মনের গভীর থেকে বড় দাদার প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা //শুভ জন্মদিন দাদা

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমাদের খুবই আনন্দের দিন। কারণ আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিষ্ঠাতা আমাদের সবার প্রাণপ্রিয় @rme দাদার জন্মদিন। জন্মদিনে দাদার প্রতি আমার মনের গভীর থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দাদাকে তাই জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন দাদা। দাদা আপনার জীবনে এই দিনটি বারবার যেন ফিরে আসে, আপনি আসলেই মহান একজন মানুষ। আপনার মন মানসিকতা, আপনার উদার প্রেমে আমরা সবাই মুগ্ধ। আপনার কথাবার্তা এবং আপনার যে মন মানসিকতা এবং ধারণা মানুষের জন্য আপনার কাজ করার এই সহানুভূতিশীল মন মানসিকতা আমাদের হৃদয়ে আপনার জন্য রয়েছে অসীম জায়গা। আপনি আমাদের হৃদয় জয় করে নিয়েছেন আপনার উদারতা এবং ভালোবাসা দিয়ে। সত্যি দাদা আপনার মত একজন মানুষকে আমরা লিডার হিসাবে পেয়ে সত্যি অনেক আনন্দিত। আপনার দেখানো পথেই আমরা হেঁটে যাচ্ছি।আমাদের এই বাংলা ব্লগ পরিবারকে সাথে নিয়ে আপনার পথ চলা। তাই আপনার জন্মদিনে বাংলা ব্লগ প্রতিটা মেম্বারের মনে যেন আনন্দের হাসি ফুটে উঠেছে হৃদয়ের গভীর থেকে।


cake-1835443_1280.jpg

source

আমার বাংলা ব্লগের মাধ্যমে মাতৃভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার সুবর্ণ সুযোগ পেয়েছি আপনার হাত ধরেই দাদা।আপনার চিন্তাধারা আপনার কাজের অনুভূতি ও কাজের গুরুত্ব আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা যেন নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করতে পারি। আসলে মানুষের বিশ্বাসটাই আসল।মানুষের বিশ্বাস তার কাজ এবং কর্মের মাধ্যমে ফুটে উঠে। আপনার প্রতি আমাদের মনের ভিতর যে ভালোবাসা এই ভালোবাসা আপনি অর্জন করে নিয়েছেন আপনার ব্যবহার এবং মন মানসিকতা এবং কাজের মাধ্যমে। সত্যি দাদা আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল, আপনার মনের ভিতরে যে মানুষের প্রতি দয়া এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা রয়েছে, এই অনুপ্রেরণা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না। বিশেষ কিছু মানুষের মধ্যে সৃষ্টিকর্তা তৈরি করে দেন। যেই মানুষগুলো সর্বদাই নিজের কথা চিন্তা না করে, মানুষের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যায়। এইসব মানুষরাই যেন সমাজের শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে।


আপনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমার বাংলা ব্লগ পরিবারের জন্য। প্রত্যেকটা সদস্যের জন্য আপনার সকল চিন্তা ধারা। আপনি কাজের প্রতি দায়িত্বশীল, এই দায়িত্বশীল আমি দেখলেই যেন অবাক হয়ে যায়। প্রত্যেকটা দিন আপনি হাজারো ব্যস্ততা মধ্যে, হাজারো কাজের মধ্যেও আমার বাংলা ব্লগ পরিবারের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন এবং সঠিক সময়ে সঠিক কাজ করে যাচ্ছেন। তাই তো আপনার দেখানো পথেই আমরা এখন হেঁটে যাচ্ছি। একটি পরিবারের সকল সদস্য আপনার দেখানো পথেই হেঁটে সফলতার পিছনে দৌড়াচ্ছে। আপনার এই পরিকল্পনা আপনার এই চিন্তা ধারার প্রশংসা এবং এত সুন্দর মন মানসিকতার জন্যই আপনি আমাদের কাছে শ্রেষ্ঠ। আপনার প্রতি তাই মনের গভীর থেকে হাজারো ভালোবাসা, আসলে আপনি আমাদের মন জয় করে নিয়েছেন দাদা। আপনার প্রতি মনের ভিতরে যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা যুগ যুগ ধরে থাকবে। আর এই ভালোবাসা কখনোই কমবে না। কারণ আপনি সত্যি অসাধারণ একজন সুন্দর মনের মানুষ।


সৃষ্টিকর্তার কাছে হাজারো প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন আপনাকে সর্বদাই সুস্থ রাখে এবং মানুষের সেবায় আপনাকে যেন নিয়োজিত রাখে। আসলে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু গুণ দিয়ে থাকে। কিছু কিছু মানুষ রয়েছে যাদের অর্থ সম্পদ অনেক বেশি থাকে, কিন্তু মানুষের জন্য কাজ করার মন-মানসিকতা থাকে না। আপনার মত কয়জনই বা আছে, নিজের কথা চিন্তা না করে অপরের মঙ্গলের জন্য সর্বদাই চিন্তা করে। আসলে আপনার যে মন মানসিকতা এবং আপনার যে কাজে ধারাবাহিকতা এটা দেখে আমি অবাক হয়ে যাই। অপরের জন্য আপনার মন কাঁদে, আসলে প্রকৃত মানুষ সেই হয়, যার ভিতরে মানুষত্ব রয়েছে, মানুষের প্রতি ভালোবাসা রয়েছে। এই পৃথিবীতে আমরা চিরকালই বেঁচে থাকব না, কিন্তু আমরা বেঁচে থাকব আমাদের কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে। আপনি আপনার কর্মের মাধ্যমে আমাদের মাঝে রয়েছেন এবং বেঁচে থাকবেন এই পৃথিবীর মাঝে যুগ ধরে এই কামনাই করি।


সৃষ্টিকর্তা আপনাকে এই মহান শুভ দিনে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আসলে সৃষ্টিকর্তা হয়তো তখনই আপনার মন মানসিকতা মানুষের জন্য কাঁদবে এটাই নির্ধারণ করে রেখেছিল। যার কারণে আজকে আপনি এত বড় মন মানসিকতা এবং উদার প্রেমী হয়েছেন। আপনার ভালোবাসায় আমরা মুগ্ধ, আপনার জন্য আমার বাংলা ব্লগ পেয়েছি,তাই সত্যি আমি আনন্দিত,এত সুন্দর একটি পরিবার পেয়েছি। যে পরিবারকে আমি নিজের করে নিয়েছি। আর এই পরিবারের প্রধান কর্তা আপনি, আপনার দেখানো পথেই আমরা চলবো আর আপনার কথা মতেই চলবো।আপনার জন্য মনের ভিতর ভালোবাসা রয়েছে অসীম। এই ভালবাসা কখনোই শেষ হবে না। তাই আপনার জন্মদিনে মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করেও শেষ করতে পারছি না। আপনার জন্য মনের ভিতর অসীম ভালোবাসা লুকিয়ে রয়েছে।আমার বাংলা ব্লগের প্রত্যেকটা সদস্যের মনের মধ্যে রয়েছে আপনার জন্য ভালোবাসা।


পরিশেষে একটা কথাই বলছি দাদা, জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বুক ভরা ভালোবাসা দিচ্ছি গ্রহণ করে নিও একবার। আপনার প্রতি আমাদের মনের মাঝে যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা কখনোই শেষ হবে না। সারাটা জীবন যেন আপনার জন্য ভালোবাসা থাকবে। তাই জন্মদিনে সৃষ্টি কর্তার কাছে আপনার জন্য প্রার্থনা করি। আপনাকে যেন সর্বদাই সুস্থ রাখে এবং আপনি যেন সর্বদাই মানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যেন দীর্ঘ সুন্দর পথ চলা হয়।আর সেই পথ চলা যেন শান্তিময় হয়ে ওঠে আপনার জীবন জুড়ে।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

আজকে দাদার জন্মদিন। দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে বড় দাদার জন্য শুভকামনা জানিয়েছেন। আমরা সবাই অন্তরের অন্তস্থল থেকে দাদার জন্য দোয়া ও শুভ কামনা করি। দাদা দীর্ঘজীবী হোক এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় পথ চলুক এটাই কামনা।

 15 days ago 

GridArt_20241205_193515641.jpg

 15 days ago 

আজকে আপনি আপনার মনের গভীর থেকে দাদা বৌদির জন্য ভালোবাসা এবং বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। এছাড়া আপনার জন্য শুভকামনা রইল।

 15 days ago 

দাদার জন্মদিনে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়া আপনি অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন আর দাদার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 15 days ago 

দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। আসলে দাদা আমাদের সবার প্রাণপ্রিয় এবং দাদা তার কর্মের কারণে আমাদের মাঝে বেঁচে থাকবে হাজার বছর। দাদার জন্য শুভকামনা রইল আর জন্মদিনের শুভেচ্ছা রইল।

 14 days ago 

প্রথমে দাদার জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ভাইয়া আপনি অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন আমাদের মাঝে বড় দাদার জন্মদিন উপলক্ষে। দাদার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96601.54
ETH 3445.82
USDT 1.00
SBD 3.09