"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আবারও কিছু ভালোবাসার অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার অনু কবিতা গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে আমার। আমি কবিতা লিখতে এবং পড়তে অনেক বেশি ভালবাসি। বিশেষ করে অনু কবিতার মাধ্যমে আমি মনের অনুভূতি গুলো ভালোভাবে প্রকাশ করতে পারি। আর অনু কবিতা ছন্দে মিলিয়ে লেখা যায়। যার কারণে সময় পেলে আমি অনু কবিতা গুলো লিখে রাখি। আর আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি এই ভালোবাসার অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

তোর ছায়ায় হেঁটে যেতে যেতে
হারিয়ে ফেলি আমি নিজের ঠিকানা।
পথ চিনে নেয় তোর চোখ দুটো,
তুই যখন পাশে থাকিস হাতটি ধরে।

তবু তোর ছায়া,
আমার সঙ্গী হয়,
ভালোবাসা ঠিক এমনই তো,
নীরব, কিন্তু গভীর হয়।

অনু কবিতা-২

ভোরবেলা যখন চা হাতে দাঁড়াই,
তোর মুখটাই ভেসে উঠে,
ধোঁয়ার সাথে সাথে ।
তুই বলিস না কিছুই আমায়।

ভালোবেসে হাত দুটো তাই,
দেয় আমি বারিয়ে।
তবু তোর বলা কথাগুলো
আমার কানে লেগে থাকে সারা দিন ধরে।

অনু কবিতা-৩

বৃষ্টি পড়লে এখনো,
তোর কথা মনে পড়ে,
যেভাবে ছাতা না নিয়ে,
ভিজেছিলাম একসাথে হাত ধরে।

তুই বলেছিলি আমায়,
ভালোবাসা এমনই হয়।
আজ একা ভিজি তুই নেই, ছাতাও নেই,
শুধু তোর কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
ভিজে যায় আমার বুকের ভেতরটা জুড়ে।

অনু কবিতা-৪

তুই হাসলে যেন পৃথিবী থেমে যায়,
আমি কেবল তাকিয়ে থাকি নির্বাক।
তোর ঠোঁটে ফুটে থাকা সেই মুচকি হাসি
আমার সব অস্থিরতা মুছে দেয়।

তুই আছিস বলেই,
বেঁচে থাকা সহজ লাগে,
ভালোবাসা বোধহয় এমনি হয়।
বেঁচে আছি তাই তোর ভালোবাসা টানে।

fox-ga73d03b37_1920.png

source

আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি ভালবাসার অনু কবিতা শেয়ার করলাম। এই অনু কবিতার মাধ্যমে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আজকের কবিতাগুলো ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভালোবাসার কিছু অনু কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করলে পড়তেও বেশ ভালো লাগে। আর আপনার অনু কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।

 5 months ago 

ভালো লাগার মত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মধ্যে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায়। এটি শুনে ভালো লাগলো আপনি সময় পেলে মনের বাসা দিয়ে অনু কবিতা লিখে রাখেন। আর অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতিগুলো লিখা যায়। ভালো লাগার মত চারটি অনু কবিতায় লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 5 months ago 

চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি আপনার কাছ থেকে আজকের অসাধারণ কিছু অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আপনি খুবই সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 116079.58
ETH 4732.24
SBD 0.86