"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ || আমার বানানো ইউনিক ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি ।
"আসসালামু আলাইকুম"
আমি @rahimakhatun
from Bangladesh
২০ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।
৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ ।
এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল । |
---|
চিকেন চিজ টুকরি এর ফটোগ্রাফি। |
---|

made by @rahimakhatun
চিকেন চিজ টুকরি |
---|

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩৫ অংশগ্রহণের জন্য আমার বানানো একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চিকেন চিজ টুকরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে যে কোন প্রতিযোগিতা মানেই আমার কাছে ভিন্ন রকম আয়োজন।প্রত্যেক বার কনটেস্ট এর এনাউন্সমেন্ট দেখলে বেশ চিন্তায় পরতে হয় ইউনিক কি বানানো যায় ,চিন্তা করে বানাতে আমার বেশ দেরি হয়ে যায়। এই বারেও চেষ্টা করেছি একটু ভিন্ন রকম আয়োজন করতে। আসলে চিকেন পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে ,বিশেষ করে ছোটরা বেশ পছন্দ করে। আর যদি চিকেন দিয়ে যদি একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করা যায় তাহলে তো কথাই নাই। আমি আজকের যে রেসিপি তৈরি করেছি তা চিকেন এর পাশাপাশি বাটি কিংবা টুকরি সহ খাওয়া যাবে। আমরা মোটামুটি সকলে জানি মুরগিতে প্রচুর পরিমান প্রোটিন আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ,রক্তসল্পতায় উপকারী ,চোখের জন্য উপকারী। যাই হোক আমার বানানো ইউনিক ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ |
---|

উপকরন |
পরিমান |
|||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মুরগির মাংস | ১কাপ | |||||||||||||||||||||||||||||
তেল | ২ কাপ | |||||||||||||||||||||||||||||
লবন | সামান্য | |||||||||||||||||||||||||||||
জিরা | ১ চা চামচ | |||||||||||||||||||||||||||||
আদা রসুন পেস্ট | ১ চা চামচ | |||||||||||||||||||||||||||||
আটা | প্রয়োজন মত | |||||||||||||||||||||||||||||
টমেটু সস | ১ টেবিল চামচ | |||||||||||||||||||||||||||||
সয়া সস | ১ চা চামচ | |||||||||||||||||||||||||||||
কনফ্লাওয়ার | ১ টেবিল চামচ | শসা | প্রয়োজন মত | |||||||||||||||||||||||||||
চিজ | প্রয়োজন মত | তিল | প্রয়োজন মত | |||||||||||||||||||||||||||
গুঁড়া মরিচ | সামান্য | |||||||||||||||||||||||||||||
🍗🍗🍗 প্রস্তুত প্রণালী 🍗🍗🍗 |
---|

২য় ধাপ |
---|

৩য় ধাপ |
---|

৪র্থ ধাপ |
---|

৫ম ধাপ |
---|

৬ষ্ঠ ধাপ |
---|

৭ম ধাপ |
---|

৮ম ধাপ |
---|

৯ম ধাপ |
---|

১০ম ধাপ |
---|

১১ তম ধাপ |
---|

১২ তম ধাপ |
---|

১৩ তম ধাপ |
---|

১৪ তম ধাপ |
---|


হয়ে গেলো ইউনিক ক্রিস্পি চিকেন চিজ টুকরি কিংবা বাটি রেসিপি । তারপর সস দিয়ে পরিবেশন করবেন। আশা করি খুব ভালো লাগবে।
যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
ডিভাইস | Galaxy A13 |
---|---|
লোকেশন | ঢাকা |
ফটোগ্রাফি | চিকেন রেসিপি |
VOTE @bangla.witness as witness OR >>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। অভিনন্দন আপু আপনাকে।আপনি দারুন স্বাদের ক্রিস্পি চিকেন টুকরি শেয়ার করেছেন।দেখে বেশ ইয়াম্মি লাগছে।খেতেও বেশ মজার হয়েছে আশাকরি।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।
প্রতিটা প্রতিযোগিতায় আপনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকেন। সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতা-৩৫ এ আপনি আপনার ইউনিক ধারণা নিয়ে ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি তৈরি করেছেন। আসলে যে কোন প্রতিযোগিতার টপিক নিয়ে যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে ইউনিক রেসিপি তৈরি করা সম্ভব যেমন আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আটা দিয়ে বাটি বানানোর ব্যাপারটা অনেক মজার ছিল আপু তাছাড়া যথেষ্ট লোভনীয় লাগছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই।ইউনিক ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি প্রতিযোগিতা মানে অনেক ইউনিক ইউনি রেসিপি দেখা এবং শিখে নেওয়া। এই ধরনের রেসিপি কখনো দেখিনি বা নামও শুনিনি। খাওয়াতো পরের কথা এ ধরনের রেসিপি খেতে আসলেই অনেক লোভনীয় হয়ে থাকে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন ধন্যবাদ।
আপনার টুকরি বানানোর বুদ্ধির নিকট সবাই হার মেনে গেছে,হি হি হি। ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি। ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। ধন্যবাদ আপু।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই রেসিপিটি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি আমার কাছে একদম নতুন লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার চিকেন চিজ ক্রিস্পি রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে আপু আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা মানে ইউনিক কিছু। সকাল সকাল এমন রেসিপি দেখে জিভে জল চলে এলো।একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে চিকেনের ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইউনিক ক্রিস্পি চিকেন চিজ টুকরি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি তৈরি দেখে খুবি ভালো লাগছে। ধাপ গুলো দেখে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সবার কাছেই ভালো লাগে। আমি ভীষণ পছন্দ করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। পরিবেশনটা আপনি খুবই সুন্দর ভাবে করেছেন। দেখে বুঝতে পারছি বেশ মজা করেই খেয়েছেন।
ক্রিস্পি চিকেন চিজ টুকরি , নাম টাই তো খুব ইউনিক। খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে খেতে এই রেসিপিটি । রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফোটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে আপু।