নদীর পাড়ে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
নদীর পাড়ে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ মানেই যেন হাসি, আনন্দ আর নির্ভেজাল স্মৃতির ভাণ্ডার। সেই দিনটাও ছিল তেমনই একটি দিন, যখন সকালের রোদ মাখা হাওয়া আর নদীর কলকল শব্দ মিলেমিশে আমাদের মনকে করে তুলেছিল আনন্দে ভরপুর। আমরা সকলে মিলে নৌকায় চড়ে বসলাম, কারো হাতে ক্যামেরা, কারো হাতে খাবারের ব্যাগ, আর সবার চোখে মুখে উচ্ছ্বাসের ঝিলিক।
নৌকা ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলল। নদীর স্বচ্ছ জলে আকাশের নীল আর সাদা মেঘের প্রতিচ্ছবি যেন এক শিল্পীর আঁকা ছবি। দূরে সবুজ গাছের সারি, মাঝেমধ্যে পাখিদের উড়াউড়ি,সবকিছু মিলিয়ে মুহূর্তগুলো ছিল অবর্ণনীয়। বন্ধুরা কেউ গান ধরল, কেউবা হাত পানিতে ডুবিয়ে ঠাণ্ডা জলের ছোঁয়া নিতে লাগল। সেই পানির ফোঁটা ছিটকে এসে যখন আমাদের গায়ে লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতির সাথে যেন এক মিষ্টি খুনসুটি চলছে।
ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল আমাদের হাসি-ঠাট্টা। এক বন্ধু নৌকার মাঝখানে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে ‘নৌকার ক্যাপ্টেন’ সাজল, আর আমরা সবাই হেসে গড়িয়ে পড়লাম। কেউ কেউ নদীর গল্প শোনাচ্ছিল, আবার কেউ শৈশবের স্মৃতি রোমন্থন করছিল। নৌকার দুলুনির সাথে সাথে যেন আমাদের মনও দুলছিল আনন্দের স্রোতে।
মাঝপথে আমরা থামলাম নদীর মাঝখানে। নৌকা থেমে যাওয়ার পর চারপাশের নীরবতা আর নদীর হালকা ঢেউয়ের শব্দ মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সেই মুহূর্তে সবাই চুপচাপ বসে শুধু প্রকৃতিকে উপভোগ করছিলাম। বাতাসে ভেসে আসা কচি ধানের গন্ধ, দূরের গ্রামীণ জীবনের দৃশ্য, আর মৃদু রোদের আলোর ছোঁয়া,সব মিলিয়ে যেন সময় থমকে গিয়েছিল।
ফিরতি পথে সূর্য ঢলে পড়ছিল পশ্চিম আকাশে, তার রঙিন আভা নদীর জলে ছড়িয়ে পড়ছিল রূপকথার ছবির মতো। আমরা সবাই তখনো হাসি-মশকরা করছিলাম, কিন্তু মনেমনে ভাবছিলাম,এমন দিন বারবার ফিরে আসুক। এই ছোট্ট নৌকা ভ্রমণ আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করল, আর জীবনের ব্যস্ততার ভিড়ে এমন নির্ভেজাল আনন্দ যে কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিল।
বন্ধুদের সাথে নদীর পাড়ে নৌকা ভ্রমণের এই স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে রয়ে যাবে। যখনই মনে পড়বে, মনে হবে আমরা তখনও সেই নৌকার দুলুনিতে, হাসি আর আনন্দের ঢেউয়ে ভাসছি,প্রকৃতির বুকে, বন্ধুত্বের উষ্ণতায়।
🙏🤲🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.
@rayhan111, Assalamualaikum! What a beautifully written piece that truly captures the essence of friendship and the simple joys of life! Your description of the boat trip with friends on the riverbank is so vivid; I could almost feel the gentle sway of the boat and hear the laughter echoing in the air. The way you've painted the scene with words, from the "sun-kissed breeze" to the "shimmering reflection of clouds" is simply captivating.
It's wonderful to see you sharing your experiences and love for Bangladesh with the Steemit community. Your passion for photography and helping others shines through! Thank you for this refreshing glimpse into your world. I am sure many of your fellow Steemians are inspired to engage with you after reading your post! What was your favorite moment from the boat trip?
https://x.com/rayhan111s/status/1955155174789664797?t=xw3kughwkfWZHYzaMl5_-g&s=19
https://x.com/rayhan111s/status/1955161161923694812?t=7bksTkJsXbBll7AQ9OgQdg&s=19