"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে এই কবিতাটি আমি লিখে রেখেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে ভালোবাসার অনুভূতিমূলক কবিতাটি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে ভালোবাসা যেন হৃদয়ের অনুভূতি। হৃদয় থেকে প্রিয় মানুষের জন্য মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পেরে অনেক বেশি ভালো লাগে।তাই কবিতাটি লিখতে পেরে আমি আনন্দিত। আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে।


মনের মাঝে
মোঃরায়হান রেজা

মনের মধ্যে রেখেছি আমি,
শুধুই তোমাকে।
তাইতো তোমায় নিয়ে মনের ভিতরে,
কল্পনার স্বপ্নের ঘর সাজিয়েছি,
আমি রঙ্গিন করে।


এই ঘরেতে রাখবো তোমায়,
সারা জীবন ধরে।
ভালোবাসা ভরিয়ে দেবো,
তোমার জীবন জুড়ে।

তোমায় নিয়ে মনের মধ্যে,
হাজারো স্বপ্ন এঁকেছি,
আমি রঙ্গিন করে।
স্বপ্নগুলো পূরণ হবে,
যদি তুমি ভালোবাসো মনটা দিয়ে।

আমার মনের মাঝে রাখবো,
তোমায় খুব যত্ন করে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন সংসারে।

তোমায় নিয়ে স্বপ্নের সংসার,
সাজাতে চাই আমি।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবনখানি।

তাইতো তোমায় রেখেছি আমি,
আমার মনের মাঝে,
যত্ন করে রাখবো তোমায়,
সারা জীবন ধরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের মনের মাঝে থাকে। তাকে নিয়েই জীবনের সকল চাওয়া পাওয়া এবং স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন নিয়েই যেন আমরা পথ চলি। আর ভালবাসার প্রিয় মানুষকে কাছে পেলে যাকে নিয়ে সারা জীবন পথ চলাতে ইচ্ছা করে।আর সেই মুহূর্তটা সবচাইতে আনন্দময় হয়ে থাকে। তাই কবিতাটি লিখলাম এবং ভালোবাসার এই অনুভূতি আপনাদের মাঝে প্রকাশ করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোনো কবিতা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

খুবি সুন্দর একটি ভালোবাসা কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভাল লেগেছে আমার। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 months ago 

আপনার শেয়ার করা কবিতা গুলো সব সময় দারুন হয়। আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা লিখলেন মনের মানুষকে কেন্দ্র করে। এত সুন্দর কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতির প্রকাশ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রতিবারের মতো এবারেও আপনি দারুণ কবিতা লিখেছেন।ভালোবেসে মনের মানুষকে নিয়ে কবিতা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা লিখলে কবিতাগুলো চমৎকার হয়। আজকে আপনি সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন।মনের মাঝে তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।

 last month 

আপনি বরাবরই অনেক সুন্দর করে কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last month 

আপনার কবিতা গুলো বড় বড় খুব সুন্দর হয়। আজকের কবিতে আপনি মনের আবে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমার বাংলা ব্লগের ইউজারদের কবিতাগুলো জাস্ট হৃদয়ে ছুয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55