Better Life with Steem || The Diary Game || October 08, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৮ই অক্টোবরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাংলো। আজকে বাজার যেতেই হবে কারণ ঘরে সব্জী বা মাছ কিছুই নেই, সেই কারণে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা, নাহলে আমি এতো তাড়াতাড়ি ওঠার মানুষ নই। যাইহোক, এরপর ফ্রেশ হয়ে নিয়ে ময়লার গাড়ী আসলে আমি তাতে এক প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। তারপর এক কাপ চা করে খেয়ে নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। চা খেতে খেতে আমি আজকের আনন্দবাজার পত্রিকাটাও অবশ্য পড়ে নিয়েছি। বাজারে পৌঁছে আমি প্রথমে এক প্যাকেট দুধ কিনলাম। তারপর আমি সোজা মাছের বাজারে চলে গেলাম।

আজকে আমি বাজার থেকে আড় মাছ কিনলাম। তারপর বেগুন আর টম্যাটো কিনে নিয়ে আমি বাড়ী ফেরার পথ ধরলাম। বাড়ী ফেরার পথে আমি ব্রেকফাস্টের জন্য পেটাই পরোটা কিনে নিলাম। বাড়ী ফিরে প্রথমে আমি পেটাই পরোটা খেয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর আমি এক কাপ চা বানিয়ে খেলাম।

এরপর আমি আড় মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখলাম। সর্ষের তেল মাখিয়ে রাখলে আড় মাছ, বোয়াল মাছ ইত্যাদি মাছগুলো ভাজার সময় বেশি ফোটে না। তারপর আমি আলু, পেঁয়াজ, বেগুন, টম্যাটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কেটে আর বেটে নিয়ে আলু, বেগুন দিয়ে আড় মাছের ঝোল রান্না করে ফেললাম।
দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ মাসী এসে কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করা হয়ে গেলে আমি ঘন্টাখানেকের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।


সন্ধ্যে ৬টা নাগাদ ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খেয়ে সন্ধ্যে দিলাম। তারপর আমি ৩০ মিনিটের জন্য হাঁটতে বের হলাম। হাঁটা শেষ হয়ে গেলে বাড়ী ফিরে আমি অনেকদিন পর স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।
ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি আমার স্ত্রীর সাথে ফোনে কিছুক্ষণ কথা বললাম। ও সেইসময় ট্রেনে ছিল, অফিস থেকে ওর বাপের বাড়ীতে ফিরছিল। বউয়ের সাথে কথা হয়ে যাওয়ার পর আমি ফেসবুকে কিছুক্ষণ বন্ধুবান্ধবীদের সাথে চ্যাট করলাম আর সাথে বেশ কিছু ফেসবুক পোস্ট পড়লাম।
তারপর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। প্রথমে বেশ কয়েকটা গানের ভিডিও দেখার পর আমি কিছু রান্নার রেসিপির ভিডিও দেখলাম। রাত ১১টা নাগাদ দিদি আসলে আমরা দুজনে সারাদিনের গল্প করলাম। এরপর দিদি বাড়ী চলে গেলে আমি খাবারদাবার সব গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনারের পর আজ আর ল্যাপটপ অন করলাম না। বেশ ঘুম পেয়ে গিয়েছিল, তাই আমি সবকিছু অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৮ই অক্টোবরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1976337218613674281