জেনারেল রাইটিং :- টাকায় সব কিছু হয় না

in আমার বাংলা ব্লগ3 months ago

#আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

1000027830.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আসলো আমার বাংলা ব্লগ এমন জায়গা যেখানে আমরা আমাদের মনের কথা গুলো শেয়ার করতে পারি।আর অনেকে ভাবে যাদের টাকা আছে তারা হয়তো সব পারে। আসলে জীবনে টাকার প্রয়োজন তাই বলে টাকা সব কিছু পারে এমন টা নয়।আসলে অনেক কিছু আছে যা টাকা ছাড়া সম্ভব নয় কিন্তু আবার অনেক কিছু আছে হাজার টাকা থাকলেও পারা সম্ভব নয়। আসলে সব কিছুতে টাকা লাগে তবে লাগার ও সীমাবদ্ধ থাকার দরকার। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আসলে আমরা অনেকেই মনে করি যে আমাদের টাকা আছে তাই আমরা সব কিছু পারব।তবে পৃথিবীতে কিছু কিছু জিনিস আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন।আমরা হাজার টাকা থাকলেও তা পারা সম্ভব নয়। আসলে আমরা বাচ্চাদের পড়ার জন্য টাকা পয়সা খরচ করি তবে টাকা যতই খরচ করি না কেন, যদি ছাত্রছাত্রী ভালো না হয় তাহলে ভালো কিছু করা সম্ভব নয়। ব্যাপারটা এমন নয় যে আমার টাকা আছে বলেই আমার ছেলে বা মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে আমাদের টাকা পয়সার দরকার তার চেয়ে আগে দরকার স্টুডেন্ট ভালো হওয়া।

আসলে এখনকার প্রশাসন টাকা ছাড়া কিছু বুঝে না। বিশেষ করে পুলিশরা। এমন একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। আসলে জমি নিয়ে বর্তমান সব জায়গায় ঝামেলা। আর সেহেতু এখন দেশে সরকার নেই বলে চলে।তবে সবার একটা জিনিস বুঝা উচিত যেহেতু দেশ থেকে শেখ হাসিনাকে তারাতে পেরেছে তাহলে আর অনেক কিছুই পারবে।আসলে কিছু লোক টাকার জন্য বাড়িতে পুলিশ নিয়ে এসে জোর করে সব কিছু দখল করে। কিন্তু টাকার ওপরে যে টাকা আছে তা অনেকের জানা নেই। আসলে জোর করে পুলিশ কেন এমন কেউ আছে বলে আমার মনে হয় না। জোর করে একজনের জমি পুলিশ টাকা খেয়ে অন্য জনকে দিতে পারে না।

আবার ডাক্তাররা টাকা নিয়ে হাজার চেষ্টা করে ও হায়াত না থাকলে কোন রোগীকে বাঁচাতে পারে না। তবে কিছু কিছু ডাক্তার আছে রোগী মারা গেলেও তাকে বেঁচে আছে বলে টাকা খায়।আসলে বর্তমান মানুষের মনুষ্যত্ব নেই বলেই চলে। আসলে এমন টাকা ইনকামকে ধিক্কার জানায়। আসলে বর্তমান টাকার জন্য মানুষ মিথ্যাকে সত্য বানায়।হায়রে টাকা মারা গেলে সব কিছু পরে থাকবে এটা আমরা কেউ মানতে চায় না। আমরা সব কিছু ভুলে টাকার পিছনে ছুটি।টাকা দরকার কিন্তু সব কিছু বাদ রেখে শুধু টাকার পিছনে আমাদের ছুটা উচিত নয়। আশাকরি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

1000027831.jpg

 3 months ago 

আপনার পোস্টে টাকার প্রকৃত মূল্য এবং এর সীমাবদ্ধতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলেই, টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু সত্যিকারের সুখ, মানবিক মূল্যবোধ বা আল্লাহর দেওয়া নিয়তি কিনতে পারে না।আপনার পোস্টে আল্লাহর ইচ্ছার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা খুবই প্রশংসনীয়।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

হ্যাঁ আপু টাকায় সব কিছু হয় না। তবে কিছু কিছু মানুষ মনে করে টাকাই সবকিছু করা যায়। যেমনটি আপনি বললেন কিছু ডাক্তার আছে মানুষ মারা যাওয়ার পরও জীবিত বলে টাকা ইনকাম করে। আবার অনেক মানুষ মিথ্যাকে সত্য বানায় সত্যকে মিথ্যা বানায় টাকার কারণে। তবে টাকা দিয়ে সবকিছু করা যায় না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106980.72
ETH 3879.27
USDT 1.00
SBD 0.59