ফুটবল খেলার কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকেও আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যার কারণে গত দুই দিন আগে আমি আমাদের স্টেডিয়াম মাঠে এসেছিলাম। মাঠে এসে কিছু মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে স্টেডিয়াম মাঠে ছোট বাচ্চাদের খেলাধুলার দৃশ্য দেখে যেন সেই ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছা করতেছিল। তো তাদের এই খেলাধুলার দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। আসলে দুটি প্রাথমিক বিদ্যালয় এর মাঝে এই খেলার আয়োজন করা হয়েছিল। বাচ্চাদের এই খেলার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করলাম। আর তাদের খেলা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সেই মুহূর্তের ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20250117_140905.jpg

স্টেডিয়াম মাঠে এসে দেখতে পেলাম দুটি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে খেলার প্রতিযোগিতা দিয়েছে। আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আনন্দ দেওয়ার জন্য সরকার থেকে এই খেলার আয়োজন করে থাকে। আর স্যারদের উদ্যোগে সুন্দরভাবে এই খেলা পরিবেশন করা হয়। তাই তাদের খেলা দেখতে পেয়ে আমি স্টেডিয়াম মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে লাগলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20250117_140924.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20250117_140957.jpg

এই খেলার আয়োজন স্যাররা খুবই যত্ন সহকারে করেছে এবং দায়িত্ব নিয়ে করেছে। তারা একটি মঞ্চ সাজিয়েছে। সেখানে এসে দেখতে পেলাম আমার পরিচিত অনেক স্যার রয়েছে। তাদের সাথে কথা বললাম কথা বলে অনেক ভালো লাগলো।
ফটোগ্রাফি-৪👇

IMG_20250117_140754.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20250117_140935.jpg

স্যাররা এই খেলা অনেক যত্ন সহকারে আয়োজন করেছে। তাদের আয়োজন করার মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই খেলা অনেক আনন্দের সাথে তারা উপভোগ করছে। আমি স্যারদের সাথে দাঁড়িয়ে খেলা গুলো দেখতে ছিলাম। তখন বল নিয়ে গোল দিকে আসে তখন স্যারদের মধ্যে যে আনন্দ উল্লাস হয় এই দৃশ্যটি দেখে ভালো লাগলো।
ফটোগ্রাফি-৬👇

IMG_20250117_140821.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20250117_141037.jpg

আসলে খেলার মুহূর্তগুলো আমিও খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। কারণ এই খেলার দৃশ্য আমার ভালো লেগেছে। ছোটবেলা আমি অনেক খেলতাম। ছোটদের এই খেলার দৃশ্য দেখতে পেয়ে পুরনো দিনের কথা খুবই মনে পড়ে গেল। আমারও খুবই খেলতে ইচ্ছা করতে ছিলো। আসলে ছোটরা অনেক ভালো খেলতেছিল। তাদের খেলার এই দক্ষতা দেখে অনেক ভালো লাগলো। স্যাররা মাঠ থেকে উৎসাহ দিচ্ছিলো।
ফটোগ্রাফি-৮👇

IMG_20250117_140843.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20250117_141007.jpg

আরো অনেক স্যার ম্যাডাম এই খেলার দেখার জন্য আসতেছিলো। তাদের আসার দৃশ্য দেখতে পেয়ে আরও খুশি হল সবাই। তারা যেন আনন্দের সাথে খেলাধুলা করছে, আর এই খেলা শেষে পুরস্কার আয়োজন করা হয়েছে। তাই এই খেলার দৃশ্য দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। আর খেলার দৃশ্যগুলো শেয়ার করার জন্য ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20250117_140945.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আজকে আপনাদের মাঝে আমার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে ছোটদের খেলা দেখলেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমি অনেক ফুটবল খেলেছি। আর এই খেলার দৃশ্যগুলো অসাধারণ। তাই খেলার দৃশ্যগুলো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। 🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাইয়া আপনি অনেক সুন্দর খেলাধুলা বিষয়ে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। তবে আমি যা খেয়াল করে দেখলাম টাইটেলটা ভুল ছিল মনে হল। তবে বাচ্চাদের খেলাধুলা দেখতে আমারও খুব ভালো লাগে। বর্তমান সময়ে স্কুলে ছেলেমেয়েদের ফুটবল খেলার আয়োজন করে থাকে। খেলা গুলো আমিও দেখেছি কয়েকবার। অনেক ভালো লাগলো খেলাধুলার এই মুহূর্তে দেখে।

 last month 

GridArt_20250117_154903775.jpg

 last month 

আপনি ফুটবল খেলা দেখার সুন্দর মুহূর্তটা ইনজয় করার পাশাপাশি আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন। অনেক ভালো লাগলো এত সুন্দর একটি আয়োজন দেখে। খেলাধুলা দেখার পাশাপাশি খেলতেও ভালো লাগে। আমাদের এখানে বিকেল মুহূর্তে বাচ্চারা খেলাধুলা করে। শুক্রবার বিকেলটা দেখার সুযোগ পাই তাই অনেক ভালো লাগে।

 last month 

হ্যাঁ ভাইয়া ছোট বাচ্চাদের ফুটবল খেলা দেখলে নিজেদের ছোটকালের কথা মনে পড়ে যায় খেলাধুলার। আপনি দেখতেছি ছোট বাচ্চারা ফুটবল খেলছে তার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। এবং খেলাধুলার সৌন্দর্য সবসময় আলাদা থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 last month 

ফুটবল এমন একটা খেলা টা দেখে নিজেকে আটকে রাখা মুশকিল। মনে হয় আমি নিজেই নেমে যায় মাঠে। অন্তত আমার তো এমনটাই মনে হয়। বাচ্চাদের ফুটবল খেলার দৃশ্যের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন ভাই। দেখে বেশ চমৎকার লাগল। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69