আসসালামু আলাইকুম/আদাব🌺
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

প্রতি বছরের মত এবারও আমাদের সিরাজগঞ্জের শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাকে কেন্দ্র করে যেন প্রত্যেকটা মানুষের মাঝে অনেক আনন্দ বিরাজ করে। আসলে সিরাজগঞ্জে শহরের বাজার স্টেশনে এই মেলার আয়োজন করা হয়। প্রতিবছরের চাইতে এবারের জাঁকজমকভাবে আয়োজনটা করা হয়েছে। এবার মেলার আমি দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকবার মেলাতে প্রবেশ করতে টিকিট লাগে না, কিন্তু এবার অনেক ভালোভাবে মেলার ইনস্টলগুলো সাজানো হয়েছে এবং অনেক উন্নত মানের জিনিসপত্র এই মেলার ভিতরে থাকবে। যার কারণে টিকিটের ব্যবস্থা করেছে। তবে টিকিটের মূল্য ১০ টাকা করে থাকবে। আর আজকে আমি এই মেলার দৃশ্য দেখার জন্য এবং মেলাটি কিভাবে ডেকোরেশন করা হয়েছে।সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের এই ভিডিও দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্যিক মেলাতর প্রবেশ করে আমার অনেক ভালো লাগলো। খুবি সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে এবং ডেকোরেশন এর ব্যবস্থা গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। গত বছরের চাইতে এবারে কমপক্ষে ২০ থেকে ৩০ টি দোকান বেশি রয়েছে। আর তারা খুবই যত্ন সহকারে এবং মেলার সৌন্দর্য বজায় রেখে এই ডেকোরেশন গুলো করছে। তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম। আশা করছি এই মেলা কিভাবে তৈরি করা হবে এবং কতগুলো স্টল থাকবে সেই ভিডিওটি দেখতে পেয়ে ভালো লাগবে এবং আগামীতে স্টল গুলো কত সুন্দরভাবে সাজানো হবে, সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।🙏🎥🙏

ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
ধরণ | ভিডিওগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗
https://x.com/rayhan111s/status/1912555870103462256?t=VuBM9Wbn7kCrAvjDoTJMHw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিরাজগঞ্জের শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে আপনার ভিডিওগ্রাফি পোস্টটি অসাধারণ হয়েছে! ভিডিওতে ডেকোরেশন এবং স্টলগুলোর নান্দনিকতা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার চেষ্টায় মেলার প্রাণ যেন ফুটে উঠেছে। আরও এমন কন্টেন্টের অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইল!
https://x.com/rayhan111s/status/1911829609894535354?t=3NCycXvVtcqdPmZ7UjXfGg&s=19
https://x.com/rayhan111s/status/1911830030004474089?t=dW7A58muM5HjBgW7WrczwQ&s=19
https://x.com/rayhan111s/status/1911830256861818966?t=cTGznaYnG6hgzeaqdoqLTg&s=19
https://x.com/rayhan111s/status/1911830852574601502?t=_19xBJbjTDV9FqktWcW3Qw&s=19