সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, পরিবারের মধ্যে হাসির আনন্দময় একটি দিন আমরা উপভোগ করি। আর একটি বছর পরে এই ঈদের খুশিতেই যেন পুরো পরিবারের মাঝে হাসি ফোটায়। পুরো পরিবারের সকলেই আনন্দের সাথে মেতে ওঠে। তাইতো ঈদকে কেন্দ্র করে যেন হাজারো পরিকল্পনা আমাদের মধ্যে থাকে আর আজকে পবিত্র ঈদের দিন ছিল। তাই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।আশা করছি পরিবারের সাথে নিয়ে আজকের এই দিনটা আপনারা সবাই আনন্দের সাথে উপভোগ করেছেন। তাইতো ঈদের শুভেচ্ছা এবং ঈদের অনুভূতি নিয়ে আপনাদের মাঝে কিছু মুহূর্ত শেয়ার করতে আসলাম। আপনাদের সাথে ঈদের মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগবে।


IMG_20250607_185240.jpg

IMG_20250607_185225.jpg


আজকে ছিল ঈদের দিন, যার কারণে অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুশির দিন ছিল। তাই আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে পরিবারের সকলের সাথে হাসিমুখে দিনটা উপভোগ করলাম এবং সকাল সকালে গোসল দিয়ে মাঠে নামার পড়ার জন্য আত্মীয়-স্বজন এবং সকলকে সাথে নিয়ে যেন ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঠে এসে দেখতে পেলাম ঈদগা মাঠ খুবই সুন্দরভাবে সাজানো এবং এত সুন্দর ভাবে এইবার সাজানো হয়েছিল যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। পুরো লাইটিং এর ব্যবস্থা ছিল এবং অনেক সুন্দর পরিকল্পনা সাথে সাজানো হয়েছে।


IMG_20250607_185216.jpg

IMG_20250607_185205.jpg

ঈদের নামাজটা সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ পড়ে সকলের সাথে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সবাই একসাথে আর এই ঈদের নামাজ পড়ার মুহূর্তটা অসাধারণ, কারণ পুরো গ্রামের সকলেই একসাথে নামাজ পড়া হয়। নামাজ পড়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন খুবই ভালো লাগলো, সকলের সাথে হাসিমুখে দিনটা উপভোগ করলাম এবং একসাথে পথ চলার মুহূর্তটা অসাধারণ ছিল।একটি বছর পর আমরা পবিত্র এই ঈদের দিন পেয়েছি। যার কারণে সকল বন্ধুদের সাথে হাসিমুখে দিনটা উপভোগ করলাম। আর এই মুহূর্তটা ছিল যেন অসাধারণ।


IMG_20250607_185156.jpg

IMG_20250607_185140.jpg

ঈদগা মাঠ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পথে কিছু ফটোগ্রাফি করে নিলাম। আসলে এই দিনটা আবার একটি বছর পর আসবে, যার কারণে আজকের দিনটা স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই কিছু ফটোগ্রাফি করে নিলাম। সেই ফটোগ্রাফিগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই ফটোগ্রাফি গুলো যেন আমাদের স্মৃতি হয়ে স্মরণ করিয়ে দেবে আজকের দিনের কথা।


আজকে ঈদের দিনের মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আসলে ঈদের মুহূর্তের প্রত্যেকটা সময় যেন আমরা পরিবারের সাথে হাসিখুশি ভাবে পালন করার চেষ্টা করি। তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই আজকের দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। পরিবারের মাঝে হাসি আনন্দের মুহূর্তটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে এই দোয়া করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করেছি।


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণলাইফ স্টাইল
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.036
BTC 115784.94
ETH 4466.97
SBD 0.86