"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তোর ছায়ায় হেঁটে যেতে যেতে
হারিয়ে ফেলি আমি নিজের ঠিকানা।
পথ চিনে নেয় তোর চোখ দুটো,
তুই যখন পাশে থাকিস হাতটি ধরে।
তবু তোর ছায়া,
আমার সঙ্গী হয়,
ভালোবাসা ঠিক এমনই তো,
নীরব, কিন্তু গভীর হয়।
অনু কবিতা-২
ভোরবেলা যখন চা হাতে দাঁড়াই,
তোর মুখটাই ভেসে উঠে,
ধোঁয়ার সাথে সাথে ।
তুই বলিস না কিছুই আমায়।
ভালোবেসে হাত দুটো তাই,
দেয় আমি বারিয়ে।
তবু তোর বলা কথাগুলো
আমার কানে লেগে থাকে সারা দিন ধরে।
অনু কবিতা-৩
বৃষ্টি পড়লে এখনো,
তোর কথা মনে পড়ে,
যেভাবে ছাতা না নিয়ে,
ভিজেছিলাম একসাথে হাত ধরে।
তুই বলেছিলি আমায়,
ভালোবাসা এমনই হয়।
আজ একা ভিজি তুই নেই, ছাতাও নেই,
শুধু তোর কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
ভিজে যায় আমার বুকের ভেতরটা জুড়ে।
অনু কবিতা-৪
তুই হাসলে যেন পৃথিবী থেমে যায়,
আমি কেবল তাকিয়ে থাকি নির্বাক।
তোর ঠোঁটে ফুটে থাকা সেই মুচকি হাসি
আমার সব অস্থিরতা মুছে দেয়।
তুই আছিস বলেই,
বেঁচে থাকা সহজ লাগে,
ভালোবাসা বোধহয় এমনি হয়।
বেঁচে আছি তাই তোর ভালোবাসা টানে।
https://x.com/rayhan111s/status/1914382650179248181?t=mvHEq2RLFuFRbS4xyXJ57A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করলে পড়তেও বেশ ভালো লাগে। আর আপনার অনু কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।
ভালো লাগার মত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মধ্যে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায়। এটি শুনে ভালো লাগলো আপনি সময় পেলে মনের বাসা দিয়ে অনু কবিতা লিখে রাখেন। আর অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতিগুলো লিখা যায়। ভালো লাগার মত চারটি অনু কবিতায় লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি আপনার কাছ থেকে আজকের অসাধারণ কিছু অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আপনি খুবই সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷