সুবাস্ত থেকে কেনাকাটা ২য় বা শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সুবাস্ত থেকে কেনাকাটা ২য় বা শেষ পর্ব

1000021127.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি তবে কিনতে হলে একটু সময় আর টাকার প্রয়োজন। যদিও তেমন কিনতে পারি না তবে প্রয়োজনীয় জিনিস গুলো একটু কিনতেই হয়। আসলে কয়েক দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম তখন বাচ্চাদের জন্য একটু কিনতে সুবাস্তে গিয়েছিলাম। আসলে এখম চলছে শীতের মৌসুম।আর শীতের সময় বাচ্চাদের জন্য জুতা অনেক দরকার। যাইহোক আজ এসেছি সুবাস্ত থেকে কেনাকাটা দ্বিতীয় বা শেষ পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000020562.jpg

1000020561.jpg

1000020565.jpg

প্রথমে আমরা গিয়েছিলাম জুতার দোকান গুলোতে। আসলে বাচ্চাদের জন্য জুতা কেনা অনেক ঝামেলার। কারণ জুতা পছন্দ হলেও সাইজ মতো পাওয়া যায় না। তবে প্রথম কয়েক দোকান দেখেই জুতা পছন্দ হয়ে গেল। তবে কয়েকটি জুতা পছন্দ হলেও সাইজ পাওয়া যায় নি।যেহেতু সুবাস্ত অনেক বড় এরিয়া তাই জিনিস পত্রের ও অভাব নেই। তবে দামটা বেশ চড়া। আর পছন্দ একবার হয়ে গেলে আসলে দাম হলেও সেটার প্রতি আকর্ষন বেশি থাকে। তবে সাইজ না হলে সাইজ মতো পাওয়া মুশকিল। প্রথম দোকান গুলোতে জুতা পছন্দ হলেও সাইজ মতো পাওয়া যায় নি। তারপর চলে গেলাম অন্য দোকান গুলো দেখার জন্য।

1000020566.jpg

1000020576.jpg

1000020578.jpg

1000020565.jpg

1000021127.jpg

তারপর আমরা সবাই মিলে চলে গেলাম অন্য দোকান গুলোতে।আসলে সুবাস্তের জিনিস গুলো অনেক ভালো তবে দামটা বেশ চড়া।আসলে দাম গুলো বেশি হলেও জিনিস গুলো বেশ ভালো হয়।আমরা অনেক সময় কম দাম দিয়ে জিনিস কিনলে বেশি টেকে না। তবে একটু বেশি দাম দিয়ে কিনলে জিনিস গুলো একটু ভাল হয়।অনেক গুলো জুতা দেখার পরে ছোট মেয়ের জন্য একটা জুতা পছন্দ হলো।তারপর আবার সাইজ দাম সবকিছু নিয়েই ঠিক হয়েছে। তারপর ১১০০ টাকা দিয়ে একটা জুতা কিনলাম ছোট মেয়ের জন্য।

1000020607.jpg

1000020568.jpg

1000021127.jpg

তারপর আর কয়েকটি দোকান দেখতে লাগলাম বড় মেয়ের জন্য। আসলে বড় মেয়ের জন্য আর একটা জুতা পছন্দ করলাম। আসলে বাচ্চা ছোট হলেও পা কিন্তু বেশ বড়। তারপর বড় মেয়ের জন্য বেশ ভালো একটা জুতা পছন্দ হলো। তবে অনেক সময় ধরে ঘুরতে ঘুরতে আর ভালো লাগছিল না।তাই বড় মেয়েরটা তারাতাড়ি পছন্দ করে নিয়ে নিলাম। তবে সব গুলো বেশ ভালোই কিনেছিলাম কিন্তু বড় মেয়েটা কিনতে বেশ ঝামেলা হয়েছিল। যাইহোক অবশেষে কিনতে পেরেছি এটাই অনেক। বেশ ভালো কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনবাড্ডা, ঢাকা

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

1000021130.jpg

1000021129.jpg

1000021128.jpg

 13 days ago 

সুবাস্ত থেকে কেনাকাটার খুব সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন আপু। প্রথম পর্ব টাও দেখা হয়েছিল। আজকে শেষ পর্ব দেখে ভালো লাগলো। ভালোই কেনাকাটা করেছেন দেখছি। আপনার দুই মেয়ের জন্যই খুব সুন্দর জুতা কিনেছেন। ধন্যবাদ আপনাদের মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 12 days ago 

জি আপু জুতা গুলো বেশ ভালো হয়েছে,ধন্যবাদ আপু।

 13 days ago 

কেনাকাটার অনেক সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। যেখানে বাচ্চাদের জন্য জুতা কেনার সুন্দর অনুভূতিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক কিছু জানাও দেখার সুযোগ করে দিয়েছেন এই পোস্টের মধ্য দিয়ে।

 12 days ago 

সত্যি আপু অনেক কিছু জানা যায় এই সব পোস্ট থেকে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 93668.08
ETH 3254.02
USDT 1.00
SBD 6.28