সুন্দর কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ফুল আমরা সকলেই পছন্দ করি। ফুলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আমাদের হৃদয় থেকে তৈরি হয়। তাইতো ফুলের ফটোগ্রাফি করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তাই আজকে আপনাদের মাঝে ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ফটোগ্রাফি পোস্ট দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে, আমার রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি দেখা শুরু করা যাক।
এই মলিন ফুলগুলো যেন এক নীরব কবিতা, যেখানে সৌন্দর্য ও মৃত্যুর চিত্র আঁকা। একসময় যেসব গোলাপ ছিল প্রাণবন্ত ও রঙিন, আজ তারা ক্লান্ত, শুকিয়ে যাওয়া পাতার মতো নিঃশব্দ হয়ে আছে। তবুও তাদের মাঝে লুকিয়ে আছে অপূর্ব এক সৌন্দর্য,মলিনতার মধ্যেও প্রাণের ছাপ। প্রকৃতি এভাবেই শেখায়, জীবনের প্রতিটি ধাপই মহৎ,তাজা হোক বা ঝরে যাওয়া। আমার গোলাপ গাছের এই ফুলে দৃশ্য দেখে ফটোগ্রাফি করেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
জবা ফুলের ফটোগ্রাফি করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই জবা ফুল গুলো আমার বাড়িতে আমি নিজ হাতে লাগিয়েছিলাম। গ্রামের বাড়িতে এই জবা ফুল গাছটিতে অনেক ফুল ফুটে থাকে। দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই তো এই সৌন্দর্যময় ফুলের দৃশ্য দেখেই ফটোগ্রাফি করেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
রঙিন প্রকৃতির অপূর্ব ছোঁয়া,ছবিতে ফুটে উঠেছে ল্যান্টানা ফুলের মনকাড়া সৌন্দর্য। লাল, কমলা আর হলুদের মিশেলে তৈরি এই ফুল যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। এমন দৃশ্য হৃদয় ছুঁয়ে যায় এবং প্রকৃতির প্রতি ভালোবাসা আরও গভীর করে তোলে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
কুমড়ো ফুলের ফটোগ্রাফি করতে পেরে আরো বেশি ভালো লাগলো। কারণ আমাদের বাড়িতেই এই গাছ লাগানো হয়েছিল। আর সেখানে ফুল ফুটে রয়েছে। হলুদ ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। দূর থেকে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যার কারণে আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আমার হাতে লাগানো নয়নতারা এই ফুল গাছে ফুল ফুটে রয়েছে। আসলে নয়নতারা ফুল গুলো এখন খুবই পরিচিত ফুল। তবে এই ফুলগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলগুলোর বাগানের সৌন্দর্য অনেকটাই ধরে রাখে। আর ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
@rayhan111, আসসালামু আলাইকুম!
What a vibrant collection of floral photography! Each photo tells a story, from the poignant beauty of the fading rose to the bright joy of the জবা ফুল you nurtured yourself. The ল্যান্টানা ফুল are particularly captivating, a true celebration of nature's artistry.
I appreciate how you've not only captured these beautiful moments but also shared the personal connection you have with each flower, especially those grown in your own garden. It brings a special warmth to the post.
Thank you for sharing the beauty of সিরাজগঞ্জ, বাংলাদেশ with us! Your passion shines through, and I'm sure others will be delighted by your work. Keep creating and sharing! Which flower is your personal favorite to photograph and why? I'd love to know!
https://x.com/rayhan111s/status/1938654904551383052?t=zNCwa1W4EF0chWqxBiQDUw&s=19
আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। জবা ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালো লাগছিল দেখতে। এছাড়াও ল্যান্টানা ফুলগুলো বেশ সুন্দর থোকা হয়ে ফুটে রয়েছে দেখতে বেশ ভালো লাগছে। তবে আপনার পোস্টে কুমড়ো ফুলের স্থানে ল্যান্টানা ফুলের ফটোগ্রাফি চলে এসেছে। লেখা এবং ফটোগ্রাফি মিস ম্যাচ হয়ে গেছে। আপনার ফটোগ্রাফি গুলি দেখে এবং পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।
অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর পোস্ট সাজিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। যখন আপনার কাছ থেকে কিছু ফটোগ্রাফি দেখছিলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এর মধ্যে তিন নাম্বার আপনি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আমার অনেক পছন্দ হয়েছে৷