় গোপনে হাসি।

চরের পাশে কাশফুল নাচে,
বাতাস এসে দোলায় যে পাতে।
নীরবতার মাঝেও বাজে,
নদীর বুকে প্রাণের সাজে।

অনু কবিতা-৩

বৃষ্টি থেমে গেছে হঠাৎ,
পাতায় ঝুলে মুক্তোর মতো।
আকাশ যেন ধোয়া কাঁচ,
রোদে ভিজে সোনার আভা।

মাটির গন্ধ ভাসে হাওয়ায়,
রংধনু উঠে দূর আকাশে।
সবুজ পাতা নাচে হেসে,
প্রকৃতি যেন মেলে ভালোবেসে।

অনু কবিতা-৪

অরণ্যে দাঁড়িয়ে গাছের দল,
শীত-গ্রীষ্ম পেরোয় সফল।
নীরবে দেয় ছায়ার পরশ,
জীবন বাঁচায় নিঃশব্দ স্পর্শ।

ফল-ফুলে ভরে দেয় বুক,
নেওয়া ছাড়া কিছুই না চায়।
জীবন দেয়, আশ্রয় দেয়,
তবু তার ভাষা বোঝে না কেউ।

fox-ga73d03b37_1920.png

source

আসলে প্রকৃতি যেন নতুন রূপে প্রতিনিয়ত সাজে আর এই প্রকৃতির রূপের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে এবং নিজেকে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুব ইচ্ছা করে। তাইতো মনের অনুভূতি নিয়েই আমি আজকের লেখা এই চারটি অণু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি আমার লেখা কবিতা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 3 months ago 

খুবই চমৎকার ভাবে আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন। এরকম অনু কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে অনু কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করবেন।

 3 months ago 

ভাইয়া আপনি আমাদের মাঝে বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকে আপনি প্রকৃতি কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই অনু কবিতা৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ একই সাথে এখানে আপনি এখানে অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনি এখানে লাইনের সামজ্ঞস্যতা আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.035
BTC 115726.61
ETH 4467.89
SBD 0.86